“আমি কি নতুন কোন জায়গায় যাব?”
১ যীশু তাঁর শিষ্যদের আজ্ঞা দিয়েছিলেন, “তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর।” (মথি ২৮:১৯) আজকে এই আজ্ঞা মেনে যিহোবার অনেক সেবকেরা যেসব জায়গায় প্রচার হয়নি এমন জায়গায় যান। তারা প্রেরিত পৌলের মতো কাজ করেন যিনি দর্শনে “পার হইয়া মাকিদনিয়াতে আসিয়া আমাদের উপকার করুন” এই ডাক শুনে সেখানে গিয়েছিলেন। (প্রেরিত ১৬:৯) কিন্তু আমরা কীভাবে তা করতে পারি?
২ ধাপে ধাপে কাজ করুন: আপনার মণ্ডলীতে কি এখনও এমন এলাকা আছে যেখানে খুব বেশি কাজ করা হয়নি? যদি থাকে, তাহলে আপনি সেখানে গিয়ে প্রচার করতে পারেন। কিন্তু যে কোন জায়গাতেই যাওয়া স্থির করার আগে আপনার প্রাচীনদের সঙ্গে কথা বলুন কারণ তারা দেখবেন যে আপনি সেখানে যাওয়ার উপযুক্ত কিনা। আপনার সীমা অধ্যক্ষের সঙ্গেও কথা বলুন কারণ তিনি আপনাকে বলতে পারবেন যে কাছেপিঠে এমন কোন মণ্ডলী আছে কিনা যেখানে গিয়ে আপনি আরও বেশি করে প্রচার করতে পারেন। তাই সবকিছু ভাল করে ভেবেচিন্তে আপনি হয়তো অন্য কোন জায়গায় গিয়ে সেখানকার লোকেদের কাছে প্রচার করার কথা ঠিক করতে পারেন। আর আপনি যদি তাই-ই ঠিক করেন, তাহলে আপনি নিজে শাখা অফিসকে একটা চিঠি লিখবেন ও আপনার মণ্ডলীর প্রাচীনগোষ্ঠী আরেকটা চিঠি লিখবে। চিঠিতে লেখা দরকার যে আপনি একজন অভিষিক্ত বা বিরাট জনতার সদস্য, আপনি একজন বিশেষ, নিয়মিত ও সহায়ক অগ্রগামী বা সাধারণ প্রকাশক। আর আপনি যদি একজন ভাই হন, তাহলে আপনি প্রাচীন বা পরিচারক দাস তা লিখুন। বরাবরের জন্য আপনি সেখানে যাবেন কিনা তা ঠিক করার আগে সেই জায়গাটা গিয়ে একবার দেখে আসা বুদ্ধির কাজ হবে।
৩ যাওয়ার আগে সবদিক ভাবুন: আমাদের অনেক ভাইয়েরা হয়তোবা আরও ভালভাবে বেঁচে থাকার জন্য বা অন্যায় অবিচারের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য এক দেশ ছেড়ে আরেক দেশে চলে যান। আর সেই নতুন দেশে গিয়ে অনেকে ঠগদের খপ্পরে পড়ে যান যারা তাদের সাহায্য করবে বলে কথা দেয় কিন্তু পরে তাদের কাছ থেকে টাকাপয়সা নিয়ে কেটে পড়ে। কোন কোন সময় এই লোকেরা নতুন বাসিন্দাদের অনৈতিক কাজে জড়িয়ে পড়ার জন্যও জোর জবরদস্তি করে। ফলে যারা ভালভাবে বেঁচে থাকার আশায় নতুন দেশে আসেন তাদের ভাল তো হয়-ই না বরং অবস্থা তাদের নিজেদের দেশে যেমন ছিল তার চেয়েও খারাপ হয়ে যায়। তারা তখন ভাইবোনদের ঘরে যেতে বাধ্য হন বা তাদের কাছ থেকে সাহায্য চান। এর ফলে ভাইবোনদেরকেও অসুবিধায় ফেলা হয় কারণ ইতিমধ্যেই তাদের নিজেদের ঝামেলা ও সমস্যা রয়েছে। এছাড়াও যারা ভাইবোনদের ঘরে থাকছেন তাদেরও পরিবারের মধ্যে অনেকসময় ছাড়াছাড়ি হয়ে যায় আর তারা যিহোবার সেবাতেও ধীমে হয়ে পড়েন।—১ তীম. ৬:৮-১১.
৪ আপনি যদি আরও ভাল কিছুর আশায় বা নিজের সুবিধার জন্য অন্য দেশে যাওয়ার কথা ভাবেন, তাহলে মনে রাখুন যে আজকে পৃথিবীর কোথাওই আপনি সুখ পাবেন না। তাই আপনার নিজের দেশে, যে জায়গার ভাষা, লোকজন, রীতিরেওয়াজ আপনি জানেন সেখানে থেকেই আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করাটাই বুদ্ধির কাজ। অন্য কোন নতুন দেশে, সম্পূর্ণ অচেনা জায়গায় গিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করাটা বেশ কঠিন।