আপনি কি যিহোবার কাছ থেকে যা-কিছু শিখতে পারেন, তার সমস্তই শিখছেন?
১. শিক্ষার বিষয়ে যিহোবা কেমন বোধ করেন?
১ আমাদের ‘শিক্ষক’ যিহোবা চান যেন আমরা শিক্ষা লাভ করি। (যিশা. ৩০:২০, পাদটীকা) তাঁর প্রথমজাত পুত্রকে সৃষ্টি করার পর তিনি শিক্ষা দেওয়া শুরু করেছিলেন। (যোহন ৮:২৮) আদমের বিদ্রোহের পর, যিহোবা শিক্ষা দেওয়া বন্ধ করে দেননি বরং তিনি অসিদ্ধ মানুষকে প্রেমের সঙ্গে নির্দেশনা জুগিয়ে গিয়েছেন।—যিশা. ৪৮:১৭, ১৮; ২ তীম. ৩:১৪, ১৫.
২. কোন শিক্ষামূলক কার্যক্রম এখন চলছে?
২ আজকের দিনে, যিহোবা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছেন। যিশাইয় যেমন ভবিষ্যদ্বাণী করেছিলেন, পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ লোক “সদাপ্রভুর গৃহের” রূপক ‘পর্ব্বতের’ দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হচ্ছে। (যিশা. ২:২) কেন সেই দিকে প্রবাহিত হচ্ছে? ঈশ্বরের পথের বিষয়ে নির্দেশিত হওয়ার অর্থাৎ যিহোবার দ্বারা শিক্ষা লাভ করার জন্য! (যিশা. ২:৩) ২০১০ সালের পরিচর্যা বছরে, যিহোবার সাক্ষিরা লোকেদের কাছে বাইবেলের সত্য সম্বন্ধে সাক্ষ্যদান করার ও তাদের শিক্ষা দেওয়ার জন্য ১৬০ কোটিরও বেশি ঘন্টা ব্যয় করেছে। এ ছাড়া, পৃথিবীব্যাপী ১,০৫,০০০-রেরও বেশি মণ্ডলীতে প্রত্যেক সপ্তাহে আধ্যাত্মিক নির্দেশনা প্রদান করা হয়ে থাকে আর বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসের মাধ্যমে ৫০০-রও বেশি ভাষায় শিক্ষামূলক খ্রিস্টীয় প্রকাশনাগুলো প্রকাশ করা হয়ে থাকে।
৩. কীভাবে আপনি ব্যক্তিগতভাবে যিহোবা যে-শিক্ষা প্রদান করেন, তা থেকে উপকার লাভ করেছেন?
৩ পুরোপুরিভাবে উপকার লাভ করুন: ঐশিক শিক্ষা থেকে আমরা কতই না উপকার লাভ করেছি! আমরা শিখেছি যে, ঈশ্বরের একটা নাম আছে এবং তিনি আমাদের জন্য চিন্তা করেন। (যাত্রা. ৩:১৫; ১ পিতর ৫:৬, ৭) আমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্নের উত্তর জেনেছি: কেন লোকেরা কষ্টভোগ করে ও মারা যায়? কীভাবে আমি প্রকৃত সুখ খুঁজে পেতে পারি? জীবনের উদ্দেশ্য কী? এ ছাড়া, যিহোবা আমাদেরকে নৈতিক নির্দেশনা জুগিয়েছেন, যেটার কারণে আমাদের “শুভগতি হইবে” বা আমরা সফল হতে পারব।—যিহো. ১:৮.
৪. শিক্ষা লাভ করার কয়েকটা সুযোগ কী, যেগুলো ঈশ্বরের দাসেরা নিতে পারে আর কেন আমাদের যিহোবার কাছ থেকে আমরা যা-কিছু শিখতে পারি, তার সমস্তই শেখা উচিত?
৪ অধিকন্তু, যিহোবা বিশেষ শিক্ষার ব্যবস্থা করেছেন, যাতে তাঁর অনেক দাস তাঁর প্রতি তাদের সেবাকে বাড়ানোর জন্য সাহায্য লাভ করতে পারে। ৪-৬ পৃষ্ঠায় সেই সুযোগগুলোর তালিকা দেওয়া হয়েছে, যে-সুযোগগুলো কেউ কেউ নিতে পারে। এমনকী আমাদের পরিস্থিতি যদি আমাদেরকে সেই তালিকায় উল্লেখিত প্রশিক্ষণ লাভ করার সুযোগ না-ও দেয়, তবুও আমরা কি আমাদের জন্য যে-ঐশিক শিক্ষা প্রাপ্তিসাধ্য রয়েছে, সেটার সদ্ব্যবহার করছি? আমরা কি যে-অল্পবয়সিরা জগতের উচ্চশিক্ষা অনুধাবন করার জন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অন্যদের দ্বারা পরিচালিত হয়, তাদেরকে উচ্চশিক্ষার পরিবর্তে আধ্যাত্মিক লক্ষ্যগুলো স্থাপন করার এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষা—ঐশিক শিক্ষা—অনুধাবন করার জন্য উৎসাহিত করছি? যিহোবার কাছ থেকে আমরা যা-কিছু শিখতে পারি সেই সমস্তই শেখা আমাদেরকে এখনই এক সুখী জীবন এবং ভবিষ্যতে অনন্তজীবন উপভোগ করতে সাহায্য করবে।—গীত. ১১৯:১০৫; যোহন ১৭:৩.
শিক্ষা লাভ করার কয়েকটা সুযোগ, যেগুলো যিহোবার সংগঠনের মাধ্যমে পাওয়া যায়
সাক্ষরতার ক্লাস
• উদ্দেশ্য: কীভাবে লিখতে ও পড়তে হয়, তা লোকেদের শেখানো, যাতে তারা ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন করতে এবং অন্যদেরকে সত্য সম্বন্ধে শিক্ষা দিতে পারে।
• সময়সীমা: প্রয়োজন অনুযায়ী।
• স্থান: স্থানীয় কিংডম হল।
• যারা যোগ দিতে পারে: সমস্ত প্রকাশক ও আগ্রহী ব্যক্তিরা।
• যেভাবে আবেদন করা যায়: মণ্ডলীর প্রাচীনরা স্থানীয় প্রয়োজন অনুযায়ী সাক্ষরতার ক্লাসগুলোর ব্যবস্থা করে আর তারা এমন সমস্ত ব্যক্তিকে সেখানে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করে, যারা সেখান থেকে উপকৃত হতে পারে।
ঐশিক পরিচর্যা বিদ্যালয়
• উদ্দেশ্য: প্রকাশকদের প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা সুসমাচারের কার্যকারী প্রচারক ও শিক্ষক হয়।
• সময়সীমা: নিয়মিত চলতে থাকবে।
• স্থান: স্থানীয় কিংডম হল।
• যারা নাম অন্তর্ভুক্ত করতে পারে: সমস্ত প্রকাশক। এ ছাড়া, মণ্ডলীর সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে এমন অন্যান্য ব্যক্তি, যারা বাইবেলের শিক্ষাগুলোর সঙ্গে একমত এবং যারা খ্রিস্টীয় নীতিগুলোর সঙ্গে মিল রেখে জীবনযাপন করে।
• যেভাবে আবেদন করা যায়: ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এর অধ্যক্ষের সঙ্গে কথা বলুন।
অন্য ভাষার ক্লাস
• উদ্দেশ্য: কীভাবে অন্য ভাষায় সুসমাচার প্রচার করা যায়, তা প্রকাশকদের শেখানো।
• সময়সীমা: চার অথবা পাঁচ মাস। এই ক্লাসগুলো সাধারণত প্রত্যেক শনিবার সকালে এক বা দুই ঘন্টার জন্য হয়ে থাকে।
• স্থান: সাধারণত, কাছাকাছি কোনো কিংডম হল।
• যারা নাম অন্তর্ভুক্ত করতে পারে: এমন প্রকাশকরা, যাদের সুনাম রয়েছে এবং যারা অন্য ভাষায় প্রচার করতে ইচ্ছুক।
• যেভাবে আবেদন করা যায়: প্রয়োজন অনুযায়ী শাখা অফিস ক্লাসগুলোর ব্যবস্থা করে থাকে।
কিংডম হল নির্মাণ
• উদ্দেশ্য: কিংডম হলগুলো নির্মাণ ও মেরামত করা। এটা কোনো স্কুল নয় কিন্তু এই ব্যবস্থার অধীনে স্বেচ্ছাসেবকদেরকে বিভিন্ন দক্ষতা শেখানো হয়, যাতে তারা নির্মাণ প্রকল্পগুলোতে সাহায্য করতে পারে।
• সময়সীমা: স্বেচ্ছাসেবকদের পরিস্থিতি অনুযায়ী।
• স্থান: রিজিওনাল বিল্ডিং কমিটি-র অধীনস্থ অঞ্চলের যেকোনো জায়গা। স্বেচ্ছাসেবকদের মধ্যে কাউকে কাউকে হয়তো দুর্যোগ কবলিত দূরবর্তী কোনো স্থানে ত্রাণ কাজে সাহায্য করার জন্য আমন্ত্রণ জানানো হতে পারে।
• যোগ্যতা: অবশ্যই বাপ্তাইজিত ভাই ও বোন হতে হবে এবং প্রাচীনগোষ্ঠীর অনুমোদন লাভ করতে হবে। তাদের দক্ষতা থাকতে পারে বা না-ও থাকতে পারে।
• যেভাবে আবেদন করা যায়: অ্যাপ্লিকেশন ফর কিংডম হল কনস্ট্রাকশন ভলান্টিয়ার প্রোগ্রাম (A-25) ফর্মটি পূরণ করুন, যেটি স্থানীয় প্রাচীনদের কাছে পাওয়া যায়।
অগ্রগামী পরিচর্যা বিদ্যালয়
• উদ্দেশ্য: অগ্রগামীদেরকে ‘তাহাদের পরিচর্য্যা সম্পন্ন করিতে’ সাহায্য করা।—২ তীম. ৪:৫.
