ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • my গল্প ৪৬
  • যিরীহোর প্রাচীর

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিরীহোর প্রাচীর
  • আমার বাইবেলের গল্পের বই
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • রাহব গুপ্তচরদের লুকিয়ে রাখেন
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • রাহব গুপ্তচরদের লুকিয়ে রাখেন
    আমার বাইবেলের গল্পের বই
  • রাহব যিহোবার ওপর বিশ্বাস করেছিলেন
    আপনার সন্তানকে শিক্ষা দিন
  • যিহোশূয়ের পুস্তকের প্রধান বিষয়গুলো
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
আমার বাইবেলের গল্পের বই
my গল্প ৪৬

গল্প ৪৬

যিরীহোর প্রাচীর

কীসের কারণে যিরীহোর প্রাচীর এভাবে ভেঙে পড়ছে? দেখে মনে হচ্ছে যেন একটা বড়ো বোমা এটাকে আঘাত করেছে। কিন্তু, সেই সময়ে তো তাদের কাছে বোমা ছিল না; এমনকী তাদের কাছে বন্দুকও ছিল না। এটা যিহোবার আরেকটা অলৌকিক কাজ! এসো দেখি, কীভাবে তা হয়েছে।

শোনো যিহোবা যিহোশূয়কে কী বলছেন: ‘তুমি ও তোমার যোদ্ধারা দলবদ্ধ হয়ে ওই নগরের চারিদিকে ঘুরবে। প্রতিদিন এক বার করে ছয় দিনে ছয় বার দলবদ্ধ হয়ে ঘুরবে। তোমাদের সঙ্গে করে নিয়ম-সিন্দুক নেবে। সাত জন যাজক এটার আগে আগে যাবে এবং তাদের তূরী বাজাবে।

‘সপ্তম দিনে তোমরা দলবদ্ধ হয়ে সাত বার ওই নগরের চারিদিকে ঘুরবে। এরপর, একটানা তূরী বাজাবে এবং সকলে খুব জোরে চিৎকার করবে। এতে সেই প্রাচীর একেবারে ভেঙে পড়বে!’

যিহোশূয় ও লোকেরা যিহোবার কথা অনুযায়ী কাজ করে। দলবদ্ধ হয়ে ঘোরার সময় তারা সকলে চুপ করে থাকে। কেউ কোনো কথা বলে না। শুধুমাত্র যে-শব্দ শোনা যায়, তা হল তূরী ও দলবদ্ধ হয়ে হাঁটার শব্দ। যিরীহোতে ঈশ্বরের লোকেদের যে-শত্রুরা ছিল, তারা নিশ্চয়ই ভয় পেয়ে গিয়েছে। তুমি কি দেখতে পাচ্ছ, একটা জানালায় লাল দড়ি ঝুলছে? এটা কার ঘরের জানালা? হ্যাঁ, রাহব ঠিক সেটাই করেছিলেন, যা দু-জন গুপ্তচর তাকে করতে বলেছিল। তার পুরো পরিবার তার সঙ্গে ভিতর থেকে দেখছে।

অবশেষে, সপ্তম দিনে সাত বার ওই নগরের চারিদিকে দলবদ্ধ হয়ে ঘোরার পর, তূরীর শব্দ ও যোদ্ধাদের চিৎকার শোনা যায় আর সেই প্রাচীর ভেঙে পড়ে। এরপর, যিহোশূয় বলেন: ‘নগরের সকলকে মেরে ফেলো ও নগরটা পুড়িয়ে দাও। সব কিছু পুড়িয়ে ফেলো। শুধুমাত্র রুপো, সোনা, তামা এবং লোহা সংগ্রহ করবে এবং সেগুলো যিহোবার তাঁবুর ভাণ্ডারে দিয়ে দেবে।’

সেই দু-জন গুপ্তচরকে যিহোশূয় বলেন: ‘রাহবের ঘরে যাও এবং তাকে ও তার পরিবারকে বের করে নিয়ে এসো।’ রাহব ও তার পরিবার রক্ষা পেয়েছে, ঠিক যেমনটা সেই গুপ্তচরেরা তার কাছে প্রতিজ্ঞা করেছিল।

যিহোশূয়ের পুস্তক ৬:১-২৫.

অধ্যয়ন প্রশ্নাবলি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার