সূচিপত্র
ডিসেম্বর ১৫, ২০১৪ Vol. ১৩৫, No. ২৪
© 2014 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
অধ্যয়ন প্রবন্ধ
ফেব্রুয়ারি ২-৮, ২০১৫
পৃষ্ঠা ৬ • গান সংখ্যা: ৪৭, ৬
ফেব্রুয়ারি ৯-১৫, ২০১৫
পৃষ্ঠা ১১ • গান সংখ্যা: ১৭, ৪৪
ফেব্রুয়ারি ১৬-২২, ২০১৫
একত্রে এই পুরোনো জগতের শেষকে মোকাবিলা করা
পৃষ্ঠা ২২ • গান সংখ্যা: ১৬, ২৯
ফেব্রুয়ারি ২৩, ২০১৫–মার্চ ১, ২০১৫
তুমি যা-কিছু পেয়েছ, সেগুলোর প্রতি কি তোমার উপলব্ধি রয়েছে?
পৃষ্ঠা ২৭ • গান সংখ্যা: ১১, ২৪
অধ্যয়ন প্রবন্ধগুলো
▪ ‘শুনুন ও বুঝুন’
▪ আপনি কি “বুঝিতে পারেন”?
আমরা যে যিশুর দৃষ্টান্তগুলোর অর্থ বুঝতে পারি, সেই বিষয়ে কীভাবে আমরা নিশ্চিত হতে পারি? এই দুটো প্রবন্ধ থেকে আমরা দেখব, যিশুর তুলে ধরা সাতটা দৃষ্টান্ত কীভাবে বিশ্লেষণ করা যায়। এ ছাড়া, এই প্রবন্ধগুলো থেকে আমরা লক্ষ করব, যিশুর দৃষ্টান্তগুলো থেকে আমরা যে-শিক্ষাগুলো লাভ করি, সেগুলো কীভাবে আমাদের খ্রিস্টীয় পরিচর্যায় ব্যবহার করতে পারি।
▪ একত্রে এই পুরোনো জগতের শেষকে মোকাবিলা করা
▪ তুমি যা-কিছু পেয়েছ, সেগুলোর প্রতি কি তোমার উপলব্ধি রয়েছে?
জগতের অনেক অল্পবয়সিরা যেখানে আত্মকেন্দ্রিক হয়ে থাকে, সেখানে অল্পবয়সি খ্রিস্টানদের কেন ঈশ্বরের লোকেদের সঙ্গে একতাবদ্ধ হওয়ার চেষ্টা করা উচিত? এই প্রবন্ধে কিছু উত্তম এবং মন্দ উদাহরণ বিবেচনা করা হবে, এমন বিষয়গুলো তুলে ধরা হবে, যেগুলো অল্পবয়সি এবং বৃদ্ধ সকলকে বিজ্ঞ বাছাই করতে সাহায্য করবে।
এই সংখ্যায় আরও রয়েছে
৪ যিহোবা ইচ্ছুক মনোভাবাপন্ন ব্যক্তিদের প্রচুররূপে আশীর্বাদ করেন
১৭ আপনার কি সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত?
প্রচ্ছদ: কোস্টা রিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের টামারিন্ডো সৈকতে ঘুরতে এসেছে এমন কিছু ব্যক্তি এটা জানতে পেরে অনেক আনন্দিত যে, একসময় পুরো পৃথিবী আমাদের জন্য পরমদেশ হয়ে উঠবে, যেখানে আমরা চাষবাস করতে পারব
কোস্টা রিকা
প্রকাশক
২৯,১৮৫
নিয়মিত অগ্রগামী
২,৮৫৮
ঈশ্বরের নাম, যিহোবা,
Jéoba
ব্রিব্রি ভাষায়
Jehová
কেবেকার ভাষায়
দুটো মণ্ডলী ও দুটো দল ব্রিব্রি ভাষা ব্যবহার করে এবং তিনটে মণ্ডলী এবং চারটে দল কেবেকার ভাষা ব্যবহার করে। দুটোই আমেরিকার স্থানীয় ভাষা