ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/৯৬ পৃষ্ঠা ২
  • “প্রতিদিন” যিহোবার ধন্যবাদ করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “প্রতিদিন” যিহোবার ধন্যবাদ করুন
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রতিদিন যিহোবার প্রশংসা করুন
    ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ‘জগতের জ্যোতির’ প্রতি মনোযোগ আকর্ষণ করুন
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যিহোবা অতীব কীর্তনীয়
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • নিয়ত প্রশংসা-বলি উৎসর্গের—দ্বারা ঈশ্বরের রাজ্যকে প্রথম স্থান দিন
    ১৯৯৪ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/৯৬ পৃষ্ঠা ২

“প্রতিদিন” যিহোবার ধন্যবাদ করুন

১ গীতসংহিতা ১৪৫:২ পদ সেই প্রতিজ্ঞার কথা উল্লেখ করে যা রাজা দায়ূদ যিহোবার কাছে করেছিলেন: “প্রতিদিন আমি তোমার ধন্যবাদ করিব, যুগে যুগে চিরকাল তোমার নামের প্রশংসা করিব।” আমাদেরও কারণ আছে আমাদের স্বর্গীয় পিতার প্রতি ধন্যবাদ ও প্রশংসা জ্ঞাপন করার! কিন্তু “প্রতিদিন” যিহোবার সার্বভৌমত্বকে তুলে ধরার ক্ষেত্রে দায়ূদের উদাহরণকে কিভাবে আমরা অনুকরণ করতে পারি?

২ যিহোবার প্রতি উপলব্ধিবোধের দ্বারা আমাদের হৃদয় পূর্ণ করুন: নিয়মিতভাবে ঈশ্বরের বাক্য পাঠ, যিহোবা আমাদের জন্য যা করেছেন, যা করছেন এবং যা করতে চলেছেন তার প্রতি আমাদের কৃতজ্ঞতাকে গভীর করে তোলে। যতই আমরা তাঁর অভূতপূর্ব কাজের প্রতি উপলব্ধিবোধ গড়ে তুলি, ততই আমরা তাঁর মঙ্গলভাব সম্বন্ধে কথা বলতে উদ্বুদ্ধ হই। (গীত. ১৪৫:৭) প্রতিটি যথার্থ পরিস্থিতিতে আমরা সাগ্রহে যিহোবার প্রশংসা করব।

৩ দৈনন্দিন কথোপকথনের মধ্যে যিহোবার প্রশংসা করুন: প্রতিদিন আমাদের প্রতিবেশী, স্কুলের সহপাঠী, সহকর্মী এবং অন্যান্যদের সাথে দেখা হওয়ার সময় আমরা হয়ত তাদের সাথে আমাদের আশা সম্বন্ধে কথা বলার সুযোগ পেতে পারি। একজন প্রতিবেশী হয়ত এলাকার মধ্যে যে দৌরাত্ম্য সেই বিষয়ে উদ্বিগ্নতা প্রকাশ করতে পারে; একজন স্কুলের সহপাঠী হয়ত নেশাকর ওষুধের অপব্যবহার অথবা অনৈতিকতার বিষয় চিন্তা প্রকাশ করতে পারে; একজন সহকর্মী হয়ত কোন রাজনৈতিক বিষয়ের উপর মতবাদ প্রকাশ করতে পারে। আমরা হয়ত ঈশ্বরের বাক্যের কিছু নীতি ও প্রতিজ্ঞার প্রতি দৃষ্টি আরোপ করাতে পারি যা দেখায় যে বর্তমানে সঠিক পদক্ষেপ কী এবং পরিশেষে কিভাবে এই সমস্যাগুলির সমাধান হবে। “যথাকালে” সেই কথিত বাক্যগুলি আশীর্বাদস্বরূপ হতে পারে!—হিতো. ১৫:২৩.

৪ পূর্ণ-সময় যিহোবার সম্বন্ধে কথা বলুন: যিহোবার প্রতি গভীর উপলব্ধিপরায়ণ ব্যক্তি যতখানি সম্ভব অন্যদের কাছে সুসমাচার বন্টন করতে চাইবে। (গীত. ৪০:৮-১০) এর পরিপ্রেক্ষিতে আমাদের অবশ্যই নিজেদেরকে জিজ্ঞাসা করা উচিত, ‘আমার পরিস্থিতি যতটা অনুমতি আমাকে দেয় তার সাধ্যমত আমি কি করছি?’ অনেকে দেখেছে যে কিছুটা যুক্তিপূর্ণ বিন্যাস করার দ্বারা নিয়মিত অগ্রগামী হতে পেরেছে। যদি বর্তমান পরিস্থিতি আমাদের এই সুযোগ না দেয়, আমরা কি সহায়ক অগ্রগামী হিসাবে কাজ করতে পারি?

৫ যিহোবাকে ধন্যবাদ দেওয়ার ক্ষেত্রে আমাদের সাথে যোগদান করতে নতুনদের সাহায্য করুন: যীশুর মৃত্যুর স্মরণার্থক উদ্‌যাপন আমাদের সবসময় মনে করিয়ে দেয় যিহোবাকে ধন্যবাদ দেওয়া ও তাঁর নামের প্রশংসা করার কারণগুলিকে। যিহোবার রাজপদ সম্বন্ধে জনসাধারণ্যে কথা বলার ক্ষেত্রে আমাদের সাথে যোগদান করার জন্য বাইবেল ছাত্রদের উৎসাহ দেওয়ার এটাই হল সবচাইতে উত্তম সময়। জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে এই বইটির ১৭৩-৫ পৃষ্ঠার ৭-৯ অনুচ্ছেদে যা আলোচনা করা আছে সেই বিষয়ে প্রার্থনা সহকারে চিন্তা করতে তাদের উৎসাহ দিন। যদি তারা যোগ্য হয়, তাহলে পিছিয়ে থাকার কোন কারণই তাদের থাকবে না কেবলমাত্র তাদের অভিজ্ঞতার অভাব থাকার কারণে। কিভাবে রাজ্যের প্রচার কাজ হয়ে থাকে তা দেখানোর জন্য যোগ্য প্রকাশকেরা আছে। যদি নবাগতেরা সুসমাচার সম্বন্ধে কথা বলার সাহস অর্জন করতে পারে, তাহলে তারা নিশ্চিত থাকতে পারে যে যিহোবা তাদের সাহায্য করবেন।—প্রেরিত ৪:৩১; ১ থিষল. ২:২.

৬ যখন আমরা প্রতিদিন যিহোবার ধন্যবাদ করি তখন আমরা নিজেদের জন্য এবং অপরের জন্য অনন্তকালীন উপকার নিয়ে আসি।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার