পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
Awake! অক্টো.-ডিসে.
“আমাদের চারিদিকে অপরাধ কেবল বেড়ে চলছে বলেই মনে হয় এবং আমাদের জীবনের ওপর তা বিরাট প্রভাব ফেলছে। আপনি কি জানেন কেন? [২ তীমথিয় ৩:১, ৩ পদ পড়ুন।] সারা পৃথিবীর অপরাধের হার প্রমাণ দেয় যে, আমরা শেষকালে বাস করছি। পুলিশ না থাকলে পরিস্থিতি আরও কত খারাপই না হতো! সচেতন থাক!-র এই সংখ্যাটি, বিশ্বব্যাপী পুলিশরা যে-প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হয়, তা নিয়ে আলোচনা করে।”
The Watchtower ডিসে. ১৫
“বছরের এই সময়টাতে অনেকে যীশুর জন্ম নিয়ে চিন্তা করে থাকে। আপনি কি জানেন যে, তাঁর জন্ম সম্বন্ধে বাইবেলের বিবরণ থেকে আমরা কিছু মূল্যবান শিক্ষা পেতে পারি? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর ৫ পৃষ্ঠা দেখান এবং ২ তীমথিয় ৩:১৬ পদ পড়ুন।] প্রহরীদুর্গ-র এই সংখ্যাটি এই শিক্ষণীয় বিষয়গুলোর কয়েকটা নিয়ে আলোচনা করে।”
Awake! অক্টো.-ডিসে.
“অনেকে পর্নোগ্রাফিকে নিছক সময় কাটানোর একটা উপাদান হিসেবে মনে করে। আবার অন্যেরা মনে করে যে, এটা সার্বিকভাবে ব্যক্তি, পরিবার এবং সমাজের ক্ষতি করে। সচেতন থাক!-র এই সংখ্যাটি [১৯ পৃষ্ঠা দেখান] এই বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত বাইবেলের নীতিগুলোর আলোকে পর্নোগ্রাফি নিয়ে আলোচনা করে।” একটা উদাহরণ হিসেবে ইফিষীয় ৪:১৭-১৯ পদ পড়ুন।
The Watchtower জানু. ১
“লোকেরা যখন মৃত্যুতে কোন প্রিয়জনকে হারায় বা অসুখে ভোগে, তখন প্রায়ই তারা চিন্তা করে, ‘কেন ঈশ্বর এটা হতে দেন?’ সম্ভবত আপনিও এই একই প্রশ্ন জিজ্ঞেস করেছেন। বাইবেল দেখায় যে, যারা কষ্টভোগ করছে, তাদের জন্য ঈশ্বর সমবেদনা বোধ করেন। [যিশাইয় ৬৩:৯ক অংশ পড়ুন।] এই পত্রিকা ব্যাখ্যা করে যে কেন আমরা নিশ্চিত হতে পারি যে, ঈশ্বর দুঃখকষ্ট শেষ করবেন।”