নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
প্রহরীদুর্গ এপ্রিল থেকে জুন
“আপনি কি এই বিষয়ে একমত হবেন যে, স্বামী রয়েছে এমন মায়েদের চেয়ে একক মায়েদের ক্ষেত্রে সন্তান বড়ো করে তোলা প্রায়ই কঠিন হয়ে থাকে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] যারা প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হয় তাদের সঙ্গে বিবেচনাপূর্বক কাজ করার জন্য ঈশ্বর আমাদেরকে উৎসাহিত করেন। আমি কি আপনার কাছে এটি পড়তে পারি? [গৃহকর্তা যদি সম্মত হন, তাহলে গীতসংহিতা ৪১:১ পদ পড়ুন।] ৩০ পৃষ্ঠায় শুরু হওয়া প্রবন্ধটি ব্যাখ্যা করে যে, কীভাবে আমরা একক মায়েদের প্রতি বিবেচনা দেখাতে পারি।”