ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • my গল্প ৩৫
  • যিহোবা তাঁর নিয়মগুলো দেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবা তাঁর নিয়মগুলো দেন
  • আমার বাইবেলের গল্পের বই
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তারা যিহোবার কাছে একটা প্রতিজ্ঞা করে
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • যিহোবার পথ সকল জানা
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • জ্বলন্ত ঝোপ
    আমার বাইবেলের গল্পের বই
  • জ্বলন্ত ঝোপ
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
আরও দেখুন
আমার বাইবেলের গল্পের বই
my গল্প ৩৫

গল্প ৩৫

যিহোবা তাঁর নিয়মগুলো দেন

ইস্রায়েলীয়রা মিশর ছেড়ে চলে আসার প্রায় দু-মাস পর সীনয় পর্বতে এসে পৌঁছেছে। এটাকে হোরেব পর্বতও বলা হয়ে থাকে। এটা হচ্ছে সেই একই জায়গা, যেখানে যিহোবা জ্বলন্ত ঝোপের মধ্য থেকে মোশির সঙ্গে কথা বলেছিলেন। লোকেরা এখানেই তাঁবু খাটায় এবং প্রায় এক বছর সেখানে থাকে।

লোকেরা নীচে অপেক্ষায় থাকে আর মোশি পর্বতের ওপরে ওঠেন। সেখানে পর্বতের চূড়ায় যিহোবা মোশিকে বলেন যে, তিনি চান যেন ইস্রায়েলীয়রা তাঁর বাধ্য হয় এবং তাঁর বিশেষ লোক হয়ে ওঠে। মোশি যখন নীচে নেমে আসেন, তখন তিনি যিহোবা যা বলেছেন, সেই সম্বন্ধে ইস্রায়েলীয়দের জানান। আর লোকেরা বলে যে, তারা যিহোবার বাধ্য হবে কারণ তারা তাঁর লোক হতে চায়।

যিহোবা এবারে একটা অসাধারণ কাজ করেন। তিনি পর্বতের চূড়া ধোঁয়ায় ঢেকে দেন এবং মেঘগর্জন হতে দেন। এ ছাড়া, তিনি লোকেদের বলেন: ‘আমি যিহোবা তোমাদের ঈশ্বর, যিনি মিশর থেকে তোমাদের বের করে এনেছেন।’ এরপর, তিনি এই আজ্ঞা দেন: ‘তোমরা আমাকে ছাড়া অন্য কোনো দেবতার উপাসনা করবে না।’

ঈশ্বর ইস্রায়েলীয়দেরকে আরও নয়টা আজ্ঞা বা নিয়ম দেন। লোকেরা অনেক ভয় পেয়ে যায়। তারা মোশিকে বলে: ‘আপনি আমাদের সঙ্গে কথা বলুন কারণ আমাদের ভয় হয়, যদি ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন, তাহলে আমরা হয়তো মারা যাব।’

পরে যিহোবা মোশিকে বলেন: ‘তুমি পর্বতে আমার কাছে উঠে এসো। আমি তোমাকে দুটো পাথরের ফলক দেব, যার ওপরে আমি সেই নিয়মগুলো লিখেছি, যেগুলো লোকেরা পালন করবে বলে আমি চাই।’ তাই, মোশি আবারও পর্বতে উঠে গেলেন। তিনি সেখানে চল্লিশ দিন ও চল্লিশ রাত থাকেন।

ঈশ্বর তাঁর লোকেদের আরও অনেক নিয়ম দেন। মোশি সেগুলো লিখে নেন। এ ছাড়া, ঈশ্বর মোশিকে সেই পাথরের ফলক দুটোও দেন। এগুলোর ওপরে ঈশ্বর নিজে সেই দশটা নিয়ম লেখেন আর এগুলো মোশি সমস্ত লোকের কাছে পড়ে শোনান। সেগুলোকে দশ আজ্ঞা বলা হয়ে থাকে।

এই দশটা আজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। আর সেইসঙ্গে ঈশ্বর ইস্রায়েলীয়দের অন্যান্য যে-নিয়ম দিয়েছেন, সেগুলোও একইরকম গুরুত্বপূর্ণ। এগুলোর মধ্যে একটা নিয়ম হল: ‘তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত মন, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর যিহোবাকে ভালোবাসবে।’ আরেকটা হল: ‘তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে।’ ঈশ্বরের পুত্র যিশু খ্রিস্ট বলেছিলেন যে, এই দুটো নিয়মই যিহোবা তাঁর প্রজা ইস্রায়েলকে যে-সমস্ত নিয়ম দিয়েছেন, সেগুলোর মধ্যে সর্বমহৎ নিয়ম। পরে আমরা ঈশ্বরের পুত্র ও তাঁর শিক্ষাগুলো সম্বন্ধে অনেক কিছু শিখব।

যাত্রাপুস্তক ১৯:১-২৫; ২০:১-২১; ২৪:১২-১৮; ৩১:১৮; দ্বিতীয় বিবরণ ৬:৪-৬; লেবীয় পুস্তক ১৯:১৮; মথি ২২:৩৬-৪০.

অধ্যয়ন প্রশ্নাবলি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার