ডিসেম্বর মাসে রাজ্য সংবাদ নং. ৩৮ বিতরণ করা হবে!
১. মৃত ব্যক্তিদের সম্বন্ধে লোকেরা কোন প্রশ্নগুলো করে থাকে আর ডিসেম্বর মাসে কীভাবে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে?
১ মৃত্যু সমস্ত মানুষের কাছে এক শত্রুর মতো। (১ করি. ১৫:২৬) অনেকে চিন্তা করে, “মৃত ব্যক্তিরা কোথায়? আমরা কি আবারও তাদের দেখতে পারব?” তাই, সারা পৃথিবীর ভাই-বোনেরা এক মাস ধরে “মৃত ব্যক্তিরা কি সত্যিই আবার জীবিত হতে পারে?” শিরোনামের রাজ্য সংবাদ নং. ৩৮ বিতরণে অংশ নেবে। এই বিশেষ অভিযান ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে শুরু হবে। বিশেষ বিতরণ কার্যক্রমের পর, রাজ্য সংবাদ নং. ৩৮ পরিচর্যায় একটা ট্র্যাক্ট হিসেবে ব্যবহার করা হবে।
২. রাজ্য সংবাদ নং. ৩৮ কেমনভাবে তৈরি করা হয়েছে?
২ যেভাবে এটাকে তৈরি করা হয়েছে: রাজ্য সংবাদ নং. ৩৮ এমনভাবে তৈরি করা হয়েছে, যেন এটাকে লম্বালম্বিভাবে ভাঁজ করা যায়। এর ফলে প্রথম পৃষ্ঠাতেই আগ্রহজনক শিরোনাম ও সেইসঙ্গে এই কথাগুলো দেখা যায়, “আপনি কী বলবেন, . . . হ্যাঁ? না? হয়তো?” পাঠক যখন রাজ্য সংবাদ খুলবেন, তখন তিনি দেখবেন যে, শিরোনামে দেওয়া প্রশ্নের উত্তরে বাইবেল কী বলে আর বাইবেলে করা প্রতিজ্ঞা তার জন্য কী অর্থ রাখে। এ ছাড়া, কেন তিনি বাইবেল বিশ্বাস করতে পারেন, সেই কারণগুলোও দেখতে পাবেন। রাজ্য সংবাদ-এর পিছনের পৃষ্ঠায় পাঠকের জন্য চিন্তা করার মতো একটা আগ্রহজনক প্রশ্ন রয়েছে এবং তাকে আরও জানার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
৩. কীভাবে রাজ্য সংবাদ নং. ৩৮ বিতরণ করা হবে?
৩ যেভাবে এটা বিতরণ করা হবে: এই বিতরণ অভিযান, যেভাবে স্মরণার্থ সভার ও জেলা সম্মেলনের আমন্ত্রণপত্র বিতরণ করা হয়, সেভাবেই করা হবে। প্রাচীনরা ২০১৩ সালের ১ এপ্রিল যে-চিঠি পেয়েছে সেটার সঙ্গে মিল রেখে, স্থানীয় এলাকায় কীভাবে এই বিতরণ কাজ করা হবে, সেই বিষয়ে নির্দেশনা দেবে। যে-সমস্ত মণ্ডলীতে প্রচারের এলাকা খুব বেশি নেই, তারা কাছাকাছি এমন মণ্ডলীগুলোকে সাহায্য করতে পারে, যেখানে প্রচারের এলাকা অনেক বেশি। রাজ্য সংবাদ নং. ৩৮ নেওয়ার সময়, এক সপ্তাহে আপনার যে-ক-টা লাগবে, ঠিক সেই ক-টাই নিন। অভিযানের সময়, ঘরে ঘরে প্রচারের জন্য নির্ধারিত সমস্ত এলাকায় কাজ শেষ করার পর রাস্তায় অথবা অন্যান্য জায়গায় সেগুলো বিতরণ করা যেতে পারে। সমস্ত কপি যদি মাস শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায়, তাহলে সেই মাসে অর্পণ করার জন্য যে-নির্ধারিত সাহিত্য রয়েছে, তা অর্পণ করা যেতে পারে। সেই মাসের প্রথম শনিবারে, আমরা বাইবেল অধ্যয়ন শুরু করার চেয়ে বরং বিশেষ অভিযানে অংশগ্রহণ করার বিষয়ে চেষ্টা করব। সাপ্তাহিক ছুটির দিনে, পরিস্থিতি অনুযায়ী পত্রিকাও অর্পণ করা উচিত। আপনি কি এই বিশেষ অভিযানে পুরোপুরিভাবে অংশ নেওয়ার জন্য পরিকল্পনা করছেন?