পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
Awake! জানু.-মার্চ
“ভারতে পারিবারিক মূল্যবোধ ভাল থাকার জন্য যদিও আমরা গর্বিত কিন্তু আপনি কি মনে করেন না যে, এই সমস্যা রয়েছে? [সচেতন থাক! পত্রিকার প্রচ্ছদ পাতাটা দেখান এবং উত্তরের জন্য অপেক্ষা করুন।] আগ্রহের বিষয় যে, এইধরনের খারাপ পরিস্থিতির বিষয়ে শাস্ত্রে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। [২ তীমথিয় ৩:১, ৩ পদ পড়ুন] এই পত্রিকায় কিছু বাস্তব পরামর্শ রয়েছে, যা আমরা যারা এইরকম পরিস্থিতির শিকার হয়েছেন এবং এর স্থায়ী সমাধান চান তাদেরকে দিচ্ছিলাম।”
The Watchtower ফেব্রু. ১৫
“আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, কীভাবে আপনি নিজেকে সবচেয়ে ভালভাবে নির্দেশনা দিতে পারেন ও মুখ্য সিদ্ধান্তগুলো নিতে পারেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] বাইবেলে কিছু ভাল নির্দেশনা, যেমন সুবর্ণ নিয়ম সম্বন্ধে পাওয়া যায়। [মথি ৭:১২ পদ পড়ুন।] ঈশ্বরের দেওয়া অন্য কোন্ নীতিগুলো সরাসরি আমাদের উপকার করতে পারে? এই পত্রিকায় আপনি উত্তরটা খুঁজে পাবেন।”
Awake! জানু.-মার্চ
“১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী আক্রমণের পর থেকে সমস্ত জায়গার লোকেরা ভাবছে যে, কেন ঈশ্বর এইরকম বিষয়গুলো ঘটতে দেন। আপনি কী মনে করেন? [উত্তরের জন্য অপেক্ষা করুন।] কোন একটা কারণের জন্য ঈশ্বর দুষ্টতাকে সহ্য করেন কিন্তু তাঁর ধৈর্য ধরার সময় খুব শীঘ্রিই শেষ হবে। [প্রকাশিত বাক্য ২১:৪, ৫ পদ পড়ুন।] একটা পরিবর্তন আসতে চলেছে যেমন এই প্রবন্ধের ১৬ পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে।”
The Watchtower মার্চ ১
“আজকে যে সমস্ত বিষয়গুলো ঘটছে, সেগুলো দেখে আমাদের মধ্যে বেশির ভাগ লোকই ভাবছি যে, ভবিষ্যতে আমাদের জন্য কী রয়েছে।। কেন আমরা আস্থা নিয়ে ভবিষ্যতের দিকে তাকাতে পারি, সেটার কারণ যীশু খ্রীষ্ট এক বিখ্যাত প্রার্থনার মধ্যে জানিয়েছিলেন। [মথি ৬:৯, ১০ পদ পড়ুন।] মানবজাতি বারবার অনেক বছর আগে করা ভুলগুলো করে আসছে। কিন্তু সেই সময়ে যারা ঈশ্বরের সেবা করেছিলেন, তাদের জন্য এক সুখী ভবিষ্যৎ ছিল। এই পত্রিকা দেখায় কীভাবে আমাদেরও তা থাকতে পারে।”