পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
Awake! অক্টো.-ডিসে.
“আপনি কি চান যে, আপনি এবং আপনার পরিবার ভাল স্বাস্থ্য উপভোগ করুক? [উত্তর দেওয়ার সুযোগ দিন এবং ১১ পৃষ্ঠার প্রবন্ধটা দেখান।] সচেতন থাক! পত্রিকার এই সংখ্যা আপনার স্বাস্থ্যকে রক্ষা করার ছয়টা সহজ উপায় নিয়ে আলোচনা করে। আমাদের সৃষ্টিকর্তা প্রতিজ্ঞা করেছেন যে, একটা সময় আসতে চলেছে যখন কেউই বলবে না যে, ‘আমি পীড়িত।’” যিশাইয় ৩৩:২৪ পদ পড়ুন।
The Watchtower ডিসে. ১৫
“বছরের এই সময়টাতে, অনেকেই যিশুর জন্মগ্রহণ সম্বন্ধে চিন্তা করে। আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, কীধরনের পরিবারে তিনি বড় হয়ে উঠেছিলেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর লূক ২:৫১, ৫২ পদ পড়ুন।] প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যা বাস্তবধর্মী সেই সব শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করে যেগুলো যিশুর লালন-পালন সম্বন্ধে বাইবেলের বিবরণ থেকে আমরা শিখতে পারি।”
Awake! অক্টো.-ডিসে.
“বিভিন্ন জাতিগত দল সম্বন্ধে আপনি কী মনে করেন? সমস্ত জাতিগত দলের লোকেরা কি ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হবে? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর প্রেরিত ১০:৩৪, ৩৫ পদ পড়ুন।] সচেতন থাক! পত্রিকার এই সংখ্যা বিস্তারিতভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করে এবং আমাদের জানায় যে, কীভাবে আমরা সকলে মনুষ্যজাতি সম্বন্ধে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি জেনে উপকৃত হব।”
The Watchtower জানু. ১
“অনেকেই পৃথিবীতে শান্তির জন্য আকুল আকাঙ্ক্ষা করে থাকে। আপনি কি মনে করেন যে, আমরা কখনও এই বাক্যগুলোকে পরিপূর্ণ হতে দেখব? [গীতসংহিতা ৪৬:৯ পদ পড়ুন। এরপর উত্তর দেওয়ার সুযোগ দিন।] কীভাবে এটা সম্পাদিত হবে এবং যুদ্ধবিহীন এক জগৎ সম্বন্ধে ঈশ্বরের প্রতিজ্ঞায় কেন আমরা আস্থা রাখতে পারি প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যা সেই বিষয়ে আলোচনা করে।”