দক্ষতার সঙ্গে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতির প্রয়োজন
অনন্তজীবন সম্বন্ধে যিশুকে অন্ততপক্ষে দু-বার একই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, কিন্তু প্রত্যেক বার তিনি প্রশ্নকারীর প্রয়োজন অনুযায়ী উত্তর দিয়েছিলেন। (লূক ১০:২৫-২৮; ১৮:১৮-২০) তাই, যদিও আমরা হয়তো বাইবেল অধ্যয়নের বিষয়বস্তুর সঙ্গে ভালোভাবে পরিচিত রয়েছি, তবুও প্রত্যেক ছাত্রের কথা মাথায় রেখে আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে। কোন বিষয়টা হয়তো ছাত্রের পক্ষে বোঝা অথবা মেনে নেওয়া কঠিন হতে পারে? কোন উল্লেখিত শাস্ত্রপদগুলো তার সঙ্গে পড়া উচিত? আমাদের কতটা বিষয়বস্তু অধ্যয়ন করার চেষ্টা করা উচিত? আমরা হয়তো প্রয়োজন অনুযায়ী ছাত্রকে কোনো তথ্য বুঝতে সাহায্য করার জন্য একটা দৃষ্টান্ত, কোনো ব্যাখ্যা অথবা কিছু ধারাবাহিক প্রশ্ন প্রস্তুত করতে পারি। এ ছাড়া, যিহোবাই যেহেতু ছাত্রের হৃদয়ে সত্যের বীজ বৃদ্ধি পেতে দেন, তাই আমাদের অধ্যয়নের জন্য করা প্রস্তুতির উপর, আমাদের ছাত্রের উপর আর সেইসঙ্গে ছাত্রকে আধ্যাত্মিকভাবে সাহায্য করার জন্য আমাদের প্রচেষ্টার উপর যিহোবার আশীর্বাদ চাওয়া উচিত।—১ করি. ৩:৬; যাকোব ১:৫.