“উপযুক্ত সময়ে কথিত বাক্য”
১ অন্যদের কাছে প্রচার করা বা তাদেরকে জীবনের খবর দেওয়া কি আপনার জন্য খুব কঠিন কাজ? আপনার কি মনে হয় যে আপনার শ্রোতার মন জয় করতে আপনাকে বিশেষ কিছু বলতে হবে? যীশু যখন তাঁর শিষ্যদের প্রচার করতে পাঠিয়েছিলেন তখন তিনি তাদেরকে বলেছিলেন: “আর তোমরা যাইতে যাইতে এই কথা প্রচার কর, স্বর্গ-রাজ্য সন্নিকট হইল।” (মথি ১০:৭) এই খবর ছিল খুবই সহজ, সরল আর অন্যদের তা বলাও এমন কিছু কঠিন ছিল না। আজকেও ঠিক তাই।
২ প্রায়ই দু-চার কথা বলেই কথাবার্তা শুরু করা যায়। ফিলিপের সঙ্গে যখন ইথিওপীয় নপুংসকের দেখা হয়েছিল তখন ফিলিপ তাকে শুধু জিজ্ঞেস করেছিলেন: “আপনি যাহা পাঠ করিতেছেন, তাহা কি বুঝিতে পারিতেছেন?” (প্রেরিত ৮:৩০) “উপযুক্ত সময়ে কথিত বাক্য” কত ভাল ফলই না এনেছিল!—হিতো. ২৫:১১.
৩ আপনিও প্রচারে গিয়ে এইরকমই কিছু বলতে পারেন। কীভাবে? চারিদিক দেখেশুনে আর অবস্থা বুঝে কথা বলে। একটা প্রশ্ন করে আপনার শ্রোতার উত্তরটা মন দিয়ে শুনুন।
৪ কিছু মূল প্রশ্ন: কথাবার্তা শুরু করার জন্য আপনি এই প্রশ্নগুলোর যে কোনটা জিজ্ঞেস করতে পারেন:
▪ “আপনি কি প্রার্থনা করার সময় প্রভুর প্রার্থনা করেন?” (মথি ৬:৯, ১০) প্রভুর প্রার্থনার কিছুটা বলে বলুন: “কিছু লোকেরা জিজ্ঞেস করেন যে ‘ঈশ্বরের নাম কী যে নামকে যীশু পবিত্র বলে মান্য করতে বলেছেন?’ অন্যেরা জিজ্ঞেস করেন, ‘যীশু কোন্ রাজ্যের জন্য প্রার্থনা করতে বলেছেন?’ আপনি কি কখনও এই প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন?”
▪ “আপনি কি কখনও ভেবে দেখেছেন যে ‘জীবনের মানে কী?’” উত্তর পাওয়ার জন্য যে ঈশ্বরের বিষয়ে জ্ঞান নেওয়ার দরকার আছে সে কথা বলুন।—উপ. ১২:১৩; যোহন ১৭:৩.
▪ “আপনি কি জানেন যে একদিন মানুষেরা আর মারা যাবে না?” যিশাইয় ২৫:৮ ও প্রকাশিত বাক্য ২১:৪ পদ পড়ে ভাল করে উত্তর দিন।
▪ “পৃথিবীর এত অশান্তি দূর করার কি কোন সহজ উপায় আছে?” বলুন যে ঈশ্বর আমাদের শেখান, “‘তোমার প্রতিবাসীকে . . . প্রেম করিবে।’”—মথি ২২:৩৯.
▪ “আমাদের পৃথিবী কি কোনদিন অন্য কোন গ্রহের সঙ্গে ধাক্কা লেগে ধ্বংস হয়ে যাবে?” দেখান, বাইবেলে প্রতিজ্ঞা করা হয়েছে যে পৃথিবী চিরকাল থাকবে।—গীত. ১০৪:৫.
৫ সহজ, সরলভাবে ও সরাসরি লোকেদের সুসমাচার বলুন কিন্তু অবশ্যই নম্রভাবে। যিহোবা আপনার উপযুক্ত সময়ে সত্যের “বাক্য” বলার চেষ্টাকে আশীর্বাদ করবেন।