ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/০০ পৃষ্ঠা ৬
  • আমাদের ভাল ব্যবহার ঈশ্বরের গৌরব নিয়ে আসে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমাদের ভাল ব্যবহার ঈশ্বরের গৌরব নিয়ে আসে
  • ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “সর্ব্বদা সদাচরণের অনুধাবন কর”
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • “তোমাদের সকল কার্য্য প্রেমে হউক”
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনার সমস্ত আচারব্যবহারে পবিত্র হোন
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ভাল আচরণ করুন ও প্রশংসিত হোন!
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/০০ পৃষ্ঠা ৬

আমাদের ভাল ব্যবহার ঈশ্বরের গৌরব নিয়ে আসে

১ আমরা যেখানেই থাকি না কেন আমাদের ব্যবহার, চালচলন, জামাকাপড় ও সাজগোজ আমাদের ও আমাদের ঈশ্বরের বিষয়ে লোকেদের অনেক কিছু বলে। আর এ কথা আরও বেশি সত্যি হয়ে ওঠে যখন আমরা বড় দল হিসেবে জড়ো হই কারণ লোকেরা আমাদেরকে লক্ষ্য করে। আমরা যখন তাদের সামনে ভাল ব্যবহার করি, তখন তা যিহোবার নামের গৌরব নিয়ে আসে। (১ পিতর ২:১২) আবার অন্যদিকে, আমাদের অল্প কিছুজনের খারাপ ব্যবহার বা অবিবেচকের মতো কাজ যিহোবা ও আমাদের সবার ওপর দুর্নাম নিয়ে আসতে পারে। (উপ. ৯:১৮খ) তাই আমরা যদি মনে রাখি যে আমাদের ব্যবহার ও চালচলন দেখে বাইরের লোকেরা আমাদের সংগঠন ও আমাদের ঈশ্বরের বিচার করে, তাহলে আমরা সবসময় ‘সকলই ঈশ্বরের গৌরবার্থে করতে’ চাইব।​—⁠১ করি. ১০:⁠৩১.

২ হোটেলে ভাল ব্যবহার করুন: বেশিরভাগ সময়ই হোটেল কর্তৃপক্ষ যিহোবার সাক্ষিদের নিয়ম শৃঙ্খলা, তাদের ভদ্র ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে খুশি হন। একবার এক ম্যানেজার, এক সাক্ষি পরিবার যারা তার হোটেলে ছিলেন, তাদের বিষয়ে বলেন: “যিহোবার সাক্ষিদের ছেলেমেয়েদের তুলনা হয় না, তাদের মতো ছেলেমেয়ে আমি আর কোথাও দেখিনি! তাদের পোশাক-আশাক ভদ্র; তাদের কথাবার্তা, চালচলন সভ্যভদ্র, তারা বড়দের সম্মান করে আর তারা কখনই কোন ঝামেলা করে না। এরকম ছেলেমেয়েদের জন্য আপনাদের সত্যিই প্রশংসা করা উচিত। আপনাদের ছেলেমেয়েরা সত্যিই খুব ভাল। আপনারা আমাদের হোটেলে থাকায় আমরা খুব খুশি।” এই ধরনের প্রশংসা আমরা প্রায়ই শুনতে পাই কারণ আমাদের সঙ্গে যারা ওঠাবসা করেন তারা দেখতে পান যে যিহোবার লোকেদের মধ্যে ভালবাসা আছে ও তারা একে অন্যকে সম্মান করেন।

৩ কিন্তু আবার অন্য কিছু হোটেল মালিকদের কথা থেকে বোঝা যায় যে এখনও আমাদের কিছু ভাইবোনদের ব্যবহার ভাল নয় ও তারা হোটেলের সুযোগ সুবিধাগুলোকে অন্যায়ভাবে ব্যবহার করেন। এর ফলে সমস্যা আসে ও যিহোবার সাক্ষিদের সুনাম নষ্ট হয়। কোন কোন হোটেলের ম্যানেজাররা বলেছেন যে সুইমিং পুল বা অন্যান্য খেলাধুলোর জায়গাগুলোতে বাবামারা তাদের ছেলেমেয়েদের দিকে ঠিক মতো নজর রাখেন না আর ছেলেমেয়েরা খুব দুষ্টুমি ও হৈহুল্লোড় করে।

