ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w11 ২/১৫ পৃষ্ঠা ১১
  • এই প্রচেষ্টা সার্থক!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • এই প্রচেষ্টা সার্থক!
  • ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অধ্যয়নের জন্য পরামর্শ
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
  • পারিবারিক তালিকা—পারিবারিক অধ্যয়ন
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আমরা যেভাবে চিরকাল বেঁচে থাকতে পারি
    আমার বাইবেলের গল্পের বই
  • পরিবারের সবাই মিলে নিয়মিত ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w11 ২/১৫ পৃষ্ঠা ১১

এই প্রচেষ্টা সার্থক!

সন্তানদের যদি ‘প্রভু’ ঈশ্বরের “শাসনে ও চেতনা প্রদানে” মানুষ করে তুলতে হয়, তাহলে পারিবারিক উপাসনা এবং বাইবেল অধ্যয়ন অপরিহার্য। (ইফি. ৬:৪) কিন্তু, আপনি যদি একজন বাবা কিংবা মা হয়ে থাকেন, তাহলে আপনি এই বিষয়টা জানেন যে, সন্তানরা সহজেই বিরক্ত হয়ে যায়। কীভাবে আপনি তাদের মনোযোগ ধরে রাখতে পারেন? কিছু বাবা-মা কী করেছে, তা বিবেচনা করুন।

“ছেলে-মেয়েরা যখন ছোটো ছিল,” যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জর্জ বলেন, “তখন থেকেই আমার স্ত্রী এবং আমি পারিবারিক বাইবেল অধ্যয়নকে আগ্রহজনক করে তোলার চেষ্টা করতাম। মাঝে মাঝে আমরা সবাই বাইবেলের চরিত্র অনুযায়ী পোশাক পরতাম এবং আমার বাইবেলের গল্পের বই থেকে যে-বিবরণ পড়তাম, সেটার মতো করে অভিনয় করতাম। আমরা এমনকী সরঞ্জাম—তলোয়ার, রাজদণ্ড, ঝুড়ি এবং আরও অন্যান্য জিনিস—তৈরি করতাম। এ ছাড়া, আমরা ‘বলো তো আমি কে’ নামক বাইবেল চরিত্র অনুমান করার খেলা এবং বাইবেল বোর্ড গেমস্‌ খেলতাম, যেখানে সহজ থেকে শুরু করে কঠিন প্রশ্নও থাকত। সেখানে বিভিন্ন প্রকল্পও থাকত, যেমন নোহের জাহাজের নমুনা প্রস্তুত করা অথবা বাইবেলের ঘটনাগুলোর সময় সারণি তৈরি করা। মাঝে মাঝে আমরা এমন ছবিও আঁকতাম, যেখানে আমরা বাইবেলের চরিত্র অথবা গল্পগুলো তুলে ধরতাম। সম্প্রতি আমরা ইফিষীয় ৬:১১-১৭ পদে বর্ণিত আধ্যাত্মিক যুদ্ধসজ্জা অঙ্কন করার পরিকল্পনা করছি, যেখানে আমাদের সকলকে ব্যাখ্যা করতে হবে যে, প্রতিটা যুদ্ধসজ্জা কোন বিষয়টাকে চিত্রিত করে। এই পদ্ধতিগুলো আমাদের পারিবারিক অধ্যয়ন উপভোগ করতে সাহায্য করেছে।”

যুক্তরাষ্ট্রের মিশিগানে ডেবি নামে একজন মা বলেন: “আমার স্বামী এবং আমার পক্ষে সেই সময়ে আমাদের মেয়ের মনোযোগ আকর্ষণ করা অনেক কঠিন ছিল, যখন তার বয়স ছিল প্রায় তিন বছর। পরে একদিন, আমার বাইবেলের গল্পের বই থেকে ইস্‌হাক ও রিবিকার গল্প জোরে জোরে পড়ার সময়, আমি দুটো পুতুল নিয়ে সেগুলো দিয়ে অভিনয় করতে শুরু করি। তখন সে প্রতিটা শব্দ মনোযোগ দিয়ে শুনতে থাকে! পরের মাসগুলোতে সেই দুটো পুতুল বাইবেলের বিভিন্ন চরিত্রে ব্যবহৃত হয়েছে। একটা বিবরণ পড়ার পর, আমাদের মেয়ে ঘরের মধ্যে বিভিন্ন খেলনা অথবা অন্যান্য জিনিস খুঁজে বের করত, যেগুলো গল্প অনুযায়ী অভিনয় করার জন্য ব্যবহার করা যেতে পারে। এটা ছিল গুপ্তধন খোঁজার মতো! একটা জুতার বাক্স ও লাল ফিতে দিয়ে রাহবের বাড়ি বানানো হয়েছিল, যেখানে একটা লাল রশি ঝোলানো ছিল। ১.৫ মিটার লম্বা একটা কাপড়ের তৈরি খেলনা সাপকে ঝাড়ুর মধ্যে প্যাঁচানো হয়েছিল, যেটা গণনাপুস্তক ২১:৪-৯ পদে বর্ণিত তামার সাপ হিসেবে ব্যবহৃত হয়েছিল। আমরা সরঞ্জামগুলো ক্যানভাসের একটা বড়ো ব্যাগে রাখতাম। আনন্দের বিষয় হল, আমাদের মেয়ে প্রায়ই বসার ঘরে বসে ‘বাইবেলের গল্পের থলি’ ঘাঁটাঘাঁটি করে। তাকে তার মতো করে গল্পগুলো অভিনয় করতে দেখা কতই না আনন্দদায়ক ছিল!”

সন্তান মানুষ করে তোলা সহজ কাজ নয়। বাবা-মাদের তাদের সন্তানদের মধ্যে যিহোবাকে সেবা করার এক আকাঙ্ক্ষা গেঁথে দিতে হবে। প্রতিদিন এবং বিভিন্ন উপায়ে তাদের সেটা করতে হয়। তবে, প্রতি সপ্তাহে পারিবারিক উপাসনা এবং বাইবেল অধ্যয়ন হল এক গুরুত্বপূর্ণ অংশ, যা বাবা-মাদের তা সম্পাদন করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। নিঃসন্দেহে, এই প্রচেষ্টা সার্থক!

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার