নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
সচেতন থাক! এপ্রিল থেকে জুন
“‘সৃষ্টিকর্তা বলে কি কেউ আছেন?’ এই বিষয়ে লোকেদের বিভিন্ন মতামত রয়েছে। আপনি কী মনে করেন, কারা ভবিষ্যতের বিষয়ে বেশি আশাবাদী, যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে তারা না কি যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে একটা শাস্ত্রপদ দেখাতে পারি, যেটা সৃষ্টিকর্তার একটা প্রতিজ্ঞা সম্বন্ধে উল্লেখ করে, যা অনেককে আশা প্রদান করে? [গৃহকর্তা যদি রাজি হন, তা হলে গীতসংহিতা ৩৭:১০, ১১ পদ পড়ুন।] কেন আমাদের অনুসন্ধান করে দেখা উচিত যে, সৃষ্টিকর্তা বলে সত্যিই কেউ আছেন কি না, সেই বিষয়ে এই পত্রিকা চারটে কারণ তুলে ধরে।”