৪ বেশিরভাগ হোটেলেই তাদের নিজস্ব কিছু নিয়ম কানুন থাকে, যা হোটেলে যারা থাকতে আসেন তাদের মেনে চলা দরকার। কিছু ভাইবোনেরা হোটেলের এই নিয়ম ভেঙে রুমে রান্না করেন বা খুব বেশি শোরগোল করেন। হোটেলের ম্যানেজাররা বলেন, যে সব হোটেলে রান্না করার অনুমতি নেই সেখানে রান্না করলে হোটেলের সম্পত্তিকে অন্যায়ভাবে ব্যবহার করা হয়। রান্না করায় হোটেলের রুমের তো ক্ষতি হয়ই সঙ্গে সঙ্গে খাবারের গন্ধ সব জায়গায় ছড়িয়ে পড়ে। আর যার ফলে বেশ কিছু দিন এমনকি কিছু সপ্তা পর্যন্ত সেই রুম ভাড়া দেওয়া যায় না। তাই কোন হোটেলে যদি রান্না করা নিষেধ থাকে, তাহলে সেখানে রান্না করা উচিত নয়।

৫ হোটেলগুলোর সঙ্গে পুরোপুরি সহযোগিতা করার চেষ্টা করুন। আমরা চাই না যে যিহোবার লোকেদের বিষয়ে অন্যেরা খারাপ ধারণা করুক। তাই একজন যিহোবার সাক্ষি হওয়ায় আমরা আমাদের আচারব্যবহারে সবসময় সৎ হব। হোটেলের চাদর বা অন্য কোন জিনিস “স্মৃতিচিহ্ন” হিসেবে নেওয়া উচিত নয় কারণ তা হল চুরি করা। এছাড়া আমরা যখন হোটেলের রুম বুক করছি বা হোটেলে থাকার জন্য যাচ্ছি সেইসময় আমরা কত জন সেই রুমে থাকছি তা ঠিক করে বলা উচিত।

৬ সম্মেলনে ভদ্র জামাকাপড় পরুন ও ভদ্র ব্যবহার করুন: সম্মেলন হল যেমনই হোক না কেন আমাদের সেটাকে একটা বড় কিংডম হল বলেই ভাবে দরকার। কিংডম হলের সভায় আমরা যেমন জামাকাপড় পরি ও যেভাবে সাজগোজ করি সম্মেলনের জন্যেও আমাদের ঠিক তাই করা উচিত। সম্মেলন শেষ হওয়ার পরেও আমাদের ভদ্র জামাকাপড় পরা উচিত। অভদ্র কাপড়জামা পরলে তা দেখাবে যে আমরা জগতের হাওয়ায় গা ভাসিয়ে দিয়েছি আর বোঝাই যাবে না যে আমরা জগতের লোকেদের থেকে আলাদা। বোনেদের বিশেষ করে মনে রাখা দরকার যে তারা যেন সভ্যভদ্র জামাকাপড় পরেন ও স্কার্টের ঝুল যেন বড় হয়। (১ তীম. ২:​৯, ১০) এইজন্য আমরা সম্মেলন হলে আছি বা হোটেলে, রেস্তোরাঁয় খাবার খাচ্ছি বা দোকানে কেনাকাটা করছি সব জায়গায় আমরা দেখাব যে আমরা হচ্ছি ঈশ্বরের সেবক ও আমরা কারও বিঘ্ন জন্মাতে চাই না।​—⁠২ করি. ৬:⁠৩.

৭ সম্মেলনের দ্বিতীয় দিন সকালে বাপ্তিস্ম হবে। ১৯৯৫ সালের ১লা এপ্রিল প্রহরীদুর্গ এর ৩০ পৃষ্ঠায় বলা হয়েছে যে বাপ্তিস্মকে আমাদের কীভাবে দেখা উচিত। সেখানে বলা হয়েছে যে আমাদের “বাপ্তিস্মের প্রতি যথাযথ গুরুত্ব দেখানো উচিত। এই সময়টা চিৎকার, বিশেষ খাওয়াদাওয়া কিংবা হাস্যকর কিছু করার সময় নয়। কিন্তু এটা শোকাত্মক অথবা নিরানন্দের সময়ও নয়।” ভাই বা বোন যারা বাপ্তিস্ম নিচ্ছেন তাদের কাপড় যেন ভদ্র হয়। আর আমাদের সবার বাপ্তিস্মের গুরুত্ব ও আনন্দকে বোঝা দরকার।

৮ পিতর আমাদের মনে করিয়ে দেন যে ‘পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে আমাদের কিরূপ লোক হওয়া উচিত।’ (২ পিতর ৩:১১) তাই আসুন আমরা “ঈশ্বরের বাক্যের কার্যকারীরা” জেলা সম্মেলনে নিজেদের কথায় ও কাজে নম্র লোকেদের ঈশ্বরকে জানতে ও তাঁকে উপাসনা করতে সাহায্য করি, একমাত্র যিনিই সম্মান ও গৌরব পাওয়ার যোগ্য।​—⁠১ করি. ১৪:​২৪, ২৫.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার