পত্রিকাটি সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ অক্টোবর থেকে ডিসেম্বর
“অতীতের বছরগুলোর বিপরীতে, আজকে অনেকেই পাপ সম্বন্ধে কথা বলে না। আপনি কি মনে করেন যে, পাপ হল এক সেকেলে ধারণা নাকি এটা এমন কিছু যেটার বিষয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর গৃহকর্তা যদি সম্মত হন, তাহলে রোমীয় ৫:১২ পদ পড়ুন।] এই পত্রিকাটি দেখায় যে, বাইবেল পাপ সম্বন্ধে কী বলে।”