নতুন ট্র্যাক্টগুলোর এক অভিনবরূপ!
১. পরিচর্যায় ব্যবহার করা হয় এমন কোন প্রকাশনাগুলোকে নতুন রূপে প্রকাশ করা হয়েছে?
১ দু-হাজার তেরো সালের ‘ঈশ্বরের বাক্যই সত্যস্বরূপ!’ জেলা সম্মেলনে পাঁচটা নতুন ট্র্যাক্ট প্রকাশ করা হয়েছিল। এ ছাড়া, এই ট্র্যাক্টগুলোর সঙ্গে রাজ্য সংবাদ নং. ৩৮ যুক্ত হয়েছে, যার শিরোনাম হল “মৃত ব্যক্তিরা কি সত্যিই আবার জীবিত হতে পারে?” এই ছয়টা নতুন ট্র্যাক্টই অভিনবরূপে গঠিত। কেন এই ট্র্যাক্টগুলোকে নতুন রূপে প্রকাশ করা হয়েছে? আমরা যখন ঘরে ঘরে পরিচর্যায় এগুলো অর্পণ করি, তখন এই নতুন রূপের ট্র্যাক্টগুলোর বিভিন্ন বৈশিষ্ট্যকে আমরা কীভাবে আরও ভালোভাবে ব্যবহার করতে পারি?
২. এই নতুন রূপের উদ্দেশ্য কী?
২ কেন এই নতুন রূপ?: ঘরে ঘরে পরিচর্যার সময় কার্যকারী উপায়ে আমাদের উপস্থাপনা তুলে ধরার জন্য প্রধানত এই চারটে পদক্ষেপ নেওয়া যেতে পারে: (১) আলোচনা শুরু করার জন্য একটা দৃষ্টিভঙ্গিমূলক প্রশ্ন জিজ্ঞেস করুন। (২) শাস্ত্র থেকে একটা বিষয় তুলে ধরুন। (৩) পড়ার জন্য গৃহকর্তাকে সাহিত্যাদি দিন। (৪) পরের বার এসে উত্তর দেওয়ার জন্য একটা প্রশ্ন ছেড়ে আসুন আর সেইসঙ্গে পুনর্সাক্ষাৎ করার জন্য সময় ঠিক করুন। নতুন রূপের ট্র্যাক্টগুলো আমাদের সহজেই এই চারটে পদক্ষেপকে কাজে লাগাতে সাহায্য করে।
৩. কীভাবে আমরা পরিচর্যায় এই নতুন ট্র্যাক্টগুলোর মধ্যে একটাকে অর্পণ করতে পারি?
৩ যেভাবে এগুলো ব্যবহার করা যায়: (১) গৃহকর্তাকে সম্ভাষণ জানানোর পর ট্র্যাক্টের প্রচ্ছদে দেওয়া আগ্রহ জাগিয়ে তোলার মতো প্রশ্নগুলো দেখান এবং তার মতামত জানতে চান। (২) ট্র্যাক্টটি খুলুন এবং “বাইবেল যা বলে” নামক অংশটা বিবেচনা করুন। পরিস্থিতি অনুকূল হলে বাইবেল থেকে সরাসরি শাস্ত্রপদটি পড়ুন। গৃহকর্তার কাছে যদি সময় থাকে, তাহলে “আপনার জন্য এর অর্থ যা হতে পারে” নামক অংশটা আলোচনা করুন। (৩) তাকে ট্র্যাক্টটি দিন এবং পরে তার সময়মতো সেটি পড়ার জন্য উৎসাহিত করুন। (৪) চলে আসার আগে, ট্র্যাক্টটির পিছনে দেওয়া “চিন্তা করার মতো বিষয়” নামক অংশের নীচে যে-প্রশ্নটা রয়েছে, সেটা দেখান এবং পরের বার এসে বাইবেল থেকে উওরটা নিয়ে আলোচনা করার জন্য সময় ঠিক করুন।
৪. পুনর্সাক্ষাতের সময় আমরা কীভাবে নতুন ট্র্যাক্টগুলো ব্যবহার করতে পারি?
৪ এই ট্র্যাক্টগুলোর সাহায্যে পুনর্সাক্ষাৎ করাও খুব সহজ। আগের বারে আপনি যে-প্রশ্নটা ছেড়ে এসেছিলেন, সেটার উত্তর দেওয়ার জন্য ট্র্যাক্টের পিছনে দেওয়া উল্লেখিত শাস্ত্রপদগুলো ব্যবহার করুন। চলে আসার আগে, সুসমাচার ব্রোশারের পিছনে দেওয়া ছবিগুলোর মধ্যে থেকে আলোচনার সঙ্গে সম্পর্কযুক্ত ছবিটা দেখানোর জন্য, গৃহকর্তাকে ব্রোশারটা দিন। তাকে সেই পাঠটা খুলে দেখান, যেখানে সেই বিষয়ে আরও তথ্য রয়েছে। এরপর গৃহকর্তাকে ব্রোশারটা অর্পণ করুন। তিনি যদি ব্রোশারটা নেন, তাহলে পরের বারে সেটা থেকে আলোচনা করার ব্যবস্থা করুন। আপনি ইতিমধ্যেই একটা বাইবেল অধ্যয়ন শুরু করে দিয়েছেন! অথবা এই ব্রোশারের পরিবর্তে আপনি হয়তো অন্য আরেকটা ট্র্যাক্ট অর্পণ করতে পারেন এবং পরের বার সেটা থেকে গৃহকর্তার সঙ্গে আলোচনা করার ব্যবস্থা করতে পারেন।
৫. আমাদের পরিচর্যায় এই ট্র্যাক্টগুলোর কী মূল্য রয়েছে?
৫ বিগত ১৩০ বছর ধরে আমাদের পরিচর্যায় ট্র্যাক্টগুলো ব্যবহৃত হয়ে আসছে। যদিও-বা সময়ের সঙ্গে সঙ্গে এগুলোর আকার এবং গঠন পরিবর্তিত হয়েছে, তা সত্ত্বেও এগুলো সাক্ষ্যদানের খুবই কার্যকারী এক হাতিয়ার। তাই আসুন, আমরা যেন পৃথিবীর সব জায়গায় বাইবেলের জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য এই নতুন রূপের ট্র্যাক্টগুলোর সদ্ব্যবহার করি।—হিতো. ১৫:৭ক.