“দীর্ঘসহিষ্ণু থাক”
১ যখন আমরা শয়তানের পুরনো জগৎকে খুব তাড়াতাড়িই শেষের দিকে আসতে দেখি, তখন উদ্ধারের জন্য যিহোবার দিনের অপেক্ষা করতে করতে ‘দীর্ঘসহিষ্ণু থাকা’ আমাদের পক্ষে খুবই জরুরি হয়ে দাঁড়ায়। বিশেষ করে এই শেষের সময়ে, দুষ্ট শত্রু বাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যিহোবার সার্বভৌমত্বের বিষয় থেকে আমাদের মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য খুবই অটল আর আমাদেরকে আমাদের নিজেদের আগ্রহের বিষয়গুলোতে ডুবিয়ে রাখার জন্য সে খুবই সক্রিয়। এইভাবে, শয়তান তার নিজের চাল চেলে আমাদের রাজ্যের প্রচার কাজে ধীমিয়ে পড়তে বা তা একেবারে বন্ধ করে দেওয়ার জন্য প্রলুব্ধ করে। (যাকোব ৫:৭, ৮; মথি ২৪:১৩, ১৪) কিভাবে আমরা দীর্ঘসহিষ্ণুতা দেখাতে পারি যা দেখানো খুবই জরুরি?
২ ধৈর্য ধরে: যখন আমরা পরিচর্যায় উদাসীনতা বা বিরোধিতার সামনাসামনি হই, তখন ধৈর্য ধরা আমাদের প্রচার কাজে লেগে থাকতে সাহায্য করবে। যাদের কাছে আমরা যাচ্ছি তারা যদি একটু রুক্ষ বা নির্দয়ও হন, তবুও আমরা সহজেই ভয় পেয়ে যাব না বা অপমানিতও হব না। (১ পিতর ২:২৩) আমাদের ভিতরের এই শক্তি আমাদের এলাকার সেই লোকেদের জন্য নেতিবাচক কথা বলা এড়াতে সাহায্য করবে যারা আমাদের কাজের প্রতি উদাসীন বা আমাদের দেখলেই রেগে যান। কারণ আমরা বুঝি যে এরকম করা আমাদের নিজেদের ও যারা আমাদের সঙ্গে প্রচার করছেন তাদের নিরুৎসাহিত করবে।
৩ লেগে থেকে: সেই সময়ে আমাদের ধৈর্যের পরীক্ষা হতে পারে যদি প্রচারে গৃহকর্তার সঙ্গে খুব ভাল আলোচনা হওয়ার পর দ্বিতীয়বার গিয়ে সেই আগ্রহী ব্যক্তিকে ঘরে না পাওয়া যায়। বা আমাদের তখনও এইরকম মনে হয় যখন আমরা দেখি যে যারা আমাদের সঙ্গে অধ্যয়ন করছেন তারা উন্নতি করতে বা সত্যের পক্ষে পদক্ষেপ নিতে দেরি করছেন। যাইহোক, ধৈর্য ধরে লেগে থাকলে তা প্রায়ই ভাল ফল নিয়ে আসে। (গালা. ৬:৯) এক বোনকে একজন অল্পবয়স্ক মহিলার সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করার আগে অনেকবার পুনর্সাক্ষাৎ করতে হয়েছিল। পর পর পাঁচবার সেই মহিলা অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন। ষষ্ঠ বারের বার এই বোন ঝড়জলের মধ্যে দিয়ে ভিজেপুড়ে গিয়ে দেখেছিলেন যে ঘরে কেউ নেই। যাইহোক, সেই মহিলাকে আর একবার সুযোগ দেওয়া যাক মনে করে বোন যখন আবার গিয়েছিলেন তখন সেই মহিলা অধ্যয়ন করতে চেয়েছিলেন। এরপর, তিনি দ্রুত উন্নতি করতে থাকেন আর খুব অল্প সময়ের মধ্যে তার জীবন যিহোবার কাছে উৎসর্গ করেন।
৪ আমরা জানি যে যিহোবার দিন আসতে দেরি হবে না। তাই আমরা তাঁর কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই বিষয়টা মনে রেখে যে ঐশিক ধৈর্য ভাল ফল নিয়ে আসবে। (ইব্রীয় ২:৩; ২ পিতর ৩:৯-১৫) আমাদের অবশ্যই যিহোবার মতো ধৈর্য ধরা দরকার ও প্রচার কাজ করে চলা দরকার। “বিশ্বাস ও দীর্ঘসহিষ্ণুতা দ্বারা” আপনি আপনার কঠিন পরিশ্রমের পুরস্কারের জন্য যিহোবার দিকে তাকান।—ইব্রীয় ৬: ১০-১২.