নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
সচেতন থাক! অক্টোবর থেকে ডিসেম্বর
“আমরা একটা কঠিন সমস্যা নিয়ে কথা বলার জন্য আমাদের প্রতিবেশীদের সঙ্গে দেখা করছি আর তা হল অবিচার। কেউ কেউ প্রতিবাদ করার মাধ্যমে অবিচারের বিরুদ্ধে লড়াই করে। আপনি কী মনে করেন, যে-লোকেরা প্রতিবাদ করে, তারা কি পরিবর্তন আনার ক্ষেত্রে সফল হয়েছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে এমন একটা শাস্ত্রপদ দেখাতে পারি, যেখানে পৃথিবীতে প্রকৃত পরিবর্তন আনার জন্য ঈশ্বরের ব্যবস্থা সম্বন্ধে তুলে ধরা হয়েছে? [গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে মথি ৬:৯, ১০ পদ পড়ুন।] এই পত্রিকা এইরকম প্রশ্নের উত্তর দেয়, প্রতিবাদ করাই কি সমাধান?”