উপযুক্ত সময়ে সাহায্য করুন
১ প্রেরিত পিতর যখন তার সহ বিশ্বাসীদের শক্তিশালী করার প্রয়োজন উপলব্ধি করেছিলেন, তখন সেই চিন্তা তাকে প্রেমের সঙ্গে কিছু বিষয় তাদের স্মরণ করিয়ে দিতে এবং উৎসাহ দিতে প্রেরণা দিয়েছিল। (২ পিতর ১:১২, ১৩; ৩:১) ‘যাহারা বিশ্বাস প্রাপ্ত হইয়াছে’ তাদের তিনি আধ্যাত্মিক গুণাবলিতে বৃদ্ধি পেয়ে চলতে পরামর্শ দিয়েছিলেন, যাতে “আমাদের প্রভু যীশু খ্রীষ্টের তত্ত্বজ্ঞান সম্বন্ধে . . . অলস কি ফলহীন” হয়ে না পড়ি। (২ পিতর ১:১, ৫-৮) পিতরের উদ্দেশ্য ছিল যিহোবার কাছ থেকে তারা যে-আহ্বান ও মনোনয়ন পেয়েছিল সেই বিষয়ে তাদের নিশ্চিত হতে সাহায্য করা, যাতে তাদের “তাঁহার কাছে . . . নিষ্কলঙ্ক ও নির্দ্দোষ অবস্থায় শান্তিতে দেখিতে পাওয়া যায়!” (২ পিতর ১:১০, ১১; ৩:১৪) অনেকের কাছে তার সেই উৎসাহ উপযুক্ত সময়ে সাহায্য হিসেবে প্রমাণিত হয়েছিল।
২ আজকে, ঈশ্বরের লোকেদের জন্য খ্রিস্টান অধ্যক্ষদেরও একইরকম চিন্তা রয়েছে। এই “বিষম সময়ে” যিহোবার অনেক দাসকে কঠিন পরিস্থিতিগুলোর সঙ্গে লড়াই করতে হচ্ছে। (২ তীম. ৩:১) বেড়ে চলা আর্থিক, পারিবারিক বা ব্যক্তিগত সমস্যাগুলোর কারণে কেউ কেউ হয়তো দায়ূদের মতো অনুভব করে: “অসংখ্য বিপদ আমাকে ঘেরিয়াছে; আমার অপরাধ সকল আমাকে ধরিয়াছে; আমি দেখিতে পাইতেছি না; আমার মস্তকের কেশ অপেক্ষাও সে সকল অধিক, আমার হৃদয় আমাকে ছাড়িয়াছে।” (গীত. ৪০:১২) এই চাপগুলো এতটাই দুর্বহ হতে পারে যে, এই ব্যক্তিরা অতীব গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বিষয়গুলোকে তুচ্ছ করতে এবং খ্রিস্টীয় পরিচর্যায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করা বন্ধ করে দিতে পারে। কিন্তু তাদের সমস্যাগুলো থাকা সত্ত্বেও, ‘তাহারা যিহোবার আজ্ঞাকলাপ ভুলিয়া যায় নাই।’ (গীত. ১১৯:১৭৬) এই ব্যক্তিদের প্রয়োজনীয় সাহায্য জোগাতে প্রাচীনদের জন্য এখনই হল উপযুক্ত সময়।—যিশা. ৩২:১, ২.
৩ এই প্রয়োজনটা পূরণ করতে প্রাচীনদের উৎসাহ দেওয়া হয়েছে তারা যেন সেই ব্যক্তিদের সাহায্য করার জন্য এক বিশেষ প্রচেষ্টা করে, যারা বর্তমানে প্রচার কাজে অংশ নিচ্ছে না। এটা সম্পাদন করার জন্য এক ব্যাপক প্রচেষ্টা চলছে এবং পুরো মার্চ মাস ধরে তা চলবে। বই অধ্যয়ন অধ্যক্ষদের বলা হচ্ছে তারা যেন আধ্যাত্মিক সহযোগিতা করার লক্ষ্য নিয়ে নিষ্ক্রিয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করে মণ্ডলীর সঙ্গে যুক্ত কাজগুলোকে পুনরায় শুরু করতে তাদেরকে সাহায্য করে। যেখানে প্রয়োজন, সেখানে একটা ব্যক্তিগত বাইবেল অধ্যয়নের ব্যবস্থা করা যেতে পারে। সহযোগিতা করার জন্য অন্যদেরকে হয়তো বলা যেতে পারে। আপনাকে যদি তা করার জন্য আমন্ত্রণ জানানো হয়, তা হলে আপনার প্রচেষ্টা খুবই উপকারজনক হতে পারে, বিশেষ করে যদি আপনি এক সদয়, বোধগম্য উপায়ে উৎসাহ দেন।
৪ কেউ যখন মণ্ডলীর সঙ্গে যুক্ত তার কাজগুলো পুনরায় শুরু করে, তখন সকলের আনন্দ করার কারণ থাকে। (লূক ১৫:৬) নিষ্ক্রিয় ব্যক্তিদের উৎসাহিত করার জন্য আমাদের প্রচেষ্টা সত্যিই ‘উপযুক্ত সময়ে কথিত বাক্যের’ মতো ফল নিয়ে আসতে পারে।—হিতো. ২৫:১১.