রাজ্যের ঘোষণাকারীরা রিপোর্ট করে
স্কুলে—আত্মিক ক্ষুধা মেটান
যীশু তাঁর পর্বতে দত্ত উপদেশে বলেন, “ধন্য যাহারা আত্মাতে দীনহীন।” (মথি ৫:৩) বহু স্কুলের ছেলেমেয়েরা ঈশ্বরের জ্ঞান ও তাঁর অপূর্ব উদ্দেশ্যগুলি সম্বন্ধে আগ্রহী। তারা জীবন সম্বন্ধে প্রশ্নগুলির উত্তর চায় এবং কিভাবে জীবন কাটালে ঈশ্বরের অনুমোদন পাবে ও সুখী হবে জানতে চায়। এটি পরিলক্ষিত হয় ব্রিটিশ ভারজিন্ আয়ারল্যাণ্ডের একটি স্কুলে। সেখানকার একজন যিহোবার সাক্ষী বর্ণনা করে:
▫ “আমি স্থানীয় একটি স্কুলে পিতামাতা ও শিক্ষকদের এক সভায় যোগদান করি এবং সেখানে মাদকদ্রব্য, মদ্যপান, যুবক-যুবতীর একাকী মেলামেশা, টিভি দেখা, উচ্চমান ও আরও অন্যান্য বিষয়ে অনেক আলোচনা হয়, তাই আমি কোয়েশ্চেনস্ ইয়ং পিপল্ আস্ক্—অ্যানসারস্ দ্যাট ওর্য়াক বইটি নিয়ে সেটি প্রধান শিক্ষিকাকে দিতে মনস্থ করি। বইটি পরীক্ষা করার পর তিনি বলেন, এটি যথাযথভাবেই তাদের প্রয়োজন ছিল এবং তিনি জিজ্ঞাসা করেন যদি স্কুলের ১২০ জন ছাত্রছাত্রীর প্রত্যেকের জন্য একটি করে কপি পাওয়া যায়। বিষয়টি নিয়ে মণ্ডলীর প্রাচীনদের সাথে আলোচনা হয়, আর তারা স্থির করেন স্কুলকে এই বইগুলি দান করবেন। যখন আমরা এটি জানাই, শিক্ষকেরা বলেন যে আমরাই যেন বইগুলিকে ছাত্রদের উপহার দিই। দুজন সাক্ষী যায় এবং দেখে ঘরভর্তি ছাত্রছাত্রীরা তাদের জন্য অপেক্ষা করে আছে। ভাইয়েরা আধঘন্টা কথা বলেন এবং অভিজ্ঞতাগুলি যেগুলি দেখায় কিভাবে বইটি যুবক ও বৃদ্ধদের সাহায্য করেছে সেগুলি প্রহরীদুর্গ সমিতির পত্রিকাগুলি থেকে পড়েন। তারপর বইগুলি আগ্রহী ছাত্রদের উপহার দেওয়া হয়।”
খুবই আনন্দের জানা যে স্কুলটি বইটিকে নিয়মিতভাবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যসূচীর অংশ হিসাবে ব্যবহার করতে স্থির করেছে। এটি সত্যই এই ছাত্রদের জীবন ও ভবিষ্যৎ সম্বন্ধে অনেক প্রশ্নের উত্তর দেবে।
পাপুয়া নিউ গিনিতে—আত্মিক ক্ষুধা মেটান
নিম্নোক্ত অভিজ্ঞতাটি একজন ভ্রমণ অধ্যক্ষের নিকট থেকে পাওয়া। এটি বর্ণনা করে ঐ দেশের লোকেরা আত্মিকভাবে কত ক্ষুধার্ত এবং আমাদের বাইবেল-ভিত্তিক প্রকাশনাগুলি তাদের ক্ষুধা মেটাতে কত কার্যকারী।
▫ “যেহেতু আমি কামবিরেটোরো গ্রামটি পরিদর্শনে অক্ষম ছিলাম,” অধ্যক্ষটি বলেন, “আমি আমার সময় ভেনিমোর ছোট মণ্ডলীটির সাথে কাজ করে কাটাই। সেখানে অনেক আগ্রহ দেখা যায়। বিওয়ানী থেকে বহুসংখ্যক লোক সাহিত্যাদি নেয়। একজন ব্যক্তি আমাকে আসতে ও এই গ্রাম পরিদর্শন করতে বলে, আর আমার থাকার সব বন্দোবস্ত করবে বলে। অনেকেই আমাদের সাহিত্যাদির সাথে পরিচিত হয়। প্রত্যেক সময়ে আমরা ভেনিমোর শহরটিতে গেলে, তিন বাক্স বই নিয়ে যাওয়া সত্ত্বেও সাহিত্যাদি সব শেষ হয়ে যেত। মাই বুক অফ বাইবেল স্টোরিজ্ বইটি সোনার মত মূল্যবান হিসাবে মনে করা হত। লোকেরা এটির সন্ধান করত। যে বইগুলি আমি নিয়ে যাই শীঘ্রই তা শেষ হয়ে যায়। যখন আমরা লোকেদের আমাদের সাহিত্যাদি দেখাতাম, কেউ কেউ জিজ্ঞাসা করত: ‘হলুদ বইটি কোথায়?’ একজন ৬টি অর্ডার দেয়। সে আমাকে তার নাম ও ঠিকানা দেয় এবং বলে বইগুলি যখন আমি পাব রেডিওতে ঘোষণা করে জানাতে। তাহলে সে তার গ্রাম থেকে এসে সেগুলি নিয়ে যাবে।” ভ্রমণ অধ্যক্ষটি আরও বলেন: “আমি দেখেছি যে ভেনিমোর অনেকেই ম্যানকাইণ্ড্স্ সার্চ ফর গড এবং কোয়েশ্চেনস্ ইয়ং পিপল আস্ক—অ্যানসারস্ দ্যাট ওর্য়াক বইগুলি গ্রহণ করেছে।”
এটি স্পষ্ট দেখায় যে বাইবেল এবং “বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাসশ্রেণীর” মাধ্যমে যিহোবা যে প্রকাশনাগুলি সরবরাহ করেছেন, সেগুলি থেকে পাওয়া আত্মিক খাদ্যের জন্য সহৃদয় ব্যক্তিরা কত ক্ষুধার্ত। (মথি ২৪:৪৫-৪৭) যিহোবার সাক্ষীরা কতই না আনন্দিত এইসব সত্যের জন্য ক্ষুধার্ত লোকেদের সাহায্য করতে পেরে! (w93 3/1)
[Pictures on page 29]
পাপুয়া নিউ গিনিতে সাক্ষ্য দেওয়া