নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
সচেতন থাক! জানুয়ারি থেকে মার্চ
“আমরা লোকেদের সঙ্গে পারিবারিক জীবনের সাম্প্রতিক সমস্যাগুলো নিয়ে কথা বলছি। কোন বিষয়টা পরিবারগুলোকে সুখশান্তি উপভোগ করতে সাহায্য করবে বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে এমন একটা শাস্ত্রীয় নীতি দেখাতে পারি, যেটাকে অনেকে সাহায্যকারী বলে মনে করেছে? [গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে প্রেরিত ২০:৩৫খ পড়ুন।] এমন এক জগৎ, যেখানে অনেকে কেবল নিজেদের বিষয়েই চিন্তা করে বলে মনে হয়, সেখানে সন্তানদের নিঃস্বার্থপর হতে শিক্ষা দেওয়া এক বাস্তব প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এই প্রবন্ধে বাবা-মাদের জন্য কিছু ব্যবহারিক উপায় তুলে ধরা হয়েছে যেন তারা সন্তানদেরকে এমনভাবে গড়ে তুলতে পারে, যাতে সন্তানরা অন্যদের প্রতি সুবিবেচক হয়।”