ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb23 সেপ্টেম্বর পৃষ্ঠা ৫
  • কেউ যখন তোমাকে উত্ত্যক্ত করে, তখন যিহোবার উপর আস্থা রাখো

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কেউ যখন তোমাকে উত্ত্যক্ত করে, তখন যিহোবার উপর আস্থা রাখো
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৩
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • স্কুলে আমাকে উত্ত্যক্ত করা হলে আমার কী করা উচিত?
    তরুণ-তরুণীদের ১০ প্রশ্নের উত্তর
  • যে-সিদ্ধান্তগুলো দেখায়, আমরা যিহোবার উপর নির্ভর করি
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৩
  • তিনি বিজ্ঞ, সাহসী ও নিঃস্বার্থ পদক্ষেপ নিয়েছিলেন
    তাদের বিশ্বাস অনুকরণ করুন
  • বাবা-মায়েরা, আপনাদের সন্তানদের শেখান যে, কীভাবে তারা ঈশ্বরকে খুশি করতে পারে
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৩
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৩
mwb23 সেপ্টেম্বর পৃষ্ঠা ৫
একজন কিশোরবয়সি মেয়ে বাবা-মাকে তার ফোন দেখাচ্ছে এবং নিজের মনের কথা খুলে বলছে। তারা মনোযোগ দিয়ে মেয়ের কথা শুনছে।

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

কেউ যখন তোমাকে উত্ত্যক্ত করে, তখন যিহোবার উপর আস্থা রাখো

লোকেরা বিভিন্ন উপায়ে উত্ত্যক্ত করতে পারে। তারা আমাদের আঘাত দিতে পারে কিংবা যিহোবার উপাসনার করার ক্ষেত্রে বাধা দিতে পারে। এইরকম সময়ে আমরা হতাশ হয়ে পড়তে পারি। আমরা যদি বিরোধীদের ভয় পেয়ে যাই, তা হলে যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে। এইরকম লোকদের থেকে নিজেদের রক্ষা করার জন্য আমরা কী করতে পারি?

যিহোবার অনেক উপাসককে যখন উত্ত্যক্ত করা হয়েছিল, তখন তারা তাঁর উপর আস্থা রেখেছিল। এই কারণে তারা সেই সমস্যার সঙ্গে মোকাবিলা করতে পেরেছিল। (গীত ১৮:১৭) তাদের মধ্যে একজন ছিলেন ইষ্টের। তিনি সাহসের সঙ্গে দুষ্ট হামনের ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছিলেন। (ইষ্টের ৭:১-৬) কিন্তু, এই সব কিছু করার আগে তিনি উপবাস করেছিলেন। এভাবে তিনি দেখিয়েছিলেন, যিহোবার উপর তার আস্থা রয়েছে। (ইষ্টের ৪:১৪-১৬) যিহোবা ইষ্টেরকে আশীর্বাদ করেছিলেন আর তাকে এবং তাঁর লোকদের রক্ষা করেছিলেন।

অল্পবয়সিরা, কেউ যদি তোমাকেও উত্ত্যক্ত করে, তা হলে যিহোবার কাছ থেকে সাহায্য চাও। তোমার বাবা-মা কিংবা কোনো পরিপক্ব ভাই-বোনের সঙ্গে কথা বলো। তুমি নিশ্চিত থাকতে পার, যিহোবা তোমাকে সাহায্য করবেন, ঠিক যেমনটা তিনি ইষ্টেরকে সাহায্য করেছিলেন। এ ছাড়া, তুমি আর কী করতে পার?

আমার কিশোরকাল—উত্ত্যক্তকারীদের মোকাবিলা করার উপায় শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • চার্লি ও ফেরিনের কাছ থেকে অল্পবয়সিরা কী শিখতে পারে?

  • চার্লি ও ফেরিনের কথা থেকে বাবা-মায়েরা তাদের সন্তানদের সাহায্য করার বিষয়ে কী শিখতে পারে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার