বাইবেল—মানবজাতির সবচেয়ে পুরনো কিন্তু আধুনিক বই (ইংরেজি) এর জন্য উপলব্ধি বাড়ানো
পরবর্তী প্রশ্নগুলো সেই বিষয়গুলো তুলে ধরে, যা আপনি ভিডিওটা দেখার সময় লক্ষ্য করেছেন: (১) কোন্ তথ্যগুলো বাইবেলকে অদ্বিতীয় বই করে তোলে? (২) প্রাচীন বই হলেও বাইবেল কীভাবে আধুনিক বিজ্ঞানের সঙ্গে মিলে যায়, তার একটা উদাহরণ দিন। (৩) আমরা কীভাবে নিশ্চিত হতে পারি যে এখন যে বাইবেল পাওয়া যায় তা বাইবেলের মূল লেখাগুলো থেকে একটুও পরিবর্তন হয়নি? (৪) বাইবেলের প্রাচীন পাণ্ডুলিপিগুলোর পাঠের মধ্যে এক লক্ষণীয় বৈশিষ্ট্য কী? (৫) ঈশ্বরের বাক্য যাতে সারা পৃথিবীর লোকেদের কাছে ছড়িয়ে পড়ে তার জন্য জন ওয়াইক্লিফ, যোহানাস গুটেনবার্গ, উইলিয়াম টিনডেল, মেরী জোন্স এবং চার্লস টেজ রাসেল কী অবদান রেখেছিলেন? (৬) বাইবেলের ওপর গির্জার লোকেরা কীভাবে প্রচণ্ড বিরোধিতা করেছিল কিন্তু আমাদের দিন পর্যন্ত রক্ষা পেতে কী এটাকে সাহায্য করেছে? (৭) যিহোবার সংগঠন কটা ভাষায় বাইবেল অনুবাদ করেছে ও কত সংখ্যা বাইবেল ছাপিয়েছে? (৮) বাইবেলের পরামর্শ কীভাবে জুয়াখেলার নেশা (১ তীম. ৬:৯, ১০), স্বামী-স্ত্রীর পৃথক থাকা ও বিশ্বাসঘাতকতা (১ করি. ১৩:৪, ৫; ইফি. ৫:২৮-৩৩) এবং ধন-সম্পদের বিষয়ে বেশি চিন্তা (মথি ১৬:২৬) করার সমস্যাকে এড়াতে সাহায্য করেছে? (৯) কী প্রমাণ আছে যে শাস্ত্রের নীতিগুলো মানলে জগতে দেশ, জাতি ও গোষ্ঠী নিয়ে যে দলাদলি আছে তা শেষ করা যায়? (১০) বাইবেলের বিষয়বস্তুগুলো পড়ে কী কী উপায়ে আপনি আরও আনন্দ পেয়েছেন? (১১) এই ভিডিও দেখে কারা উপকার পাবেন বলে আপনার মনে হয় ও আপনি কীভাবে তাদের হাতে এটা দেবেন?