সূচিপত্র
অক্টোবর ১৫, ২০১০
অধ্যয়ন সংস্করণ
নীচে উল্লেখিত সপ্তাহগুলোর জন্য অধ্যয়ন প্রবন্ধ:
নভেম্বর ২৯, ২০১০–ডিসেম্বর ৫, ২০১০
পৃষ্ঠা ৩
ডিসেম্বর ৬-১২, ২০১০
প্রথমে “তাঁহার ধার্ম্মিকতার” বিষয়ে চেষ্টা করুন
পৃষ্ঠা ৭
ডিসেম্বর ১৩-১৯, ২০১০
আপনি কি সহবিশ্বাসীদেরকে সমাদরে শ্রেষ্ঠ জ্ঞান করেন?
পৃষ্ঠা ১৬
ডিসেম্বর ২০-২৬, ২০১০
আপনি কি খ্রিস্টীয় সভাগুলোকে গঠনমূলক করে তোলায় অংশ নেন?
পৃষ্ঠা ২০
অধ্যয়ন প্রবন্ধগুলোর উদ্দেশ্য
অধ্যয়ন প্রবন্ধ ১, ২ পৃষ্ঠা ৩-১১
এই প্রবন্ধগুলো পরীক্ষা করে যে, কীভাবে আমরা যিশুর কাজকর্ম থেকে শিক্ষা লাভ করার মাধ্যমে যিহোবার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করতে পারি। এগুলো আরও ব্যাখ্যা করে যে, ঈশ্বরের ধার্মিকতার সঙ্গে কী জড়িত, কেন আমাদের প্রথমে এই বিষয়ে চেষ্টা করা উচিত এবং কেন আমাদের কখনো নিজেদের মানদণ্ড অনুযায়ী যিহোবার বিচার করা উচিত নয়।
অধ্যয়ন প্রবন্ধ ৩ পৃষ্ঠা ১৬-২০
আমাদের সহবিশ্বাসীদের সমাদর করার সঙ্গে কী জড়িত? তা করার পিছনে আমাদের কোন কারণগুলো রয়েছে? কীভাবে আমরা ব্যক্তিগতভাবে সমাদরে শ্রেষ্ঠ জ্ঞান করার পদক্ষেপ নিতে পারি? এগুলো হল কিছু প্রশ্ন যা এই প্রবন্ধে বিবেচনা করা হয়েছে।
অধ্যয়ন প্রবন্ধ ৪ পৃষ্ঠা ২০-২৫
এই প্রবন্ধ আলোচনা করে যে, যারা খ্রিস্টীয় সভাগুলো পরিচালনা করে এবং যারা সেখানে যোগদান করে, তারা উভয়ই কীভাবে আমাদের সভাগুলোকে উপস্থিত সকলের জন্য গঠনমূলক উপলক্ষ্য করে তুলতে পারে। এ ছাড়া, এই প্রবন্ধ কিছু রদবদল সম্বন্ধে আলোচনা করে, যা এই পত্রিকায় করা হয়েছিল।
এই সংখ্যায় আরও রয়েছে:
অজুহাত—এগুলোকে যিহোবা কীভাবে দেখেন? ১২
অল্পবয়সিদেরকে যিহোবার সংগঠনের সঙ্গে পরিচিত হয়ে উঠতে সাহায্য করুন ২৫
নিজেকে যিহোবার সংগঠনে ব্যস্ত রাখা ২৯
“এটি আমাকে লোকেদের হৃদয়ে পৌঁছাতে সাহায্য করে” ৩২