আপনি কি এই সুযোগটা গ্রহণ করবেন?
আসন্ন স্মরণার্থক দিবস আমাদের কৃতজ্ঞতা দেখানোর সুযোগ দেবে
১. স্মরণার্থ দিবস কোন বিশেষ সুযোগ করে দেবে?
১ এপ্রিল মাসের ১৪ তারিখের স্মরণার্থ দিবস, যিহোবার মঙ্গলভাবের প্রতি কৃতজ্ঞতা গড়ে তোলার এবং তা দেখানোর এক অদ্বিতীয় সুযোগ করে দেবে। লূক ১৭:১১-১৮ পদের বিবরণ দেখায় যে, যিহোবা ও যিশু কৃতজ্ঞতাকে কীভাবে দেখেন। দুঃখের বিষয় হল, সুস্থ হওয়া দশ জন কুষ্ঠরোগীর মধ্যে মাত্র এক জন কৃতজ্ঞতা দেখিয়েছিল। ভবিষ্যতে মুক্তির মূল্যের উপহার সমস্ত অসুস্থতা থেকে সম্পূর্ণ সুস্থতা নিয়ে আসবে এবং অনন্তজীবন সম্ভবপর করে তুলবে! নিঃসন্দেহে, তখন আমরা এই ধরনের আশীর্বাদের জন্য প্রতিদিন যিহোবাকে ধন্যবাদ জানাব। কিন্তু, কীভাবে আগামী সপ্তাহগুলোতে আমরা কৃতজ্ঞতা দেখাতে পারি?
২. কীভাবে আমরা মুক্তির মূল্যের প্রতি কৃতজ্ঞতা গড়ে তুলতে পারি?
২ কৃতজ্ঞতা গড়ে তুলুন: কৃতজ্ঞতার অনুভূতি মন থেকে গড়ে ওঠে। মুক্তির মূল্যের ওপর আমাদের উপলব্ধিবোধ গড়ে তুলতে আমাদের সাহায্য করার জন্য, স্মরণার্থের বিশেষ বাইবেল পাঠের একটা তালিকা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, যেমন সংশোধিত নতুন জগৎ অনুবাদে-র (ইংরেজি) পরিশিষ্টের বি১২, ক্যালেন্ডার ও প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা পুস্তিকা। পারিবারিকভাবে এগুলো পড়ুন না কেন? তা করলে মুক্তির মূল্যের প্রতি আমাদের উপলব্ধি বৃদ্ধি পাবে। এক দিক দিয়ে তা আমাদের আচরণের ওপর ভালো প্রভাব ফেলে।—২ করি. ৫:১৪, ১৫; ১ যোহন ৪:১১.
৩. স্মরণার্থ মরসুমে কোন কোন উপায়ে আমরা কৃতজ্ঞতা দেখাতে পারি?
৩ কৃতজ্ঞতা দেখান: কৃতজ্ঞতা কাজের মাধ্যমে প্রকাশ পায়। (কল. ৩:১৫) সেই কুষ্ঠ রোগী কৃতজ্ঞতা দেখিয়ে যিশুকে খুঁজে বার করার এবং তাঁকে ধন্যবাদ জানানোর জন্য প্রচেষ্টা করেছিল। নিঃসন্দেহে, সে এই অলৌকিক আরোগ্যের বিষয়টা উৎসাহের সঙ্গে অন্যদের জানিয়েছিল। (লূক ৬:৪৫) মুক্তির মূল্যের প্রতি আমাদের কৃতজ্ঞতা কি আমাদেরকে স্মরণার্থ দিবসে আমন্ত্রণ জানানোর অভিযানে উদ্যোগের সঙ্গে অংশ নিতে প্রেরণা দেবে? আমাদের কৃতজ্ঞতা দেখানোর আরেকটা উপায় হল, স্মরণার্থক মরসুমে সহায়ক অগ্রগামীর কাজ করা অথবা পরিচর্যায় আরও বেশি সময় ব্যয় করা। স্মরণার্থ দিবসের সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানাতে এবং তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে আমাদের কৃতজ্ঞতাপূর্ণ হৃদয় আমাদেরকে পরিচালিত করবে।
৪. এই স্মরণার্থ মরসুমে আমরা এমন কী করতে পারি, যাতে আমাদের অনুশোচনা করতে না হয়?
৪ এই স্মরণার্থ দিবসই কি আমাদের শেষ স্মরণার্থ দিবস? (১ করি. ১১:২৬) আমরা তা জানি না। কিন্তু আমরা এটুকু জানি যে, এই দিবস উদ্যাপন করা হয়ে গেলে, কৃতজ্ঞতা দেখানোর এক অদ্বিতীয় সুযোগ চলে যাবে। আপনি কি এই সুযোগ গ্রহণ করবেন? আমাদের কৃতজ্ঞতাপূর্ণ মুখের বাক্য ও আমাদের হৃদয়ের চিন্তা যেন মুক্তির মূল্য প্রদানকারী যিহোবাকে খুশি করে।—গীত. ১৯:১৪.