পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ জুলাই ১৫
“আপনার কি মনে হয় যে, আমরা কখনো এমন এক সরকার পাব, যা মানবজাতির সমস্যাগুলো সমাধান করবে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] যিশু তাঁর শিষ্যদের এই ধরনের এক সরকার সম্বন্ধে প্রার্থনা করতে শিখিয়েছিলেন আর তাঁর সেই কথাগুলো মথি ৬:৯, ১০ পদে লিপিবদ্ধ রয়েছে। [পড়ুন।] কেন ঈশ্বরের রাজ্য মানব সরকারগুলোর চেয়ে শ্রেষ্ঠ এবং এটা মানবজাতির জন্য কোন আশীর্বাদগুলো নিয়ে আসবে, সেই সম্বন্ধে এই পত্রিকা ব্যাখ্যা করে।”
সচেতন থাক! জুলাই-সেপ্টে.
“কিছু লোক মনে করে যে, আজকের জগতে সফল হতে হলে আপনাকে আক্রমণাত্মক হতে হবে। এর বিপরীতে লক্ষ করুন, যিশু কী পরামর্শ দিয়েছিলেন। [মথি ৫:৫, ৯ পদ পড়ুন।] আপনি কি এই কথাগুলোর সঙ্গে একমত? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকা শান্তিপ্রবণ হওয়ার তিনটে উপকার তুলে ধরে।” ২৮ পৃষ্ঠার প্রবন্ধটি দেখান।
প্রহরীদুর্গ আগস্ট ১
“আজকে প্রায়ই লোকেদের অন্যদের সঙ্গে দুর্ব্যবহার করতে দেখা যায়। আপনি কি মনে করেন যে, যদি আরও বেশি লোক যিশুর এই কথাগুলো প্রয়োগ করে, তা হলে পরিস্থিতির পরিবর্তন হবে? [মথি ৭:১২ পদ পড়ুন। এরপর উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকা বাইবেল থেকে দেখায় যে, কীভাবে মানুষ মর্যাদা লাভ করার মৌলিক অধিকার ফিরে পাবে।”
সচেতন থাক! জুলাই-সেপ্টে.
“যদিও পড়াকে এক গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে বিবেচনা করা হয়, তবুও অনেক তরুণ-তরুণী এটাকে কঠিন বলে মনে করে। কী তাদের সাহায্য করতে পারে? [উত্তর দেওয়ার সুযোগ দিন এবং এরপর ২১ পৃষ্ঠার প্রবন্ধটি খুলুন।] এই প্রবন্ধটি পড়ার গুরুত্ব এবং কী এই প্রতিদ্বন্দ্বিতাকে মোকাবিলা করার জন্য সাহায্য করতে পারে সেই সম্বন্ধে কিছু উত্তম পরামর্শ নিয়ে আলোচনা করে।”