বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়ার এক বিশেষ দিন
১ জানুয়ারি মাসের শুরু থেকে, প্রতিটা মণ্ডলী প্রতি মাসের কোনো একটা সপ্তাহান্তকে, হয়তো প্রথমটাকে বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়ার বিষয়ে মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য নির্ধারণ করবে। স্থানীয়ভাবে যেটা ভাল হয় সেই অনুসারে, এটা হয় কোনো শনিবার নতুবা কোনো রবিবারে হবে। সেই দিনে গৃহকর্তারা যদি এইরকম এক প্রস্তাবে সম্মত না হয়, তবুও প্রকাশকরা বাইবেল শিক্ষা দেয় বইটি অথবা সাম্প্রতিক পত্রিকাগুলো অর্পণ করতে পারে। এই কাজে পূর্ণরূপে অংশগ্রহণ করার ও প্রকাশকদের বাইবেল অধ্যয়ন শুরু করতে সাহায্য করার জন্য সমস্ত প্রাচীন এবং পরিচারক দাসের ব্যবস্থা করা উচিত।
২ বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়ার জন্য কোন সপ্তাহান্তের একটা দিনকে আলাদা করে রাখা হবে, তা মণ্ডলীর পরিচর্যা কমিটি স্থির করবে। সময়ে সময়ে এটা স্মরণ করিয়ে দেওয়া উচিত, যাতে প্রকাশকরা প্রস্তুত হতে পারে এবং ঘরে ঘরে প্রচার করার ও পূর্বে যারা আগ্রহ দেখিয়েছিল, তাদের সঙ্গে সাক্ষাৎ করার সময় বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়ার জন্য বিশেষ প্রচেষ্টা করতে পারে।
৩ যেভাবে প্রস্তুতি নেবেন: বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য আমরা ২০০৬ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্য়া-ব ইনসার্টে এবং যেভাবে বাইবেল আলোচনা শুরু করা ও তা চালিয়ে যাওয়া যায় নামক পুস্তিকার ৩ পৃষ্ঠায় পরামর্শগুলো খুঁজে পেতে পারি। কেউ কেউ হয়তো একটি ট্র্যাক্ট, যেমন আপনি কি সত্য জানতে চান? নামক ট্র্যাক্টটি ব্যবহার করা বেছে নিতে পারে। এ ছাড়া, যারা পত্রিকাগুলো গ্রহণ করেছে তাদের সঙ্গে সাক্ষাৎ করার সময় বাইবেল অধ্যয়নগুলো শুরু করার জন্য ২০০৭ সালের আগস্ট মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৩ পৃষ্ঠায়ও কিছু পরামর্শ দেওয়া হয়েছে। প্রাচীনরা এবং পরিচারক দাসেরা ১০ থেকে ১৫ মিনিটের এক সংক্ষিপ্ত ক্ষেত্রের পরিচর্যা সভা পরিচালনা করার জন্য তালিকা করবে, যেখানে বাইবেল অধ্যয়ন শুরু করার একটা অথবা দুটো ব্যবহারিক পরামর্শ আলোচনা করা কিংবা সেটার নমুনা দেখানো উচিত। ক্ষেত্রের পরিচর্যায় রত থাকার সময়, সতর্কতা ও বিচক্ষণতা অবলম্বন করার বিষয়ে আমাদের রাজ্যের পরিচর্যা-র সাম্প্রতিক সংখ্যাগুলোতে যে-পরামর্শগুলো দেওয়া হয়েছে সেগুলো মনে রাখা উচিত।
৪ অবশ্য, প্রত্যেকেই বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব গ্রহণ করবে না অথবা দীর্ঘসময় ধরে তাদের অধ্যয়ন চালিয়ে যাবে না। কিন্তু এমনটা হওয়া সত্ত্বেও, অধ্যয়ন করার প্রস্তাব দেওয়া থেকে আমাদের বিরত হওয়া উচিত নয়, কারণ যিহোবাই মেষতুল্য ব্যক্তিদেরকে তাঁর সংগঠনের প্রতি আকর্ষণ করছেন। (যোহন ৬:৪৪) আমাদের দায়িত্ব শুধু সত্যের বীজ বপন করাই নয় কিন্তু সেইসঙ্গে যেগুলোতে শিকড় বেরোতে শুরু করেছে, সেগুলোর তত্ত্বাবধান করা ও তাতে জল সেচন করা আর সেটার অন্তর্ভুক্ত হল, সৎহৃদয়ের ব্যক্তিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করা। তা করার দ্বারা আমরা ঈশ্বরের সহকার্যকারী হওয়ার বিশেষ সুযোগকে কাজে লাগাই।—১ করি. ৩:৯.