• সময়সীমা: দুই সপ্তাহ।
• স্থান: শাখা অফিস নির্ধারণ করে থাকে; সাধারণত কাছাকাছি কোনো কিংডম হল।
• যোগ্যতা: যারা অন্ততপক্ষে এক বছর ধরে নিয়মিত অগ্রগামী হিসেবে কাজ করছে।
• যেভাবে নাম অন্তর্ভুক্ত করা যায়: যোগ্য অগ্রগামীদের নাম স্বাভাবিকভাবেই এতে অন্তর্ভুক্ত করা হয় এবং তাদের সীমা অধ্যক্ষ তাদেরকে তা জানিয়ে দেন।
বেথেল এন্ট্রান্টস্ স্কুল
• উদ্দেশ্য: এই স্কুল নতুন বেথেলকর্মীদেরকে তাদের বেথেল সেবায় সফল হতে সাহায্য করার জন্য প্রস্তুত করা হয়েছে।
• সময়সীমা: প্রত্যেক সপ্তাহে এক ঘন্টা করে ষোলো সপ্তাহ।
• স্থান: বেথেল।
• যোগ্যতা: বেথেল পরিবারের স্থায়ী সদস্য অথবা দীর্ঘ সময়ের (এক বছর বা তার চেয়ে বেশি সময়ের) টেম্পোরারি ভলান্টিয়ার হতে হবে।
• যেভাবে নাম অন্তর্ভুক্ত করা যায়: বেথেল পরিবারের যোগ্য সদস্যদেরকে এতে স্বাভাবিকভাবেই অন্তর্ভুক্ত করা হয়।
কিংডম মিনিস্ট্রি স্কুল
• উদ্দেশ্য: প্রাচীন ও পরিচারক দাসদের প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা তাদের তত্ত্বাবধানের ও সাংগঠনিক দায়িত্বগুলোর যত্ন নিতে পারে। (প্রেরিত ২০:২৮) এই স্কুল পরিচালকগোষ্ঠীর সিদ্ধান্ত অনুযায়ী কয়েক বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে।
• সময়সীমা: সাম্প্রতিক বছরগুলোতে, প্রাচীনদের জন্য দেড় দিন ও পরিচারক দাসদের জন্য এক দিন করে এই স্কুল অনুষ্ঠিত হয়েছে।
• স্থান: সাধারণত কাছাকাছি কোনো কিংডম হল বা অ্যাসেম্ব্লি হল।
• যোগ্যতা: অবশ্যই প্রাচীন অথবা পরিচারক দাস হতে হবে।
• যেভাবে নাম অন্তর্ভুক্ত করা যায়: যোগ্য প্রাচীন ও পরিচারক দাসদের সীমা অধ্যক্ষ আমন্ত্রণ জানিয়ে থাকেন।
মণ্ডলীর প্রাচীনদের জন্য স্কুলa
• উদ্দেশ্য: মণ্ডলীর দায়দায়িত্ব পালন করার জন্য প্রাচীনদের সাহায্য করা।
• সময়সীমা: পাঁচ দিন।
• স্থান: শাখা অফিস নির্ধারণ করে থাকে; সাধারণত কাছাকাছি কোনো কিংডম হল বা অ্যাসেম্ব্লি হল।
• যোগ্যতা: অবশ্যই প্রাচীন হতে হবে।
• যেভাবে নাম অন্তর্ভুক্ত করা যায়: যোগ্য প্রাচীনদের শাখা অফিস আমন্ত্রণ জানিয়ে থাকে।
ভ্রমণ অধ্যক্ষ ও তাদের স্ত্রীদের জন্য স্কুলb
• উদ্দেশ্য: সীমা ও জেলা অধ্যক্ষদেরকে মণ্ডলীগুলোতে আরও কার্যকারীভাবে সেবা করতে এবং ‘বাক্যে ও শিক্ষাদানে পরিশ্রম করিতে’ এবং তাদের তত্ত্বাবধানে থাকা ব্যক্তিদের পালন করতে সমর্থ করা।—১ তীম ৫:১৭; ১ পিতর ৫:২, ৩.
