আরও সাক্ষ্য পেতে তাদের সাহায্য করুন
১ সুসমাচার জানানোর সময়, প্রায়ই এমন লোকেদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় যারা আমাদের এলাকায় থাকে না অথবা অন্য ভাষায় কথা বলে। আবার, যাদের সঙ্গে আমাদের উন্নতিশীল বাইবেল আলোচনাগুলো হয়েছে, তারা হয়তো আমাদের এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যেতে পারে। এই ব্যক্তিরা যাতে আরও সাক্ষ্য পেতে পারে, সেজন্য আমরা কীভাবে ব্যবস্থা করতে পারি? দয়া করে পুনর্সাক্ষাৎ করুন (S-43) ফর্মটা ব্যবহার করে।
২ সুসমাচার যখন লোকেদের মাতৃভাষায় উপস্থাপন করা হয়, তখন প্রায়ই তারা আরও বেশি মন দিয়ে শোনে। (প্রেরিত ২২:১, ২) তাই, বেশির ভাগ ক্ষেত্রে, আমরা যখন এমন কারও সঙ্গে সাক্ষাৎ করি যিনি অন্য ভাষায় কথা বলেন, তখনও আমাদের সেই ফর্মটা পূরণ করা উচিত, এমনকি ব্যক্তিটি যদি রাজ্যের বার্তায় আগ্রহ না-ও দেখান। কিন্তু, যেখানে বেশ বড় সংখ্যায় বিদেশি ভাষার জনসংখ্যা রয়েছে যারা নিয়মিতভাবে তাদের নিজের ভাষায় সাক্ষ্যদান পাচ্ছে, সেখানে হয়তো কেবলমাত্র আগ্রহ দেখানো না হলে, এই ফর্মটা পূরণ করার দরকার নেই।
৩ ফর্মটা পূরণ করা: বিচক্ষণতার সঙ্গে ব্যক্তির নাম, ঠিকানা এবং টেলিফোন নম্বর নেওয়ার চেষ্টা করুন। ব্যক্তি কতখানি আগ্রহ দেখিয়েছেন, কখন তার কাছে যাওয়া যেতে পারে, কোন সাহিত্য অর্পণ করা হয়েছে অথবা আবেদন করা হয়েছে এবং ব্যক্তিটি যে-ভাষা ভাল করে বোঝেন তা লিখে রাখুন। ফর্মটা পূরণ করার পর, দেরি না করে এটা মণ্ডলীর সচিবকে দিন, যিনি এটাকে উপযুক্ত মণ্ডলী অথবা দলের কাছে পাঠিয়ে দেবেন।
৪ ফর্মটা পাঠানো: কোন মণ্ডলী অথবা দলের এই ফর্মটা পাওয়া উচিত, তা যদি সচিব না জানেন অথবা তার কাছে যদি ডাকযোগে পাঠানোর ঠিকানা না থাকে, তা হলে প্রয়োজনীয় তথ্য পাওয়ার জন্য তিনি হয়তো শাখা অফিসের টেরিটরি ডেস্ক-এ ফোন করতে পারেন। ফর্মটা পাঠানোর জন্য এখন আর শহর অধ্যক্ষকে জড়িত করার দরকার নেই।
৫ যখনই কোনো মণ্ডলী অথবা দল একটা পূরণ করা দয়া করে পুনর্সাক্ষাৎ করুন ফর্ম পায়, তখনই দেরি না করে ব্যক্তিটির সঙ্গে দেখা করার ব্যবস্থা করা উচিত। আমরা যখন অধ্যবসায়ের সঙ্গে আমাদের অংশটুকু করি, তখন আমরা আস্থা রাখতে পারি যে, যারা “অনন্ত জীবনের জন্য নিরূপিত” তাদের হৃদয় যিহোবা খুলে দেবেন।—প্রেরিত ১৩:৩৮.