ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯২ ১/১ পৃষ্ঠা ২৯-৩০
  • ডেড সী স্ক্রোল পুরস্কারজনক আবিষ্কার

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ডেড সী স্ক্রোল পুরস্কারজনক আবিষ্কার
  • ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • মহা পুরস্কার
  • অন্য মূল্যবান পাণ্ডুলিপিগুলি
  • ডেড সী স্ক্রোল অভূতপূর্ব সম্পদ
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “সাগরের গান” যে-পাণ্ডুলিপিটি ব্যবধান দূর করে
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ডেড সী স্ক্রোল কেন এগুলো আপনার মধ্যে আগ্রহ জাগিয়ে তুলবে?
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ডেড সী স্ক্রোলগুলো সম্বন্ধে আসল সত্যটা কী?
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯২ ১/১ পৃষ্ঠা ২৯-৩০

ডেড সী স্ক্রোল পুরস্কারজনক আবিষ্কার

যিরূশালেমের ১৫ মাইল [২৪ কিলোমিটার] দক্ষিণপূর্বে, ওয়াদি এন-নার, একটি নির্জন, শুষ্ক জলাধার পূর্ব দিকে ডেড সী অথবা লবন হ্রদের অভিমুখে বয়ে চলেছে। তীরবর্তী সমতলভূমির পশ্চাতে একটি উঁচু পর্বতরাশি অবস্থিত রয়েছে। এই সমতলভূমিতে, শরৎকালের উত্তপ্ত দিনে ও ঠান্ডা রাতে, তামিরেহ বেদুইনরা তাদের মেষ ও ছাগলের পালকে চরায়।

১৯৪৭ সালে, মেষপাল চরাবার সময়, এক বেদুইন যুবক পাহাড়ের গায়ে এক ফাটলে একটি পাথর ছুঁড়ে মারে। যে শব্দ হয় তাতে সে চমকে যায়, মনে হয় যেন কোন মাটির পাত্র ভেঙ্গে যাওয়ার শব্দ। ভয়ে সে পালিয়ে যায়, কিন্তু দুদিন পরে ফিরে এসে প্রায় ৩০০ [১০০ মিটার] ফুট চড়াই উঠে ওপরে একটি বড় ফাটল দিয়ে ভিতরে প্রবেশ করে। অন্ধকারে অভ্যস্ত হয়ে যাওয়ার পর, সে দেখল গুহার দেওয়ালের কাছে দশটি বিশাল ঘড়া সাজানো আছে, ও মেঝেতে মাটির ভাঙ্গা টুকরো ও পাথর ছড়ানো রয়েছে।

অধিকাংশ ঘড়াই খালি ছিল কিন্তু একটিতে তিনটি স্ক্রোল অথবা পাণ্ডুলিপি ছিল, যার মধ্যে দুটি কাপড় জড়ানো ছিল। সে পাণ্ডুলিপিগুলি বেদুইন তাবুতে নিয়ে যায় ও সেখানে সেগুলি একটি বস্তায় রেখে এক মাস একটি খুঁটিতে ঝুলিয়ে রাখে। অবশেষে, একজন বেদুইন সেগুলি বেথলেহেমে নিয়ে কত টাকা পাওয়া যায় সেই আশায়। একটি মঠ থেকে তাকে ফিরে আসতে হয়, যেখানে তাকে বলা হয় যে সেগুলির কোনই মূল্য নেই। আরএকজন ব্যবসায়ী বলে যে পাণ্ডুলিপিগুলির কোন প্রতত্নতত্ত্ববিষয়ক মূল্য নেই, আর সে সন্দেহ করে যে সেগুলি কোন যিহুদী সমাজগৃহ থেকে চুরি করা হয়েছে। তার ধারণা কত ভুল ছিল! অবশেষে, একজন সিরিয়া-দেশীয় চর্মকারের সাহায্যে সেগুলির প্রকৃত মূল্য ধার্য্য করা হয়। শীঘ্রই, অন্য পাণ্ডুলিপিগুলিরও মূল্যায়ন করা হয়।

প্রাচীণ লিপিগুলির কয়েকটি থেকে যীশুর সমসাময়িক যিহুদী ধর্মীয় অভ্যাস সম্বন্ধে সম্পূর্ণ নতুন রকম তথ্য পাওয়া যায়। কিন্তু যিশাইয়ের ভবিষ্যদ্বাণী সম্বন্ধে একটি বাইবেল লেখনী জগৎকে উত্তেজিত করে তোলে। কেন?

