পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
সচেতন থাক! জুলাই-সেপ্টে.
“আমাদের শহরগুলোতে একের পর এক অনেক হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র খোলা হচ্ছে কিন্তু আপনার কি মনে হয় যে লোকেরা আজকে ভাল স্বাস্থ্য উপভোগ করছেন? [উত্তর পাওয়া পর, যিশাইয় ৩৩:২৪ পদ পড়ুন।] চিকিৎসাবিজ্ঞান যে অগ্রগতি করেছে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আরও কী করা বাকি আছে, সেই বিষয় নিয়ে এই পত্রিকা আলোচনা করে।”
প্রহরীদুর্গ সেপ্টে. ১৫
“প্রায় সব ধর্মেই এমন লোকেরা আছেন, যারা সত্যকে ভালবাসেন। কিন্তু, প্রচলিত ধর্মগুলো মানুষদেরকে বিভক্ত করছে। সৎ হৃদয়ের লোকেদেরকে কী এক করতে পারে? [উত্তর পাওয়ার পর, সফনিয় ৩:৯ পদ পড়ুন।] এই পত্রিকাটা দেখায় যে, সত্য ঈশ্বর সম্বন্ধীয় জ্ঞান কীভাবে সব জায়গায় লোকেদেরকে এক করছে।”
সচেতন থাক! জুলাই-সেপ্টে.
“আমরা অনেকেই আমাদের জীবনে কোন না কোন সময় প্রার্থনা করি। কিন্তু আপনার কি মনে হয় যে আমরা যা প্রার্থনা করি, তা ঈশ্বর শোনেন? [গৃহকর্তাকে উত্তর দেওয়ার সুযোগ দিন।] “ঈশ্বর কি আমার প্রার্থনা শুনবেন?” এই প্রবন্ধটা দেখতে সাহায্য করে যে আমাদের প্রার্থনার উত্তর পেতে হলে, আমাদের কী করা দরকার। আমি নিশ্চিত যে আপনার ও আপনার পরিবারের এটা পড়তে ভাল লাগবে।”
প্রহরীদুর্গ অক্টো. ১
“আপনি হয়তো এই বিষয়ে একমত হবেন যে, বিশ্বাস এক অপ্রিয় বিষয় হয়ে দাঁড়িয়েছে আর খুব কম লোকই এটা সম্বন্ধে কথা বলতে চান। কিন্তু এইরকম কেন? [উত্তর পাওয়ার পর, ইব্রীয় ১১:১ পদ পড়ুন।] এই পত্রিকা সত্য বিশ্বাস কী এবং আপনার বিশ্বাস থাকলে বা না থাকলে কী পার্থক্য হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করে।”