ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g০১ ৪/৮ পৃষ্ঠা ২১
  • তেজস্ক্রিয় ধুলোরাশি খুবই চিন্তার বিষয়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • তেজস্ক্রিয় ধুলোরাশি খুবই চিন্তার বিষয়
  • ২০০১ সচেতন থাক!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পারমাণবিক যুদ্ধের আশঙ্কা—অবশেষে আর নেই
    ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বাইবেল পারমাণবিক যুদ্ধ সম্বন্ধে কী বলে?
    অন্যান্য বিষয়
  • চেরনোবিলের অন্ধকারের মাঝে দৃঢ় আশা
    ১৯৯৭ সচেতন থাক!
  • পারমাণবিক যুদ্ধের আশঙ্কা চিরকালের জন্য নিশ্চিহ্ন!
    ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০০১ সচেতন থাক!
g০১ ৪/৮ পৃষ্ঠা ২১

তেজস্ক্রিয় ধুলোরাশি খুবই চিন্তার বিষয়

কানাডার খবরের কাগজ গ্লোব আ্যন্ড মেইল বলে যে, ১৯৫০ এর দশকে পারমাণবিক অস্ত্র নিয়ে পরীক্ষানিরীক্ষা করার পর, পারমাণবিক বিক্রিয়ার ফলে উৎপন্ন একটা উপজাত দ্রব্য স্ট্রনসিয়াম ৯০ (এসআর৯০) শিশুদের দুধ দাঁতে পাওয়া গিয়েছিল। হঠাৎ করে ওই সময়ে বাচ্চাদের ক্যানসার হওয়ার হার বেড়ে যায় আর এর কারণ ছিল এই স্ট্রনসিয়াম।

এখন, এত বছর পর যুক্তরাষ্ট্রের তেজস্ক্রিয় এবং জনস্বাস্থ্য প্রকল্পের বিজ্ঞানীরা এই বিষয়টা নিয়ে আবারও চিন্তিত হয়ে পড়েছেন। এই প্রকল্পে কর্মরত অভ্যন্তরীণ রোগ বিষয়ক বিশেষজ্ঞা ডা. জেনেট শারমেন বলেন যে, “মাটির ওপরে পারমাণবিক অস্ত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সময়ে শিশুদের দাঁতে যে পরিমাণে এসআর৯০ পাওয়া যেত, ১৯৯০ সাল থেকে যে শিশুরা জন্ম নিচ্ছে তাদের দুধ দাঁতেও একই মাত্রায় এসআর৯০ পাওয়া যাচ্ছে।”

এই এসআর৯০ কোথা থেকে আসে? কিছু বিজ্ঞানী এর কারণ হিসেবে আগের পারমাণবিক দুর্ঘটনাগুলো, ঠিকভাবে কাজ করছে এমন পারমাণবিক কারখানাগুলো থেকে রশ্মিবিচ্ছুরণ অথবা অনেক বছর আগে করা পরীক্ষামূলক বোমা বিস্ফোরণের কথা বলেন।a কারণ যাই হোক না কেন, সংক্রামিত উদ্ভিদ থেকে তৈরি খাবার এবং যে গরুগুলো সংক্রামিত ঘাস খেয়েছে সেগুলোর দুধ খেয়ে মানুষ তার শরীরে এসআর৯০ গ্রহণ করে। রাসায়নিক দিক দিয়ে এসআর৯০ ক্যালসিয়ামের মতো বলে তেজস্ক্রিয় পদার্থ মানুষের হাড়ে গিয়ে জমা হয়, ফলে ক্যানসার ও লিউকিমিয়া হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

এছাড়াও, গ্লোব আগামী প্রজন্মের লোকেদের তেজস্ক্রিয়তার শিকার হওয়ার ব্যাপারে চিন্তিত। ওই খবরের কাগজ ব্যাখ্যা করে, “পারমাণবিক চুল্লির কেন্দ্র থেকে যখন [পারমাণবিক বর্জ্য] বের করা হয় তখন এর তেজস্ক্রিয় ক্ষমতা, চুল্লিতে ভরার সময়ের চেয়ে দশ লক্ষ গুণ বেড়ে যায়। চুল্লি থেকে সবেমাত্র নির্গত দগ্ধ জ্বালানি এত মারাত্মক যে মাত্র এক মিটার [তিন ফুট] দূরে দাঁড়ানো ব্যক্তি এক ঘন্টার মধ্যে তেজস্ক্রিয় বিষে আক্রান্ত হয়ে মারা যেতে পারে।”

সারা পৃথিবীর মানুষ যখন তেজস্ক্রিয় ধুলোরাশি নিয়ে শঙ্কিত, এমন এক সময় নিরাপদ ভবিষ্যতের আশা করা কি যুক্তিসংগত? বাইবেল জানায় যে পৃথিবী ও জীবজগৎকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন সবকিছুই “অতি উত্তম” ছিল। (আদিপুস্তক ১:৩১) আমাদের গ্রহ শীঘ্রিই পরমদেশে পরিণত হবে, বাইবেলের এই প্রতিজ্ঞায় আমরা আস্থা রাখতে পারি। তেজস্ক্রিয়তার কারণে দূষিত খাবার ও জল তখন অতীতের বিষয় হবে।—গীতসংহিতা ৬৫:৯-১৩; প্রকাশিত বাক্য ২১:১-৪.

(g০১ ২/২২)

[পাদটীকা]

a ইউক্রেনের চেরনোবিলে ১৯৮৬ সালে পারমাণবিক শক্তি প্ল্যান্ট বিস্ফোরিত হওয়ার পর জার্মানির শিশুদের দুধ দাঁতে এসআর৯০ এর মাত্রা দশগুণ বেড়ে গিয়েছিল।

[২১ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

ছবি: U. S. Department of Energy photograph

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার