গান ৯৭
জীবন ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করে
(মথি ৪:৪)
১. যাঃ-য়ের বা-ক্যের উ-পর জী-বন
নি-র্ভর ক-রে, স-ত্যিই।
বাই-বেল আ-মা-দের খুব দর-কার,
রু-টির চেয়ে-ও বে-শি।
যি-শু এই ব-লে শে-খা-লেন
ক-ত যে প্র-য়ো-জন:
(কোরাস)
‘শু-ধু রু-টি-তে বাঁচ-ব না;
বা-ক্য বাঁ-চায় জী-বন।’
যাঃ-য়ের ক-থা ম-তো আম-রা
ক-রি জী-বন-যা-পন।
২. লোক-দের জী-ব-নের বি-ব-রণ
পাই তাঁর বা-ক্যের পা-তায়।
তা-দের দে-খা-নো গুণ থে-কে
ক-ত যে শে-খা যায়!
বাই-বেল প-ড়ে উৎ-সা-হ পাই,
জু-ড়ায় আ-মা-দের মন।
(কোরাস)
‘শু-ধু রু-টি-তে বাঁচ-ব না;
বা-ক্য বাঁ-চায় জী-বন।’
যাঃ-য়ের ক-থা ম-তো আম-রা
ক-রি জী-বন-যা-পন।
৩. পড়-লে তাঁর বা-ক্য প্র-তি-ক্ষণ
পা-ব তাঁর সা-ন্ত্ব-না।
হোক না অ-ন্ধ-কার দিন য-তই
আম-রা হাল ছাড়-ব না।
য-দি বা-ক্য ম-নে রা-খি
স-বল হ-ব এ-খন।
(কোরাস)
‘শু-ধু রু-টি-তে বাঁচ-ব না;
বা-ক্য বাঁ-চায় জী-বন।’
যাঃ-য়ের ক-থা ম-তো আম-রা
ক-রি জী-বন-যা-পন।
(আরও দেখুন যিহো. ১:৮; রোমীয় ১৫:৪.)