পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
The Watchtower ডিসে. ১৫
“বছরের এই সময়ে, পৃথিবীব্যাপী লোকেরা বিভিন্নভাবে যিশুর জন্ম স্মরণ করে থাকে। আপনি কি জানেন, বাইবেলের ভবিষ্যদ্বাণী দেখায় যে যিশুর জন্মের সঙ্গে স্থায়ী শান্তির যোগসূত্র রয়েছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর যিশাইয় ৯:৬, ৭ পদ পড়ুন।] এই পত্রিকা ব্যাখ্যা করে যে, কীভাবে সেই শান্তি স্থাপিত হবে।”
Awake! অক্টো.-ডিসে.
“আমাদের মধ্যে বেশির ভাগ লোকই মনে করি যে, আমরা কুসংস্কারমুক্ত কিন্তু আপনার কি মনে হয় যে, আসলেই যেকেউ পক্ষপাতহীন? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর ১১ পৃষ্ঠার বাক্স দেখান। বাক্স থেকে কিছু বিষয় তুলে ধরার পর একই পৃষ্ঠার দ্বিতীয় অনুচ্ছেদের দিকে মনোযোগ আকর্ষণ করান।] সচেতন থাক! পত্রিকার এই সংখ্যাটি কুসংস্কারের মূল এবং কীভাবে আমরা তা কাটিয়ে উঠতে পারি, সেই সম্বন্ধে ব্যাখ্যা করে।”
The Watchtower জানু. ১
“অধিকাংশ ধর্মই শেখায় যে, লোকেদের উচিত তাদের প্রতিবেশীদের ভালবাসা। [মথি ২২:৩৯ পদ পড়ুন।] তা হলে, জগতে ধর্মকে নিয়ে এত যুদ্ধ ও সংঘর্ষ কেন হচ্ছে বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করে যে, ধর্ম কি মানবজাতিকে এক করতে পারে?”
Awake! জানু.- মার্চ
“অনেক লোক সন্তানদের শৈশবকাল থেকে প্রশিক্ষণ দেওয়ার গুরুত্ব সম্বন্ধে বোঝে। আজকে কি আপনি এর প্রয়োজন দেখতে পান? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর হিতোপদেশ ২২:৬ পদ পড়ুন।] সচেতন থাক! পত্রিকার এই সংখ্যা বাবামারা তাদের সন্তানদের ন্যায়নিষ্ঠ এবং সফল প্রাপ্তবয়স্ক হিসেবে গড়ে তোলার জন্য যে-নির্দিষ্ট বিষয়গুলো করতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করে।”