ঈশ্বরের বাক্যের গুপ্তধন | প্রেরিত ২১-২২
“যিহোবারই ইচ্ছা সিদ্ধ হউক”
পৌল বুঝতে পেরেছিলেন, পবিত্র আত্মা তাকে যিরূশালেমে যাওয়ার জন্য পরিচালিত করছে, যেখানে তার জন্য বিপদ অপেক্ষা করছিল। (প্রেরিত ২০:২২, ২৩) তাই, যখন শুভাকাঙ্ক্ষী খ্রিস্টানরা তাকে সেখানে না যেতে অনুরোধ করেছিলেন, তখন তিনি বলেছিলেন: “তোমরা এ কি করিতেছ? ক্রন্দন করিয়া আমার হৃদয় চূর্ণ করিতেছ?” (প্রেরিত ২১:১৩) অন্যেরা যখন যিহোবার সেবায় আত্মত্যাগমূলক মনোভাব দেখানোর প্রচেষ্টা করে, তখন আমরা কখনোই তাদের নিরুৎসাহিত করতে চাই না।