মহা পুরস্কার

নব-আবিষ্কৃত যিশাইয়ের পাণ্ডুলিপিটি প্রথমে প্রায় ২৫ ফুট [৭·৫ মিটার] লম্বা ছিল। সেটি পশুর চামড়ার ১৭টি স্তর দিয়ে প্রায় পার্চমেন্টের মতই তৈরী ছিল। সাবধানতার সাথে দাগ কেটে ৫৪টি কলামে, প্রত্যেকটিতে প্রায় ৩০ লাইন হিসাবে ভাগ করা হয়েছে। এই লাইনগুলিতে দক্ষ লেখক অক্ষরগুলি বসিয়েছেন, অনুচ্ছেদের আকারে।—চিত্র দেখুন।

পাণ্ডুলিপিটি লাঠির গায়ে জড়ানো হয়নি এবং মধ্যবর্তী জায়গাটি বেশ কালো যেখানে বহু হাত সেটিকে ধরেছে পড়ার জন্য। সেটি বেশ জীর্ণ হয়ে পড়েছে ও দক্ষভাবে মাঝে মধ্যে মেরামত করা হয়েছে। এত সুন্দর ভাবে সংরক্ষিত হওয়ার কারণ সাবধানতার সাথে ঘড়ায় বন্ধ করে রাখার জন্য। বাইবেল ছাত্রদের জন্য, ও আমাদের জন্য ইহা কত মূল্যবান?

যিশাইয়ের ভবিষ্যদ্বাণীর এই পাণ্ডুলিপি অন্যগুলির তুলনায় যেগুলি অস্তিত্বে আছে, প্রায় এক হাজার বছর পুরানো, কিন্তু এর বিষয়ে খুব বেশী পার্থক্য নেই। প্রফেসর মিলার বারোজ, ১৯৫০ সালে যে লেখনীটি প্রকাশিত হয় তার সম্পাদক বলেন: “এই পাণ্ডুলিপিতে যিশাইয়ের লেখা, উল্লেখযোগ্য বানান, ব্যাকরণে ও কম অথবা অধিক গুরুত্বপূর্ণ কিছু বৈষম্য ছাড়া বেশ কিছু সময় পরে MT-র [ম্যাসোরেটিক হীব্রু টেক্সট্‌] লেখার সাথে মিলে যায়।”a অধিকন্তু উল্লেখযোগ্য যেভাবে সমস্ত জায়গায় ক্রমাগত টেট্রাগ্রামাটন, יחנח, ইব্রীয় ভাষায় ঈশ্বরের পবিত্র নাম, ব্যবহার করা হয়েছে।

অন্য মূল্যবান পাণ্ডুলিপিগুলি

এই একই গুহা থেকে, এখন যার নাম কেভ ১, অন্য একটি পাণ্ডুলিপি পাওয়া যায় যেখানে ঐশ্বরিক নাম আছে। হবক্‌কূকের বইয়ের ওপর একটি আলোচনায়, টেট্রাগামাটন চার বার প্যালেও-ইব্রীয় অক্ষরে পাওয়া যায়, যা একটি পুরানো ধরনের লেখার পদ্ধতি, প্রচলিত চৌকো ইব্রীয় লেখার থেকে পৃথক।—হবক্‌কূক ১:৯, রেফারেন্স বাইবেলে ফুটনোট দেখুন।

সেই গুহা থেকে আরেকটি যিশাইয়ের পাণ্ডুলিপির অংশ ও দানিয়েলের বইয়ের কিছু চামড়ায় লেখা টুকরো পাওয়া যায়। এর মধ্যে একটিতে দানিয়েল ২:৪ পদে ইব্রীয় থেকে অ্যারামিকে পরিবর্তন দেখায় ঠিক যেমন এক হাজার বছর পরের পাণ্ডুলিপিতেও দেখায়।

পাণ্ডুলিপিটির কিছু অংশ যা ভালভাবে সুরক্ষিত আছে এখন যিরূশালেমে প্রদর্শন করা আছে, শ্রাইন অফ দ্যা বুক নামক মিউসিয়ামে। এই মিউসিয়ামটি মাটির নিচে, তাই সেখানে ঢুকলে মনে হবে কোন গুহায় প্রবেশ করেছেন। মিউসিয়ামের উপরভাগটি যে মাটির পাত্রে যিশাইয়ের ডেড সী স্ক্রোল পাওয়া গিয়েছিল তার ঢাকনার আকারে তৈরী। তবুও, আপনি শুধুমাত্র যিশাইয়ের পাণ্ডুলিপির একটি নকল সেখানে দেখতে পাবেন। মূল্যবান আসলটি কাছে একটি ঘরে সুরক্ষিত ভাবে রাখা রয়েছে। (w91 4/15)

[পাদটীকাগুলো]

a ইহার অধিক গুরুত্বপূর্ণ লেখাগুলি নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন অফ দ্যা হোলী স্কিপচার্স—উইথ রেফারেন্সেস-এ উল্লিখিত আছে যিশাইয় ১১:১; ১২:২; ১৪:৪; ১৫:২; ১৮:২; ৩০:১৯; ৩৭:২০, ২৮; ৪০:৬; ৪৮:১৯; ৫১:১৯; ৫৬:৫; ৬০:২১ পদে। ফুটনোটগুলিতে স্ক্রোলটি 1QIs/a ভাবে চিহ্নিত।

[২৯ পৃষ্ঠার চিত্র সৌজন্য]

Pictorial Archive (Near Eastern History) Est.

Courtesy of The British Museum

[৩০ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

Israel Antiquities Authority; The Shrine of the Book, Israel Museum; D. Samuel and Jeanne H. Gottesman Center for Biblical Manuscripts

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার