আপনাকে কি চলে যেতেই হবে?
ক্ষেত্রে পরিচর্যা করার সময়, কিছু প্রকাশক রীতিগতভাবে নির্দিষ্ট একটা সময়ে, সম্ভবত দুপুরবেলায় চলে যায়। অবশ্য, বিভিন্ন পরিস্থিতির কারণে কাউকে কাউকে হয়তো একটা নির্দিষ্ট সময়ে তাদের পরিচর্যা শেষ করতে হয়। কিন্তু শুধুমাত্র দলের অন্যরা তা করে বলে অথবা আপনার এলাকায় একটা নির্দিষ্ট সময়ে চলে যাওয়াটা রীতি বলে আপনিও কি প্রচার কাজ বন্ধ করেন? আপনি কি আরও কিছুক্ষণ পরিচর্যায় থাকতে এবং কোনো না কোনো ধরনের জনসাধারণ্যে সাক্ষ্যদান, যেমন রাস্তায় সাক্ষ্যদান করায় অংশ নিতে পারেন? বাড়ি ফেরার পথে আপনি কি দু-একটা পুনর্সাক্ষাৎ করতে পারেন? আপনি যদি কেবল একজন আগ্রহী ব্যক্তিকেও বাড়িতে পান অথবা যদি কোনো পথচারীকে আরও কয়েকটা পত্রিকা দেন, তাহলে আপনি যে-উত্তম কাজ সম্পাদন করবেন, সেটা নিয়ে একটু চিন্তা করুন! পরিস্থিতির কারণে আমাদেরকে যদি চলে যেতে না হয়, তাহলে আমাদের ‘স্তব-বলি উৎসর্গকে’ বৃদ্ধি করার একটা সহজ উপায় হল, আরও কিছুক্ষণ থেকে যাওয়া।—ইব্রীয় ১৩:১৫.