পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
Awake! অক্টো.-ডিসে.
“কুসংস্কার থেকে নিজেদের মুক্ত করতে কী লোকেদেরকে সাহায্য করবে বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর মথি ৭:১২ পদ পড়ুন।] এই পত্রিকা কুসংস্কারের মূল এবং আমরা কীভাবে এর সঙ্গে লড়াই করতে পারি সেই বিষয়ে নিয়ে আলোচনা করে।”
The Watchtower নভে. ১৫
“অধিকাংশ লোকই উত্তম স্বাস্থ্য এবং দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা করে। কিন্তু এটা যদি সম্ভব হতো, তা হলে কি আপনি চিরকাল বেঁচে থাকতে চাইতেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর যোহন ১৭:৩ পদ পড়ুন।] এই পত্রিকা অনন্তজীবন সম্বন্ধে বাইবেলের প্রতিজ্ঞা নিয়ে আলোচনা করে। এ ছাড়া, এটি সেই প্রতিজ্ঞা যখন বাস্তবায়িত হবে, তখন জীবন কেমন হবে সেই বিষয়েও পরীক্ষা করে।”
Awake! অক্টো.-ডিসে.
“কোনো সন্দেহ নেই যে, আপনি যখন কুসংস্কারে দরুন হত্যাকাণ্ডের বিষয়ে শোনেন, তখন আপনি আৎকে ওঠেন। যদিও অধিকাংশ কুসংস্কার হত্যার দিকে পরিচালিত করে না কিন্তু আপনি কি একমত হবেন না যে, এটা লোকেদেরকে বিভক্ত করে এবং রাগ পুষে রাখে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] সচেতন থাক! পত্রিকার এই প্রবন্ধ ব্যাখ্যা করে যে, কুসংস্কারের এই ধরনের বৈশিষ্ট্যকে দূর করতে কী করা যেতে পারে।”—মথি ৭:১২ পদ পড়ুন।
The Watchtower ডিসে. ১
“যে-চারিত্রিক বৈশিষ্ট্যটা জীবজন্তু থেকে মানুষদের পৃথক করে সেটা হল সঠিক-ভুলকে পার্থক্য করার ক্ষমতা। কিন্তু দুঃখের বিষয় যে, অনেক লোকই খারাপ কাজ করে থাকে। কেন তা করে বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর যিরমিয় ১৭:৯ অথবা প্রকাশিত বাক্য ১২:৯ পদ পড়ুন।] এই পত্রিকা যা সঠিক তা জানতে ও তা করতে কী আমাদের সাহায্য করতে পারে, সেটা আলোচনা করে।”