ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/০০ পৃষ্ঠা ১
  • “বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ কর”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ কর”
  • ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ‘সৎক্রিয়ারূপ ধনে ধনবান্‌ হোন’
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আমাদের পরিচর্যাকে বৃদ্ধি করা
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ক্ষেত্রের পরিচর্যার জন্য সভাগুলো
    ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যেভাবে আপনার ক্ষেত্রের পরিচর্যার দল থেকে উপকার লাভ করা যায়
    ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/০০ পৃষ্ঠা ১

“বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ কর”

১ প্রেরিত পৌল তীমথিয়কে বলেছিলেন যে “বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ কর।” (১ তীম. ৬:১২) পৌল নিজের জীবনে এই কথাগুলোকে কাজে লাগিয়েছিলেন। আর সেইজন্যই জীবনের শেষ প্রান্তে এসে তিনি বলতে পেরেছিলেন যে তিনি বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করেছেন। (২ তীম. ৪:৬-৮) হ্যাঁ, তিনি পুরোপুরি সাহসের সঙ্গে, অটল বিশ্বাস নিয়ে ও ধৈর্য ধরে প্রচার করেছিলেন। আমরা যদি পৌলের উদাহরণ মতো চলি, তাহলে আমরাও তার মতো নিশ্চিতভাবে বলতে পারব যে আমরা বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করছি।

২ পরিশ্রম করুন: পৌল প্রচার কাজের জন্য খুবই পরিশ্রম করেছিলেন। (১ করি. ১৫:১০) আমাদেরও পৌলের মতো পরিশ্রম করা দরকার যাতে আমরা যোগ্য লোকেদের খুঁজে পেতে পারি। (মথি ১০:১১) আর এই লোকেদের খুঁজে পাওয়ার জন্য আপনাকে হয়তো আপনার তালিকায় একটু রদবদল করতে হতে পারে। আপনাকে হয়তো একটু সকাল সকাল উঠে রাস্তায় সেই লোকেদের কাছে প্রচার করার জন্য যেতে হতে পারে যারা খুব সকালে কাজে বেরিয়ে পড়েন। কিংবা আপনাকে হয়তো দুপুরে বা বিকালে প্রচারে বেরতে হতে পারে যাতে আপনি অফিস ফিরতি লোকেদের কাছে প্রচার করতে পারেন।

৩ প্রচারের জায়গায় যেখানে আমাদের জড়ো হতে হয় সেখানেও ঠিক সময়ে পৌঁছানোর জন্য আমাদের একটু তাড়াতাড়ি ঘর থেকে বেরনো দরকার। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে, বেথেলের কিছু ভাইবোনেদের শনি-রবিবার প্রচারে যাওয়ার জন্য যাতায়াতে এক ঘন্টা বা তারও বেশি সময় লেগে যায়। এছাড়া, আমাদের মণ্ডলীগুলোর কিছু ভাইবোন ও পরিবার সত্যিই প্রশংসা করার মতো কারণ তারা অনেক দূরে দূরে প্রচারে যান অথচ ঠিক সময়ে প্রচারের জায়গায় পৌঁছান। এই ভাইবোনেদের পরিশ্রম ও নিষ্ঠা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।

৪ যে লোকেরা সত্য জানার জন্য আগ্রহ দেখান তাদের কাছে আমাদের আবার ফিরে যাওয়া উচিত। রাস্তা বা অন্য কোথাও যাদের সঙ্গে আমরা কথা বলি বা বইপত্রিকা দিই তাদের ঠিকানা অথবা ফোন নম্বরও আমাদের নিতে চেষ্টা করা দরকার। আর তারপরে তাদের কাছে ফিরে গিয়ে তাদের সঙ্গে বাইবেল স্টাডি শুরু করার চেষ্টা আমরা করব।

৫ ঠিকমতো প্রচারে বের হোন: পৌল ঠিকমতো ও পুরোপুরিভাবে প্রচার করেছিলেন। (রোমীয় ১৫:১৯) কিন্তু আপনার নিজের সম্বন্ধে আপনি কী মনে করেন? আপনি কি ঠিকমতো প্রচারে বের হন? এই মাসে কি আপনি এখনও পর্যন্ত প্রচার করেছেন? মণ্ডলীর বুকস্টাডি পরিচালকেরা যখন দেখবেন যে তাদের গ্রুপের সব ভাইবোনেরা এ মাসে প্রচারে বের হয়েছেন তখন তারা খুবই খুশি হবেন। আর তারা আপনাকে সাহায্য করবেন।

৬ পৌলের উদাহরণ মতো চলে এবং ঠিকমতো প্রচারে বের হয়ে আমরাও বলতে পারি যে আমরা ‘বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করছি।’

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার