আপনার পরিচর্যায় পত্রিকাগুলো তুলে ধরুন
১ “আগ্রহজনক, সময়োপযোগী ও উৎসাহজনক।” “এ যাবৎ আমার পড়া সবচেয়ে উৎসাহজনক পত্রিকা।” এই মন্তব্যগুলো ভালভাবে বর্ণনা করে যে, প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা সম্বন্ধে পৃথিবীব্যাপী পাঠক-পাঠিকারা কেমন মনে করে। বাস্তবিকই, আমাদের পত্রিকাগুলো ‘সমুদয় মনুষ্যের’ কাছে সুসমাচার নিয়ে পৌঁছানোর ক্ষেত্রে অমূল্য বলে প্রমাণিত হয়েছে।—১ তীম. ২:৪.
২ একজন বৃত্তি-সচেতন ব্যক্তি এমন একটা বিষয়ের ওপর একটি সচেতন থাক! পত্রিকা নিয়েছিলেন, যেটা তাকে আগ্রহী করেছিল। পরে, তিনি এর সঙ্গী পত্রিকা প্রহরীদুর্গ এর সংখ্যাটাও পড়েন, যাতে এমন একটা প্রবন্ধ ছিল যা তাকে তার দীর্ঘ জীবনব্যাপী বিশ্বাস ত্রিত্ব মতবাদকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখতে অবিলম্বে প্রণোদিত করেছিল। এটা তার আগ্রহকে উদ্দীপিত করেছিল। ছয় মাস পর তিনি বাপ্তাইজিত হন। আরেকজন ব্যক্তি নিয়মিতভাবে পত্রিকাগুলো পেতেন কিন্তু কখনও সেগুলো পড়তেন না। অন্যদিকে, তার স্ত্রী সাক্ষিদের এড়িয়ে চলতেন অথচ তার স্বামীর জন্য রেখে যাওয়া পত্রিকাগুলো পড়তেন। ধার্মিক লোকেদের দ্বারা পূর্ণ এক পার্থিব পরমদেশ সম্বন্ধে বাইবেলের প্রতিজ্ঞা তার হৃদয় স্পর্শ করেছিল। পরে, তিনি, তার ছেলে এবং তার বোন যিহোবার সেবক হন।
৩ একটা সেট হিসেবে সেগুলোকে অর্পণ করুন: আগের উদাহরণগুলো যেমন দেখায়, আমরা নিশ্চিত হতে পারি না যে, কারা আমাদের পত্রিকাগুলো পড়বে অথবা কোন বিষয়টা তাদের আগ্রহ জাগিয়ে তুলতে পারে। (উপ. ১১:৬) সেইজন্য, একটা সেট হিসেবে প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা অর্পণ করা উপকারজনক, এমনকি যদিও আমরা সাধারণত আমাদের উপস্থাপনায় কেবল একটা পত্রিকা তুলে ধরি। বিশেষ বিশেষ পরিস্থিতিতে, সাক্ষাৎ করার সময় আমাদের পত্রিকাগুলোর একাধিক ভিন্ন ভিন্ন সংখ্যা অর্পণ করা হয়তো উপযুক্ত হতে পারে।
৪ প্রত্যেক সপ্তাহে একদিন পত্রিকা বিতরণে অংশ গ্রহণ করার তালিকা করা উপকারজনক। যিহোবার সাক্ষিদের ২০০৫ সালের ক্যালেন্ডার-এ প্রত্যেক শনিবারকে “পত্রিকা দিবস” হিসেবে চিহ্নিত করা হয়েছে। অবশ্যই, যেহেতু স্থানীয় ও ব্যক্তিগত পরিস্থিতি ভিন্ন হতে পারে, তাই কেউ কেউ হয়তো আমাদের পত্রিকাগুলো অর্পণ করার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে অন্য একটা দিন আলাদা করে রাখে। এটা কি আপনার সাপ্তাহিক তালিকার অংশ?
৫ এক ব্যক্তিগত লক্ষ্য স্থাপন করুন: পত্রিকা অর্পণ করার বিষয়ে প্রত্যেক মাসে একটা ব্যক্তিগত লক্ষ্য স্থাপন করা আমাদেরকে আরও বেশি পত্রিকা সচেতন হতে সাহায্য করতে পারে। আপনার কি কোনো পত্রিকা রুট রয়েছে? পরিচর্যায় যাদের সঙ্গে আপনার দেখা হয়, তাদের কাছে কি আপনি পত্রিকাগুলো অর্পণ করেন? আপনি কি রাস্তায় প্রচার কাজে, ব্যবসায়ী এলাকায় এবং জনসাধারণের স্থানগুলোতে পত্রিকা অর্পণ করতে পারেন? আপনি কি ভ্রমণ করার, কেনাকাটা করার এবং নির্ধারিত কাজে যাওয়ার সময় পত্রিকাগুলো আপনার সঙ্গে রাখেন? প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা থেকে অন্যদের উপকার লাভ করতে সাহায্য করার জন্য প্রত্যেকটা উপযুক্ত সুযোগের সদ্ব্যবহার করুন।
৬ এ ছাড়া, আমরা হয়তো যে-পুরনো সংখ্যাগুলো আমাদের হাতে রয়েছে সেগুলো অর্পণ করাকে আমাদের লক্ষ্য করতে পারি। এমনকি পত্রিকার সংখ্যার তারিখের এক কিংবা দুই মাসের মধ্যে যদি পত্রিকাগুলো অর্পণ না করা হয়ে থাকে, তবুও এর তথ্যাদির মূল্য অক্ষুণ্ণ থাকে। সেগুলোকে আগ্রহী ব্যক্তিদের হাতে তুলে দিন। লক্ষ লক্ষ লোকের জন্য, প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা “উপযুক্ত সময়ে . . . বাক্য” হয়েছে। (হিতো. ২৫:১১) তাই আসুন আরও লক্ষ লক্ষ লোক যাতে যিহোবাকে জানতে ও তাঁর সেবা করতে সাহায্য পায়, সেইজন্য আমরা সেগুলো ব্যবহার করি।
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১, ২. কীভাবে প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা লোকেদের হৃদয় স্পর্শ করেছে?
৩. একটা সেট হিসেবে পত্রিকাগুলো অর্পণ করার উপকারটা কী?
৪. আমরা কীভাবে পত্রিকা বিতরণ কাজের তালিকা করতে পারি?
৫. পত্রিকাগুলো অর্পণ করার জন্য কোন সুযোগগুলোর প্রতি আমাদের সজাগ থাকা উচিত আর তা করতে কী আমাদের সাহায্য করতে পারে?
৬. কীভাবে আমরা পত্রিকার পুরনো সংখ্যাগুলোর সদ্ব্যবহার করতে পারি?