কেন সঙ্গেসঙ্গে চলে যাবেন?
আমরা যখন ক্ষেত্রের পরিচর্যা সভায় যোগ দিই, তখন আমরা আমাদের ভাই-বোনদের মাঝে থাকি আর তাই তাদের সঙ্গে কথা বলা স্বাভাবিক। কিন্তু, সভা শেষ হয়ে যাওয়ার পর আমাদের সঙ্গেসঙ্গে নির্ধারিত এলাকায় চলে যাওয়ার চেষ্টা করা উচিত। আমাদের প্রচার কাজে অনুরক্ত বা আসক্ত থাকতে হবে, কারণ এটা জরুরি। (২ তীম. ৪:২) আমরা যত দেরি করব, পরিচর্যার জন্য আমাদের কাছে তত কম সময় থাকবে। পরিচর্যায় আমাদের সহপ্রকাশকদের সঙ্গে কাজ করার সময় গঠনমূলক মেলামেশা উপভোগ করার জন্য আমাদের কাছে অনেক সময় থাকবে। দেরি না করে পরিচর্যায় যাওয়া দেখাবে যে, আমরা যিহোবা ও তাঁর পুত্রের জন্য “দাস্যকর্ম্ম” করার ক্ষেত্রে শিথিল নই বরং অধ্যবসায়ী।—রোমীয় ১২:১১.