ঈশ্বরের সর্বোত্তম দানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা
১. কেন আমরা যিহোবার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ?
১ যিহোবার অনেক ‘উত্তম দানের’ মধ্যে তাঁর প্রিয় পুত্রের দ্বারা জোগানো মুক্তির মূল্য হল সর্বোত্তম দান। (যাকোব ১:১৭) এটা আমাদের পাপের মোচন বা ক্ষমাসহ অনেক আশীর্বাদ লাভ সম্ভবপর করেছে। (ইফি. ১:৭) এর জন্য আমরা সবসময়ই কৃতজ্ঞ। এই মূল্যবান দান নিয়ে ধ্যান করার জন্য স্মরণার্থ মরসুমের সময়ে আমরা বিশেষভাবে সময় করে নিই।
২. কীভাবে আমরা আমাদের পরিবারের এবং নিজেদের মধ্যে মুক্তির মূল্যের জন্য উপলব্ধিবোধ গড়ে তুলতে পারি?
২ উপলব্ধিবোধ গড়ে তুলুন: আপনার পরিবারের উপলব্ধিবোধ গড়ে তোলার উদ্দেশ্যে, মুক্তির মূল্য সম্বন্ধীয় বিভিন্ন তথ্য পুনরালোচনা করার জন্য, ৩০ মার্চের পূর্ববর্তী সপ্তাহগুলোতে আপনার পারিবারিক উপাসনার সন্ধ্যার সময়টা ব্যবহার করুন না কেন? এ ছাড়া, পরিবারগতভাবে প্রতিদিন স্মরণার্থের বিশেষ বাইবেল পাঠটিও বিবেচনা করুন। মুক্তির মূল্য কীভাবে আপনাকে উপকৃত করেছে এবং কীভাবে যিহোবা সম্বন্ধে, আপনার নিজের সম্বন্ধে ও অন্যদের এবং ভবিষ্যৎ সম্বন্ধে আপনার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছে, তা নিয়ে ব্যক্তিগতভাবে চিন্তা করুন।—গীত. ৭৭:১২.
৩. কীভাবে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি?
৩ কৃতজ্ঞতার অভিব্যক্তিগুলো: মুক্তির মূল্যের প্রতি উপলব্ধিবোধ আমাদেরকে যিহোবা সম্বন্ধে এবং তাঁর পুত্রকে পাঠানোর দ্বারা তিনি যে-মহান প্রেম দেখিয়েছেন, সেই বিষয়ে অন্যদেরকে বলতে পরিচালিত করে। (গীত. ১৪৫:২-৭) মার্চ, এপ্রিল এবং মে মাসে কিছু পরিবার, অন্ততপক্ষে পরিবারের একজন সদস্যের জন্য সহায়ক অগ্রগামীর কাজ করার ব্যবস্থা করার দ্বারা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। তা যদি সম্ভব না হয়, তাহলে আপনি কি পরিচর্যায় আপনার অংশগ্রহণকে বৃদ্ধি করার জন্য “সুযোগ” বা সময় ‘কিনিয়া লইতে’ পারেন? (ইফি. ৫:১৬) এ ছাড়া, কৃতজ্ঞতা আমাদের সঙ্গে স্মরণার্থ সভায় যোগ দেওয়ার জন্য অন্যদের সাহায্য করতেও আমাদেরকে পরিচালিত করবে। (প্রকা. ২২:১৭) পুনর্সাক্ষাৎ, বাইবেল ছাত্রছাত্রী, আত্মীয়স্বজন, সহকর্মী এবং প্রতিবেশীদের একটা তালিকা তৈরি করার দ্বারা তা শুরু করুন আর তারপর স্মরণার্থ সভার বিশেষ আমন্ত্রণপত্র বিতরণ অভিযানে পূর্ণরূপে অংশগ্রহণ করুন।
৪. কোন কোন উপায়ে আমরা স্মরণার্থ মরসুমকে বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করতে পারি?
৪ মানবজাতির প্রতি তাঁর দানকে আমরা কতখানি উপলব্ধি করি, যিহোবাকে তা দেখানোর জন্য স্মরণার্থ মরসুম নতুন সুযোগগুলো প্রদান করে। আমরা যেন মুক্তির মূল্যের এবং “খ্রীষ্টের . . . যে ধনের সন্ধান করিয়া উঠা যায় না,” সেই সমস্ত ধনের জন্য কৃতজ্ঞতা গড়ে তোলার ও তা প্রকাশ করার উদ্দেশ্যে এই সময়টা ব্যবহার করি।—ইফি. ৩:৮.