• সময়সীমা: দুই মাস।
• স্থান: শাখা অফিস নির্ধারণ করে থাকে।
• যোগ্যতা: অবশ্যই সীমা অথবা জেলা অধ্যক্ষ হতে হবে।
• যেভাবে নাম অন্তর্ভুক্ত করা যায়: যোগ্য ভ্রমণ অধ্যক্ষ ও তাদের স্ত্রীদের শাখা অফিস আমন্ত্রণ জানিয়ে থাকে।
অবিবাহিত ভাইদের জন্য বাইবেল স্কুলc
• উদ্দেশ্য: অবিবাহিত প্রাচীন ও পরিচারক দাসদেরকে অতিরিক্ত দায়িত্বগুলো নেওয়ার জন্য প্রস্তুত করা। অধিকাংশ গ্র্যাজুয়েটকে তাদের নিজ নিজ দেশে যেখানে প্রয়োজন সেখানে সেবা করার কার্যভার দেওয়া হবে। অল্প কয়েক জন হয়তো অন্য দেশে কার্যভার পেতে পারে, যদি তারা অন্য জায়গায় গিয়ে কাজ করার জন্য ইচ্ছুক থাকে।
• সময়সীমা: দুই মাস।
• স্থান: শাখা অফিস নির্ধারণ করে থাকে; সাধারণত কাছাকাছি কোনো কিংডম হল বা অ্যাসেম্ব্লি হল।
• যোগ্যতা: ২৩ থেকে ৬২ বছর বয়সি সুস্বাস্থ্যের অধিকারী অবিবাহিত ভাইয়েরা, যারা যেখানে প্রয়োজন সেখানে গিয়ে ভাইবোনদের সেবা করতে ও রাজ্যের কাজগুলো করতে ইচ্ছুক। (মার্ক ১০:২৯, ৩০) তাদের অন্তত একটানা দুই বছর ধরে একজন পরিচারক দাস বা প্রাচীন হিসেবে সেবা করার যোগ্যতা ইতিমধ্যেই থাকতে হবে।
• যেভাবে আবেদন করা যায়: যদি আপনার শাখার এলাকায় এই স্কুল থাকে, তাহলে এই স্কুলে অংশগ্রহণ করতে আগ্রহী এমন ব্যক্তিদের জন্য সীমা সম্মেলনে একটা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় আরও তথ্য প্রকাশ করা হবে।
খ্রিস্টান দম্পতিদের জন্য বাইবেল স্কুলd
• উদ্দেশ্য: বিবাহিত দম্পতিদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা যিহোবা ও তাঁর সংগঠনের দ্বারা আরও ভালোভাবে ব্যবহৃত হতে পারে। অধিকাংশ গ্র্যাজুয়েটকে তাদের নিজ নিজ দেশে যেখানে প্রয়োজন রয়েছে সেখানে গিয়ে সেবা করার কার্যভার দেওয়া হবে। অল্প কয়েক জন হয়তো অন্য দেশে কার্যভার পেতে পারে, যদি তারা অন্য জায়গায় গিয়ে কাজ করার জন্য ইচ্ছুক থাকে।
• সময়সীমা: দুই মাস।
• স্থান: প্রথম কয়েকটা ক্লাস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্যাটারসনে ওয়াচটাওয়ার এডুকেশনাল সেন্টার-এ অনুষ্ঠিত হচ্ছে। এরপর, এই স্কুল শাখা অফিসের দ্বারা নির্ধারিত স্থানগুলোতে অনুষ্ঠিত হবে, সাধারণত কোনো অ্যাসেম্ব্লি হলে বা কিংডম হলে।
• যোগ্যতা: ২৫ থেকে ৫০ বছর বয়সি সুস্বাস্থ্যের অধিকারী বিবাহিত দম্পতিরা, যাদের যেখানে প্রয়োজন সেখানে গিয়ে সেবা করার মতো পরিস্থিতি রয়েছে এবং যাদের এইরকম মনোভাব রয়েছে: “এই আমি, আমাকে পাঠাও।” (যিশা. ৬:৮) এ ছাড়া, তাদের অন্তত দুই বছর ধরে বিবাহিত হতে হবে এবং বর্তমানে অন্তত একটানা দুই বছর ধরে পূর্ণসময়ের সেবায় রত থাকতে হবে।
• যেভাবে আবেদন করা যায়: যদি আপনার শাখার এলাকায় এই স্কুল থাকে, তাহলে এই স্কুলে অংশগ্রহণ করতে আগ্রহী এমন ব্যক্তিদের জন্য বিশেষ সম্মেলনের দিনে একটা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় আরও তথ্য প্রকাশ করা হবে।
