পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
সচেতন থাক! অক্টো.-ডিসে.
“প্রত্যেকেই চায় তার নিজের বাড়ি থাকুক। আপনি কি মনে করেন যে, এমন এক সময় আসবে যখন প্রত্যেকের জন্য আবাসন থাকবে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমাদের সৃষ্টিকর্তা জানেন যে, এই সমস্যাটাকে কীভাবে সমাধান করতে হবে।” যিশাইয় ৬৫:২১, ২২ পদ পড়ুন।
প্রহরীদুর্গ ডিসে. ১৫
“ছুটির মরসুম যেভাবে দিন দিন বাণিজ্যিক হয়ে উঠেছে, সেই বিষয়ে অনেক লোক চিন্তিত। আপনি কি মনে করেন যে, এর মূলে যা ছিল তা হারিয়ে গিয়েছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকা আলোচনা করে যে, কীভাবে ছুটির দিনের রীতিনীতি সময়ের প্রবাহে পরিবর্তিত হয়েছে। এ ছাড়া, এটি আরও আলোচনা করে যে, কীভাবে আমরা ঈশ্বর ও খ্রিস্টকে প্রকৃতই সম্মান দেখাতে পারি।” যোহন ১৭:৩ পদ পড়ুন।
সচেতন থাক! জানু.-মার্চ
“বর্তমানে অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে, বিবাহ অনুষ্ঠানের খরচ বহন করা দিন দিন দুর্বহ হয়ে উঠছে। কেউ কেউ সাদামাটাভাবে বিবাহ অনুষ্ঠান করার পরিকল্পনা করে থাকে আর অন্যেরা জাঁকজমকভাবে তা করতে চায়। কী একজন ব্যক্তিকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর রোমীয় ১২:২ পদ পড়ুন।] সচেতন থাক! পত্রিকার এই সংখ্যার ২৫ পৃষ্ঠায় বাইবেলের সেই নীতিগুলো আলোচনা করা হয়েছে, যেগুলো আপনাকে এক বিজ্ঞ সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে।”
প্রহরীদুর্গ জানু. ১
“মানুষ যদিও অবর্ণনীয় মন্দ কাজগুলো করে থাকে কিন্তু আসলে তাদের অনেক ভাল কিছু করার ক্ষমতা রয়েছে। আপনি কি কখনো চিন্তা করেছেন, কেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকা বাইবেল থেকে এর উত্তর জানায়। এটি এও ব্যাখ্যা করে যে, শেষ পর্যন্ত উত্তমের দ্বারা মন্দ কীভাবে পরাজিত হবে।” রোমীয় ১৬:২০ পদ পড়ুন।