প্রশ্ন বাক্স
▪ আমরা যে-এলাকায় থাকি সেখানকার নির্ধারিত মণ্ডলীতে যোগদান করার সুবিধাগুলো কী কী?
মণ্ডলীর ব্যবস্থার মাধ্যমে আমরা উৎসাহ পাই, ‘প্রেম ও সৎক্রিয়া সম্বন্ধে নিজেদের উদ্দীপিত করিয়া তুলি।’ (ইব্রীয় ১০:২৪, ২৫) মণ্ডলীর মাধ্যমে আমরা সত্য শিখি এবং শিষ্য তৈরি করার ব্যাপারে আমাদের দায়িত্বকে পূর্ণ করতে সজ্জিভূত হই। (মথি ২৮:১৯, ২০) এ ছাড়া, বিশ্বস্তভাবে পরীক্ষাগুলো সহ্য করতে আমরা শক্তিশালী হই আর পাহাড় সমান চাপ ও উদ্বেগগুলোর সঙ্গে মোকাবিলা করতে আমাদের সাহায্য করার জন্য প্রেমময় অধ্যক্ষদের দেওয়া হয়েছে। স্পষ্টত, আধ্যাত্মিকভাবে আমাদের বেঁচে থাকার জন্য মণ্ডলী অত্যাবশ্যক। কিন্তু, যে-এলাকায় আমরা থাকি সেখানকার নির্ধারিত মণ্ডলীতে যোগদান করার কি কিছু সুবিধা রয়েছে?
প্রত্যেকের পরিস্থিতি ভিন্ন আর তাই এই কারণগুলো যেমন, চাকরি, অবিশ্বাসী সাথি এবং যাতায়াত ব্যবস্থা হয়তো এই বিষয়ে একজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ওপর প্রভাব ফেলতে পারে। তবুও, একজন ব্যক্তি যে-এলাকায় থাকেন সেই এলাকার মণ্ডলীর সঙ্গে যখন তিনি মেলামেশা করেন, তখন তাতে আধ্যাত্মিক দিক দিয়ে ও অন্যভাবে অবশ্যই নির্দিষ্ট কিছু সুবিধা রয়েছে। প্রাচীনরা হয়তো জরুরি অবস্থাগুলোতে আরও তাড়াতাড়ি সমস্ত প্রকাশকের সঙ্গে যোগাযোগ করতে পারবে। বিগত প্রশ্ন বাক্সগুলো (ইংরেজি) বেশ কিছু অন্যান্য সুবিধার বিষয় উল্লেখ করেছে।—জুন ১৯৯১, এপ্রিল ১৯৭৬ এবং মার্চ ১৯৬৭.
সাধারণত, কাছাকাছি সভাগুলোতে যোগদান করা বেশি সুবিধাজনক আর এটা আমাদের অন্যদের সঙ্গে কথাবার্তা বলার, দরকারি বিষয়গুলোর দেখাশোনা করার এবং শুরুর গান ও প্রার্থনায় অংশ নেওয়ার জন্য বেশ কিছু সময় আগে পৌঁছানোর সুযোগ দেয়। যখন নতুন আগ্রহী ব্যক্তিরা আমাদের পাড়ায় থাকে, তখন তাদের সঙ্গে যোগাযোগ করার, তাদের সঙ্গে বাইবেল অধ্যয়নগুলো পরিচালনা করার এবং তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক হবে সেই সভাগুলোতে আসার জন্য বলা সাধারণত আমাদের জন্য আরও সহজ হয়।
আমরা নিশ্চিত যে, পরিবারের মস্তকরা তাদের পরিবারের আধ্যাত্মিক ও শারীরিক মঙ্গলের জন্য কী সবচেয়ে ভাল সেটা নির্ধারণ করার সঙ্গে জড়িত সমস্ত বিষয় মন দিয়ে পরীক্ষা করে প্রার্থনাপূর্বক এই বিষয়টা বিবেচনা করবে।—১ তীম. ৫:৮.