পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
সচেতন থাক! অক্টো.-ডিসে.
“আপনি কি এমন একটা জগতের কথা কল্পনা করতে পারেন যেখানে যিহুদি ও আরবি, হিন্দু ও মুসলমান, কালো ও সাদা, ক্যাথলিক ও প্রটেস্টান্ট সকলে একসঙ্গে শান্তিতে বাস করতে পারে? আপনি হয়তো ভাবতে পারেন যে এটা অসম্ভব কিন্তু আপনার এটা পড়ে ভাল লাগবে যে কীভাবে সারা পৃথিবীতে লোকেদেরকে কুসংস্কার ও ঘৃণাকে কাটিয়ে উঠতে সাহায্য করা হয়েছে।”
The Watchtower নভে. ১৫
“আমরা এই কথাটা শুনে থাকি ‘যীশু আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন।’ [যোহন ৩:১৬ পদ উদ্ধৃতি করুন।] আপনি কি কখনও ভেবে দেখেছেন যে কীভাবে একজন মানুষের মৃত্যু আমাদের সকলকে রক্ষা করতে পারে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] বাইবেল এক সহজ উত্তর দেয়। ‘যীশু পরিত্রাণ করেন—কীভাবে?’ এই প্রবন্ধটা পরিষ্কারভাবে তা ব্যাখ্যা করে।”
সচেতন থাক! অক্টো.-ডিসে.
“অধিকাংশ ধর্মের লোকেরাই একজন ঈশ্বরে বিশ্বাস করে যিনি এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, আপনিও কি তাই করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আপনি হয়তো ভেবেছেন যে তিনি কে তা যদি জানা সম্ভব হতো। এই প্রবন্ধটা দেখায় কীভাবে এক উপজাতি মহিলা ঈশ্বরের নাম কী তা জেনেছিলেন যখন তাকে বাইবেল থেকে সেটা দেখানো হয়েছিল: [যাত্রাপুস্তক ৩:১৫ পদ পড়ুন।] এটা তার জীবনকে যেভাবে বদলে দিয়েছিল আপনি হয়তো তা জানতে আগ্রহী হবেন।”
The Watchtower ডিসে. ১
“বছরের এই মরশুমে অনেকেই উপহার দেওয়ায় এবং অন্যান্য দয়ার কাজগুলোতে খুব ব্যস্ত থাকেন। এটা আমাদেরকে সুবর্ণ নিয়মের কথা মনে করিয়ে দেয়। [মথি ৭:১২ পদ পড়ুন] আপনার কি মনে হয় যে সারা বছর এই নিয়মটা মেনে চলা সম্ভব? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকা ‘সুবর্ণ নিয়ম—এখনও কি কাজে লাগানো যায়?’ এই বিষয়ের ওপর অনেক ভাল ভাল তথ্য জোগায়।”