ওয়াচটাওয়ার বাইবেল স্কুল অভ্ গিলিয়েড
• উদ্দেশ্য: অগ্রগামী ও অন্যান্য পূর্ণসময়ের দাসদেরকে মিশনারি সেবার জন্য প্রশিক্ষণ দেওয়া।
• সময়সীমা: পাঁচ মাস।
• স্থান: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্যাটারসনে ওয়াচটাওয়ার এডুকেশনাল সেন্টার।
• যোগ্যতা: সেইসমস্ত বিবাহিত দম্পতি, যারা প্রথম বার আবেদন পত্র জমা দেওয়ার সময় ইতিমধ্যেই তিন বছর ধরে বাপ্তাইজিত এবং যাদের বয়স ২১ থেকে ৩৮ বছরের মধ্যে। তাদেরকে অবশ্যই ইংরেজি জানতে হবে ও অন্তত দুই বছর ধরে বিবাহিত হতে হবে এবং অন্তত একটানা দুই বছর ধরে বর্তমানে পূর্ণসময়ের সেবায় থাকতে হবে। আবেদনকারীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বিদেশে সেবারত অগ্রগামী (মিশনারি হিসেবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও অন্তর্ভুক্ত); ভ্রমণ অধ্যক্ষ; বেথেল পরিবারের সদস্য; এবং মিনিস্টিরিয়াল ট্রেনিং স্কুল, অবিবাহিত ভাইদের জন্য বাইবেল স্কুল ও খ্রিস্টান দম্পতিদের জন্য বাইবেল স্কুলের প্রাক্তন গ্র্যাজুয়েটরাও হয়তো আবেদন করতে পারে, যদি তারা যোগ্য হয়ে থাকে।
• যেভাবে আবেদন করা যায়: নির্ধারিত শাখাগুলোতে, এই স্কুলে অংশগ্রহণ করতে আগ্রহী এমন ব্যক্তিদের জন্য জেলা সম্মেলনে একটা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় আরও তথ্য প্রদান করা হয়। আপনার দেশের সম্মেলনগুলোতে যদি এই সভা না হয়ে থাকে এবং আপনি যদি আবেদন করতে চান, তাহলে আরও তথ্যের জন্য আপনি হয়তো আপনার শাখা অফিসে চিঠি লিখতে পারেন।
শাখা কমিটির সদস্য ও তাদের স্ত্রীদের জন্য স্কুল
• উদ্দেশ্য: শাখা কমিটিতে সেবা করছে এমন ব্যক্তিদের সাহায্য করার জন্য, যাতে তারা আরও ভালোভাবে বেথেল হোমগুলোর তত্ত্বাবধান করতে পারে, মণ্ডলীর পরিচর্যা সংক্রান্ত বিষয়গুলোর প্রতি মনোযোগ দিতে পারে এবং তাদের অধীনস্থ এলাকায় সীমা ও জেলার কাজ আর সেইসঙ্গে অনুবাদের কাজ, ছাপানোর কাজ, সাহিত্যাদি পাঠানোর কাজ এবং বিভিন্ন বিভাগের কাজ দেখাশোনা করতে পারে।—লূক ১২:৪৮খ.
• সময়সীমা: দুই মাস।
• স্থান: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্যাটারসনে ওয়াচটাওয়ার এডুকেশনাল সেন্টার।
• যোগ্যতা: শাখা কমিটি বা কান্ট্রি কমিটির সদস্য অথবা যারা পরে এইরকম সদস্য হিসেবে নিযুক্ত হবে।
• যেভাবে নাম অন্তর্ভুক্ত করা যায়: যোগ্য ভাই ও তাদের স্ত্রীদের পরিচালকগোষ্ঠী আমন্ত্রণ জানায়।
[পাদটীকা]
a বর্তমানে, সকল দেশে এই স্কুলের ব্যবস্থা নেই।
b বর্তমানে, সকল দেশে এই স্কুলের ব্যবস্থা নেই।
c বর্তমানে, সকল দেশে এই স্কুলের ব্যবস্থা নেই।
d বর্তমানে, সকল দেশে এই স্কুলের ব্যবস্থা নেই।