প্রশ্ন বাক্স
◼ কেন আমাদের ক্ষেত্র পরিচর্যার কাজের রিপোর্ট প্রত্যেক মাসে তৎপরতার সাথে দেওয়া উচিত?
আমরা সকলেই আনন্দের এক আবেশ অনুভব করি যখন আমরা বাজ্যের বার্তা প্রচারের ক্ষেত্রে সম্পাদিত কোন উত্তম বিষয় সম্বন্ধে শুনি। (হিতোপদেশ ২৫:২৫ দেখুন।) প্ররিত ২:৪১ পদ বিবৃতি দেয় যে পঞ্চাশত্তমীর দিনে পিতরের উত্তেজনাপূর্ণ বক্তৃতা শোনার পরে “কমবেশ তিন হাজার লোক তাঁহাদের সহিত সংযুক্ত হইল।” অল্প সময় পরেই সেই সংখ্যা “কমবেশ পাঁচ হাজার” এ বৃদ্ধি পেয়েছিল। (প্ররিত ৪:৪) প্রথম শতাব্দীর খ্রীষ্টানদের জন্য ওই রিপোর্টগুলি অবশ্যই কতই না উল্লাসকর হয়ে থাকবে! আজকের উৎসাহজনক রিপোর্টগুলির প্রতিও আমরা একইরকম প্রতিক্রিয়া দেখিয়ে থাকি। পৃথিবীব্যাপী সুসমাচার প্রচারে আমাদের ভাইয়েরা যে সাফল্য উপভোগ করে সে সম্বন্ধে শুনে আমরা রোমাঞ্চিত হই।
যেহেতু এইধরনের রিপোর্টগুলি সংকলন করার সাথে অনেক সময় ও প্রচেষ্টা জড়িত থাকে, তাই প্রত্যেক রাজ্যের প্রকাশকের সহযোগিতা অত্যন্ত আবশ্যক। প্রত্যেক মাসে তৎপরতার সাথে আপনার রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে কি আপনি সচেতন?
বৃদ্ধির রিপোর্টগুলি আমাদের জন্য প্রচুর আনন্দ নিয়ে আসে। অতিরিক্তভাবে, রিপোর্ট সমিতিকে পৃথিবীব্যাপী কাজের অগ্রগতি দেখাশোনা করতে সাহায্য করে। কোথায় আরও সাহায্যের প্রয়োজন থাকতে পারে অথবা কী ধরনের ও কত পরিমাণ সাহিত্য তৈরি করতে হবে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। প্রত্যেক মণ্ডলীর প্রাচীনেরা কোথায় উন্নতি করা যেতে পারে সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ক্ষেত্র পরিচর্যার রিপোর্ট ব্যবহার করেন। উত্তম রিপোর্টগুলি গঠনমূলক, আমাদের প্রত্যেককে সম্ভাব্য উন্নতি বিধানের জন্য আমাদের নিজস্ব পরিচর্যাকে পরীক্ষা করতে অনুপ্রাণিত করে।
প্রত্যেক মাসে তৎপরতার সাথে ক্ষেত্র পরিচর্যার রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে প্রত্যেক প্রকাশকের তাদের ব্যক্তিগত দায়িত্বকে উপলব্ধি করা প্রয়োজন। মণ্ডলীর বুকস্টাডি পরিচালক প্রকাশকদের এই দায়িত্ব সম্পর্কে মনে করিয়ে দিতে পারেন যেহেতু যাদের হয়ত প্রত্যেক মাসে নিয়মিতভাবে ক্ষেত্র পরিচর্যায় অংশগ্রহণ করতে অসুবিধা আছে তাদের তারা ব্যক্তিগত সহায়তা দেওয়ার জন্যও সচেতন থাকেন। প্রত্যেক মাসের শেষ বুকস্টাডিতে অথবা অন্য কোন উপযুক্ত সময়ে এই সম্বন্ধে স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে। যদি কিংডম হলে ক্ষেত্র পরিচর্যার রিপোর্ট দেওয়ার কোন সুযোগ না থাকে, মণ্ডলীর বুকস্টাডি পরিচালক সেগুলি একত্রিত করতে ও দেখতে পারেন যে সেগুলি সমিতিকে পাঠানোর জন্য মণ্ডলীর মাসিক রিপোর্টের অন্তর্ভুক্ত করে সঠিক সময়ে সচিবকে দেওয়া হয়েছে কি না।
বিশ্বস্তভাবে ক্ষেত্র পরিচর্যার কাজের রিপোর্ট তৎপরতার সাথে দিতে আমাদের পরিশ্রম, যারা আমাদের আধ্যাত্মিক মঙ্গল-সাধনের জন্য দায়িত্বশীল তাদের ভার অনেক হাল্কা করে।