পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ ডিসে. ১৫
“ছুটির মরসুমে, অনেকেই দয়া ও সমবেদনা দেখানোর চেষ্টা করে। আপনি কি মনে করেন যে, লোকেরা যদি সারাবছর সমবেদনা দেখাত, তা হলে এই জগৎ এক উত্তম স্থান হয়ে উঠত? [উত্তর দেওয়ার সুযোগ দিন। তারপর ১ পিতর ৩:৮ পদ পড়ুন।] এই পত্রিকা সমবেদনার মূল্য সম্বন্ধে ব্যাখ্যা করে ও কিছু ব্যবহারিক উপায়ের বিষয় উল্লেখ করে, যেগুলোর মাধ্যমে আমরা তা দেখাতে পারি।”
সচেতন থাক! অক্টো.-ডিসে.
একজন যুবক বা যুবতীর সঙ্গে সাক্ষাৎ করার সময় আপনি হয়তো বলতে পারেন: “মাঝে মাঝে অনেক যুবক বা যুবতী পরিত্যক্ত অথবা একাকী বোধ করে। তুমি কি কখনো এরকম বোধ করেছ? [উত্তরের জন্য অপেক্ষা করুন ও তারপর হিতোপদেশ ১৫:১৩ পদ পড়ুন।] নিঃসন্দেহে একাকিত্ব খুবই যন্ত্রণাদায়ক হতে পারে। একাকিত্বের অনুভূতির সঙ্গে কীভাবে আমরা লড়াই করতে পারি সেই বিষয়ে এই প্রবন্ধটি আমাদেরকে অনেক উত্তম পরামর্শ প্রদান করে।” ১২ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধটি তুলে ধরুন।
প্রহরীদুর্গ জানু.-মার্চ
“অনেক লোকই ঈশ্বরের রাজ্য আসার জন্য প্রার্থনা করে। উদাহরণস্বরূপ, যিশু তাঁর অনুসারীদের যে-বিখ্যাত প্রার্থনাটি শিখিয়েছিলেন, সেটি লক্ষ করুন। [মথি ৬:৯, ১০ পদ পড়ুন।] আপনি কি কখনো ভেবে দেখেছেন যে, সেই রাজ্য কী এবং কখন সেটা আসবে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই বিষয়ে বাইবেল কী বলে, এই পত্রিকা তা দেখায়।”