পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ ডিসে. ১৫
“বছরের এই সময়টাতে অনেক লোকই যিশুর জন্মের সময়ে দূতেরা যা ঘোষণা করেছিল, তা নিয়ে চিন্তা করে থাকে। [লূক ২:১৪ পদ পড়ুন।] আপনি কি মনে করেন, আসলেই পৃথিবীতে শান্তি আসবে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] যিশু কীভাবে শীঘ্রই পৃথিবীতে প্রকৃত শান্তি নিয়ে আসবেন, এই পত্রিকা তা আলোচনা করে।”
সচেতন থাক! অক্টো.-ডিসে.
“অনেকে মনে করে আমাদের সৃষ্টি করা হয়েছে। অন্যেরা মনে করে আমরা বিবর্তনের মাধ্যমে এসেছি। আপনি এই বিষয়ে কী মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] লক্ষ করুন যে, এই পরামর্শে মনোযোগ দেওয়া আমাদের সঠিক উপসংহারে আসতে সাহায্য করে। [ইয়োব ১২:৭, ৮ পদ পড়ুন।] প্রকৃতিতে যে-প্রজ্ঞা এবং নকশা দেখা যায়, তা থেকে আমরা কী শিখতে পারি সেই বিষয়ে সচেতন থাক! পত্রিকার এই বিশেষ সংখ্যা আলোচনা করে।”
প্রহরীদুর্গ জানু. ১
“আপনি কি মনে করেন যে, একজন ব্যক্তির সাফল্য তার অর্জিত সম্পদের পরিমাণের দ্বারা নির্ণয় করা যেতে পারে? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর ১ তীমথিয় ৬:৯, ১০ পদ পড়ুন।] যদিও বাইবেল টাকাপয়সা থাকাকে নিন্দা করে না, তবে এটি ইঙ্গিত করে যে, প্রকৃত সাফল্য সম্পদের ওপর নির্ভর করে না। এই পত্রিকা সেটাই ব্যাখ্যা করে।”
সচেতন থাক! জানু.-মার্চ.
“আপনি কি কখনো ভেবে দেখেছেন যে, একজন প্রেমময়, ন্যায্য ও শক্তিমান ঈশ্বর যদি থেকেই থাকেন, তা হলে কেন এত দুঃখকষ্ট রয়েছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] দুঃখকষ্টের কারণ সম্বন্ধে এই শাস্ত্রপদ কী বলে, তা লক্ষ করুন। [১ যোহন ৫:১৯ পদ পড়ুন।] এই পত্রিকা বাইবেল থেকে ব্যাখ্যা করে যে, দুঃখকষ্টকে নির্মূল করার জন্য ঈশ্বর কী করছেন।”