ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ৬০ পৃষ্ঠা ১৪৪-পৃষ্ঠা ১৪৫ অনু. ২
  • একটা রাজ্য চিরকাল স্থায়ী হবে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • একটা রাজ্য চিরকাল স্থায়ী হবে
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • দানিয়েল বইয়ের প্রধান বিষয়গুলো
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বিশাল বড়ো এক গাছের মতো একটা রাজ্য
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • আমাদের দিনের জন্য ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্য কী বলে
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ৬০ পৃষ্ঠা ১৪৪-পৃষ্ঠা ১৪৫ অনু. ২
রাজা নবূখদ্‌নিৎসর স্বপ্ন দেখছেন যে, একটা পাথর এসে প্রকাণ্ড এক মূর্তিকে চূর্ণবিচূর্ণ করে দিচ্ছে

পাঠ ৬০

একটা রাজ্য চিরকাল স্থায়ী হবে

একদিন রাতে, রাজা নবূখদ্‌নিৎসর খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখেন। এই স্বপ্ন দেখে তিনি এতটা উদ্‌বিগ্ন হয়ে পড়েন যে, তিনি ঘুমাতে পারেন না। পরে, তিনি এমন ব্যক্তিদের ডেকে পাঠান, যারা জাদুবিদ্যা চর্চা করে। তিনি তাদের এই কথা বলেন: ‘আমাকে আমার স্বপ্নের অর্থ বলো।’ তারা বলে: ‘হে মহারাজ, আপনি স্বপ্নে কী দেখেছেন, আমাদের বলুন।’ কিন্তু, নবূখদ্‌নিৎসর তাদের বলেন: ‘না! তোমরা বলো, আমি স্বপ্নে কী দেখেছি। বলতে না পারলে আমি তোমাদের মেরে ফেলব।’ তারা আবার রাজাকে বলে: ‘আপনি স্বপ্নে কী দেখেছেন, আমাদের বলুন। তা হলে, আমরা এর অর্থ বলতে পারব।’ রাজা তাদের বলেন: ‘তোমরা আমাকে ঠকানোর চেষ্টা করছ। বলো, আমি স্বপ্নে কী দেখেছি!’ তারা রাজাকে বলে: ‘এমন কোনো মানুষ নেই, যে আপনার স্বপ্নের অর্থ বলতে পারে। আপনি যা বলছেন, তা করা অসম্ভব।’

এতে নবূখদ্‌নিৎসর এত রেগে যান যে, তিনি দেশের সমস্ত বিজ্ঞ ব্যক্তিকে আর সেইসঙ্গে জাদুবিদ্যা চর্চা করে এমন সকলকে মেরে ফেলার আদেশ দেন। আর এদের মধ্যে দানিয়েল, শদ্রক, মৈশক ও অবেদ্‌নগোও ছিল। দানিয়েল রাজার কাছে কিছুটা সময় চান। এরপর তিনি এবং তার বন্ধুরা যিহোবার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করেন। যিহোবা কী করেছিলেন?

একটা দর্শনের মাধ্যমে যিহোবা দানিয়েলকে দেখান, নবূখদ্‌নিৎসর স্বপ্নে কী দেখেছিলেন এবং এর অর্থ কী। পরের দিন দানিয়েল রাজার একজন দাসের কাছে যান এবং বলেন: ‘আপনি কোনো বিজ্ঞ ব্যক্তিকে মেরে ফেলবেন না। আমি রাজাকে তার স্বপ্নের অর্থ জানাব।’ সেই দাস দানিয়েলকে রাজা নবূখদ্‌নিৎসরের কাছে নিয়ে যান। দানিয়েল রাজাকে বলেন: ‘ভবিষ্যতে যা ঘটবে, তা ঈশ্বর আপনাকে জানিয়েছেন। আপনার স্বপ্ন এই: আপনি প্রকাণ্ড এক মূর্তি দেখেছেন, যেটার মস্তক সোনা, বুক ও বাহু রুপো, পেট ও ঊরু তামা, পা লোহা আর পায়ের পাতা কিছুটা লোহা এবং কিছুটা কাদা দিয়ে তৈরি। এরপর, পর্বত থেকে একটা পাথর এসে সেই মূর্তির পায়ে আঘাত করে। এতে মূর্তিটা ভেঙে একেবারে ধুলো হয়ে যায় আর সেগুলো বাতাসে উড়ে যায়। সেই পাথরটা বিশাল এক পর্বত হয়ে ওঠে এবং পুরো পৃথিবী পূর্ণ করে।’

পরে, দানিয়েল বলেন: ‘আপনার স্বপ্নের অর্থ এই: সোনার মস্তক হল আপনার রাজ্য। রুপোর বুক ও বাহু হল সেই রাজ্য, যা আপনার পরে আসবে। এরপর আরেকটা রাজ্য আসবে, যেটা পিতলের মতো আর সেই রাজ্য পুরো পৃথিবীর উপর শাসন করবে। এর পরের রাজ্য লোহার মতো খুব শক্তিশালী হবে। সবচেয়ে শেষে বিভক্ত এক রাজ্য আসবে, যেটার কিছু অংশ লোহার মতো শক্তিশালী এবং কিছু অংশ কাদার মতো দুর্বল। আর যে-পাথরটা পর্বত হয়ে ওঠে, সেটা হল ঈশ্বরের রাজ্য। ঈশ্বরের রাজ্য এই সমস্ত রাজ্যকে চূর্ণবিচূর্ণ করে দেবে এবং নিজে চিরস্থায়ী হবে।’

এই সমস্ত কথা শুনে নবূখদ্‌নিৎসর দানিয়েলের সামনে উবুড় হয়ে মাটিতে মাথা ঠেকান। তিনি বলেন: ‘তোমার ঈশ্বর তোমার কাছে এই স্বপ্নের অর্থ প্রকাশ করেছেন। তাঁর মতো আর কোনো ঈশ্বর নেই।’ রাজা দানিয়েলকে সমস্ত বিজ্ঞ ব্যক্তির প্রধান করেন এবং ব্যাবিলন প্রদেশের উপর শাসন করার ক্ষমতা দেন। যিহোবা কীভাবে দানিয়েলের প্রার্থনার উত্তর দিয়েছিলেন, তা কি তুমি দেখেছ?

“পরে অশুচি বার্তাগুলো সেই রাজাদের, ইব্রীয় ভাষায় যে-জায়গাকে হর্‌মাগিদোন বলা হয়, সেখানে একত্রিত করল।”—প্রকাশিত বাক্য ১৬:১৬

প্রশ্ন: কেন দানিয়েল রাজা নবূখদ্‌নিৎসরের স্বপ্নের অর্থ বলতে পেরেছিলেন? সেই স্বপ্নের অর্থ কী ছিল?

দানিয়েল ২:১-৪৯

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার