১৯৯৬ সালের “ঈশ্বরীয় শান্তির বার্তাবাহকগণ” সম্মেলন
প্রাচীনকালে, যিহোবার লোকেরা বছরে তিনটি বড় উৎসব উদ্যাপন করত। একইভাবে, আধুনিককালে যিহোবার নামের লোকেরা আনন্দময় অনুষ্ঠানের জন্য বছরে তিন বার মিলিত হয়। তারা এক-দিনের বিশেষ অধিবেশন দিন, দু-দিনের সীমা অধিবেশন দিন এবং তিন অথবা চার-দিনের জেলা সম্মেলনের জন্য সমাবেশগুলি উপভোগ করে থাকে। এই বছর, জেলা সম্মেলনের বিষয়বস্তু হল “ঈশ্বরীয় শান্তির বার্তাবাহকগণ।”
সেই বিষয়বস্তুটি কতই না উপযুক্ত! আমাদের ঈশ্বর, যিহোবা হলেন “শান্তির ঈশ্বর,” হ্যাঁ, “ঈশ্বর যিনি শান্তি দেন।” আমাদের নেতা, যীশু খ্রীষ্ট হলেন “শান্তিরাজ” আর যিহোবার দাসেরা যে বার্তা নিয়ে আসে তা ঈশ্বরীয় শান্তির বার্তা। (ফিলিপীয় ৪:৯; রোমীয় ১৫:৩৩; NW, যিশাইয় ৯:৬; নহূম ১:১৫) এক সুন্দর সম্মেলন কার্যক্রমের আয়োজন করা হয়েছে যা সকলকে আরও পূর্ণরূপে ঈশ্বরীয় শান্তির গুরুত্বতা উপলব্ধি করতে সাহায্য করবে।
এই বছর কেবলমাত্র ভারতবর্ষেই, ১৫টি সম্মেলন হবে। সম্ভবত, আপনার নিকটবর্তী কোথাও একটি সম্মেলন হবে। ঠিক কখন ও কোথায় তা হবে সেই সম্বন্ধে আপনার এলাকায় যিহোবার সাক্ষীদের জিজ্ঞাসা আর তারপর তাতে যোগদান করার জন্য পরিকল্পনা করুন না কেন? যারা প্রকৃত, স্থায়ী শান্তির বিষয়ে আগ্রহী তারা সকলে এক আন্তরিক অভ্যর্থনা লাভ করবে।